২০২৩ কলকাতা প্রিমিয়ার ডিভিশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কলকাতা প্রিমিয়ার ডিভিশন
মৌসুম২০২৩
তারিখ২৫ জুন – ৩০ নভেম্বর
চ্যাম্পিয়নমহামেডান (১৪শ শিরোপা)
অবনমনপশ্চিমবঙ্গ পুলিশ এফসি
ক্যালকাটা এফসি
মোট খেলা১৯৬
মোট গোলসংখ্যা৫৭৯ (ম্যাচ প্রতি ২.৯৫টি)
শীর্ষ গোলদাতাডেভিড লালানসাঙ্গা (২১)
সর্বোচ্চ স্কোরিংইস্টবেঙ্গল ১০–১ খিদিরপুর (২৬ সেপ্টেম্বর)
জর্জ টেলিগ্রাফ ১০-১ এফসিআই (২০ নভেম্বর)
দীর্ঘতম টানা অপরাজিত১২ ম্যাচে (ইস্টবেঙ্গল)

২০২৩ কলকাতা প্রিমিয়ার ডিভিশন হল কলকাতা ফুটবল লিগ প্রতিযোগিতার শীর্ষ স্তরের ১২৫তম আসর। এই আসরেই পূর্বের আসরের দুই-গ্রুপ পদ্ধতির প্রিমিয়ার ডিভিশন লোপ পায় ও দুটি গ্রুপ জুড়ে যায়।[১]

ফরম্যাট[সম্পাদনা]

২০২৩ কলকাতা প্রিমিয়ার ডিভিশন একটি বর্ধিত ২৬-দলীয় প্রতিযোগিতা গঠনের জন্য শীর্ষ দুটি স্তর, প্রিমিয়ার এ এবং বি কে একীভূত করে।[২] তেরোটি দলের দুটি গ্রুপে বিভক্ত প্রতিটি দল গ্রুপের প্রতিটি ক্লাবের সাথে একবার করে খেলে। শীর্ষ তিনটি দল সুপার সিক্স রাউন্ডে যায়, যেখানে তারা গ্রুপ পর্ব থেকে পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করে।[৩] প্রতিটি গ্রুপের নীচের চারটি দল অবনমন পর্বে প্রবেশ করে।[১][৪] এআইএফএফের নির্ধারিত নিয়ম অনুযায়ী, এই আসরে কোনো বিদেশি খেলোয়াড় লিগে অংশ নেয়নি।[৫]

মাঠ[সম্পাদনা]

প্রথম পর্ব[সম্পাদনা]

২৬টি দলকে ১৩টি দলের দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছিল।[৬][৭]

গ্রুপ ১[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
মহামেডান এসসি ১২ ৩৩ +২৪ ২৯ সুপার সিক্স
ডায়মন্ড হারবার এফসি ১২ ২৬ +২১ ২৯
মোহনবাগান এসজি ১২ ৩০ ১৩ +১৭ ২৪
কালীঘাট মিলন সঙ্ঘ ১২ ২১ +১৩ ২৪
আর্মি রেড ১২ ১৮ ১১ +৭ ২১
পিয়ারলেস এসসি ১২ ২২ +১৩ ২০
ইউনাইটেড এসসি ১২ ২৫ +১৭ ১৯
সাদার্ন সমিতি ১২ ১৪ ১৭ −৩ ১৫
টালিগঞ্জ অগ্রগামী ১২ ২৮ −১৯
১০ পাঠচক্র ১২ ১৩ ২৮ −১৫ অবনমন পর্ব
১১ ক্যালকাটা এফসি ১২ ৩৮ −৩০
১২ এফসিআই (পূর্ব অঞ্চল) ১২ ৩২ −২৪
১৩ ডালহৌসি এসি ১২ ২৯ −২১
উৎস: দ্যা অ্যাওয়ে এন্ড
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) মোট স্বপক্ষে গোল; ৬) লটারি

গ্রুপ ২[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
ইস্টবেঙ্গল ১২ ২৯ +২৩ ৩০ সুপার সিক্স
ভবানীপুর ১২ ২৩ +১৫ ২৭
খিদিরপুর ১২ ১৬ ১১ +৫ ২৫
এরিয়ান ১২ ২৮ ১২ +১৬ ২৪
ক্যালকাটা কাস্টমস ১২ ১৩ ১৩ ১৯
এএসওএস রেইনবো ১২ ১১ ১০ +১ ১৭
উয়ারী ১২ ১৬ ২৩ −৭ ১৬
রেলওয়ে এফসি ১২ ১২ ২১ −৯ ১২
বিএসএস ১২ ১২ ১৪ −২ ১১
১০ জর্জ টেলিগ্রাফ ১২ ১১ ১৯ −৮ ১১ অবনমন পর্ব
১১ পূর্ব রেল ১২ ১৬ ২৬ −১০ ১১
১২ পুলিশ এসি ১২ ১০ ২২ −১২ ১০
১৩ পশ্চিমবঙ্গ পুলিশ ১২ ১২ ২৪ −১২
উৎস: দ্যা অ্যাওয়ে এন্ড
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) মোট স্বপক্ষে গোল; ৬) লটারি

সুপার সিক্স[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
মহামেডান এসসি (C) ১৭ ১৪ ৪৪ ১১ +৩৩ ৪৪ চ্যাম্পিয়ন
ইস্টবেঙ্গল ১৭ ১৩ ৫০ ১০ +৪০ ৪২
ডায়মন্ড হারবার (Q) ১৬ ১০ ৩২ ১২ +২০ ৩৩ আই-লিগ ৩-এ উত্তীর্ণ[ক]
ভবানীপুর ১৬ ২৬ ১৮ +৮ ২৮
মোহনবাগান এসজি ১৫ ৩৩ ১৯ +১৪ ২৫[খ]
খিদিরপুর ১৫ ১৭ ২৯ −১২ ২৫
৩০ নভেম্বর ২০২৩ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: দ্য অ্যাওয়ে এন্ড
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) মোট স্বপক্ষে গোল; ৬) লটারি
(C) চ্যাম্পিয়ন; (Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ।
টীকা:
  1. পয়েন্ট তালিকার উপরের দিকের দলগুলি যদি কোন জাতীয় লিগে থাকে, তাহলে পরের যে দলদুটি কোন জাতীয় লিগে নেই তারা সরাসরি আই-লিগ ৩-এ খেলার যোগ্যতা অর্জন করবে।
  2. ৩০ নভেম্বর ২০২৩-এ ইস্টবেঙ্গলের বিপক্ষে দল না নামানোর জন্য মোহনবাগানের ২ পয়েন্ট কাটা যায়।[৮]

অবনমন পর্ব[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
পাঠচক্র ১৯ ৩০ ৩৬ −৬ ২৩
জর্জ টেলিগ্রাফ ১৯ ৩২ ২৭ +৫ ২২
পুলিশ এসি ১৯ ২২ ৩৩ −১১ ২২
পূর্ব রেল ১৯ ২৩ ৩৩ −১০ ২০
ডালহৌসি এসি ১৯ ১৭ ৩৬ −১৯ ১৬
এফসিআই (পূর্ব অঞ্চল) ১৯ ১২ ১৬ ৫২ −৩৬ ১৩
পশ্চিমবঙ্গ পুলিশ ১৯ ১৩ ১৮ ৩৯ −২১ ১২ প্রথম ডিভিশনে অবনমিত
ক্যালকাটা এফসি ১৯ ১০ ১৬ ৫০ −৩৪ ১১
উৎস: দ্যা অ্যাওয়ে এন্ড
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) মোট স্বপক্ষে গোল; ৬) লটারি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Calcutta Football League (CFL) goes bigger than ever for its historic 125th season"The Fan Garage। ৫ জুন ২০২৩। ৬ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৩ 
  2. TNN (৩১ মে ২০২৩)। "CFL Premier Div 'A' & 'B' to be merged"The Times of India। Kolkata। ৩১ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  3. "Calcutta Football League 2023: Confirmed Super Six Phase Teams"Indian Football News। ৯ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৩ 
  4. Roy, Tania (২ জুন ২০২৩)। "কলকাতা লিগে নিয়মে বদল,শুরুর আগেই বিদ্রোহী কিছু ক্লাব, ভবানীপুর নেমে পড়ল অনুশীলনে" [Change in rules in Calcutta league, before the start some clubs rebel, Bhavanipur came down to practice]। Hindustan Times Bangla। ৫ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৩ 
  5. Ghosh, Ankon (৬ জুলাই ২০২৩)। "AIFF bars foreign players in State league" 
  6. Chakraborty, Sanghamitra (৫ জুন ২০২৩)। "Calcutta Football League: মোহনবাগান-মহমেডানের গ্রুপে অভিষেকের ক্লাব, ইস্টবেঙ্গলের গ্রুপে ভবানীপুর" [Calcutta Football League: Debutant club in Mohun Bagan-Mohammedan group, Bhavanipur in East Bengal group]। TV9 Bangla। ৫ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৩ 
  7. Biswas, Koushik (৫ জুন ২০২৩)। "Calcutta Football League : বাজল কলকাতা ফুটবল লিগের ঘণ্টা, কঠিন গ্রুপে মোহনবাগান" [Calcutta Football League: Bell of Calcutta Football League rings, Mohun Bagan in tough group]। Ei Samay। ৫ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২৩ 
  8. "কলকাতা লিগের বাতিল ডার্বিতে জয়ী ঘোষিত ইস্টবেঙ্গল, পয়েন্ট কাটল মোহনবাগানের" [East Bengal, declared the winner of the canceled Kolkata League derby, Mohun Bagan deducted points]। Xtra Time Bangla। ২৮ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২৩