বিষয়বস্তুতে চলুন

কলকাতা পুলিশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কলকাতা পুলিশ
প্রচলিত নামকলকাতা পুলিশ
সংক্ষেপক.পু.
সংস্থা পরিদর্শন
প্রতিষ্ঠাকাল১৮৫৬; ১৬৮ বছর আগে (1856)
কর্মচারী৩৫০০০
বার্ষিক বাজেট ৮৯৮ কোটি (ইউএস$ ১০৯.৭৭ মিলিয়ন)[]
অঞ্চল কাঠামো
পরিচালনার অঞ্চলকলকাতা,  ভারত
কলকাতা পুলিশের অঞ্চলের মানচিত্র
আয়তন২৪৩ বর্গ কিমি
জনসংখ্যা৪৫,৮০,৫৪৪ (২০০.৭১ কিমি** সহ)
সাধারণ প্রকৃতি
পরিচালনামূলক কাঠামো
প্রধান কার্যালয়১৮, লালবাজার সরণি, কলকাতা ৭০০০০১
সংস্থার কার্যনির্বাহকগণ
  • মনোজ কুমার বর্মা, নগরপাল
  • দেবেন্দ্র প্রকাশ সিং, ডাঃ প্রণব কুমার, শুভঙ্কর সিনহা সরকার, ধ্রুবজ্যোতি দে, পান্ডে সন্তোষ, ভি সলোমন নেসাকুমার ও অশেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ কমিশনার
মাতৃ-সংস্থাপশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর
সুবিধা-সুযোগ
কর্মকেন্দ্র৭৯ []
ওয়েবসাইট
কলকাতা পুলিশ

ক. ২০০১ জনগণনা অনুসারে
খ. ২০০৭-এর উদ্ধৃতি বই পেঙ্গুইনের অনুসারে

কলকাতা পুলিশ ফোর্স হলো পশ্চিম বঙ্গ রাজ্যের দুটি পুলিশ ফোর্সের মধ্যে একটি (অন্যটি হল পশ্চিমবঙ্গ পুলিশ, যা একটি পৃথক অধিক্ষেত্র)। কলকাতা পুলিশের কাজ হল কলকাতা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপারাধীদের চিহ্নিত করা ও শহরকে সুরক্ষা রাখা, ভারতের মধ্যে যেটা ১৮৬৬ সালের 'কলকাতা পুলিশ আইন' এবং ১৮৬৬ সালের 'কলকাতা উপ-পৌর পুলিশি আইন'-এর অধীনে সংজ্ঞায়িত।

ইতিহাস

[সম্পাদনা]

বর্তমান কলকাতা পুলিশ প্রশাসনের ইতিহাসের উৎপত্তি হয় কলকাতার ঔপনিবেশিক সময় থেকে, যখন এই কলকাতা ক্যালকাটা নামে পরিচিত ছিল, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় তাদের পক্ষোদ্ভেদ নিষ্পত্তি করেছিল। কলকাতা আবিষ্কার করেছিলেন জব চার্নক নামে এক ইংরেজ, ১৬৯০ সালে হুগলী নদীর তীরে সুতানুটি গ্রামে তিনি নোঙর ফেলেন। সেই গ্রামেই ১৬৯৬ সাল থেকে সামরিক নিষ্পত্তির একটি নিউক্লিয়াস গঠিত হয় জব চার্নকের মৃত্যুর ঠিক ৩ বছর পরে। সুতানুটির সাথে আরোও দুটো গ্রাম গোবিন্দপুর এবং কালিকাতা নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা র গোড়াপত্তন করে।

নারী প্রতিবাদকারীদের সম্মুখীন কলকাতা পুলিশ
কলকাতা ট্রাফিক পুলিশ
একটি কলকাতা ট্রাফিক পুলিশ সাইনবোর্ড

কলকাতা এর আগে ছিল মুঘলদের অধীনে। ইংরেজ আমলে কলকাতা মুঘল সাম্রাজ্যের অধীনে কিছুটা থেকে গেলেও বাংলার নবাবরা প্রধানত মুর্শিদাবাদউত্তরবঙ্গে শাসন কার্যকরী রেখেছিলেন। ১৭২০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একজন অফিসার ঠিক করেন যাকে বেসামরিক ও অপরাধমূলক প্রশাসনের পুরো দায়িত্ব দেওয়া হয়েছিল। "ব্ল্যাক ডেপুটি" বা "ব্ল্যাক জমিন্দার" নামে একজন ভারতীয় কার্যনির্বাহকের দ্বারা সহায়তা পেতেন। তার অধীনে ছিল তিনজন নবাব-দেওয়ান যাদের মধ্যে একজন ছিলেন পুলিশ। এই নিষ্পত্তির জন্য "থানা" ভাগ করা ছিল। "থানাদার"দের অধীনে কাজ করত দুধরনের মানুষ যাদেরকে "নায়েক" ও "পাইক" বলে ডাকা হত। এছাড়াও নদী-পুলিশেরও একটি ছোটো দল গঠন করা হয়।

১৭৭৮ সালে একটি সংবিধি পাশ হয় কলকাতা পুলিশের শক্তি উত্থাপিত হয় ৭০০ জন পাইক, ৩১ জন থানাদার এবং ৩৪ জন নায়েব একজন অধীক্ষকের অধীনে। ১৭৮০ সালে সংরক্ষণের কমিশনার নিযুক্ত করা হয়েছিল যারা ঘড়ি বা ওয়ার্ড দেখাশোনা করত। পুলিশি প্রশাসন তখনও খুব নড়বড়ে ছিল।

১৭৯৪ সালে শান্তি বিচারপতি কলকাতা এবং তার শহরতলির পৌর প্রশাসনের জন্য নিযুক্ত করা হয়েছিল, একজন প্রধান ম্যাজিস্ট্রেট অধীনে যে সরাসরি পুলিশের ভারপ্রাপ্ত ছিল। ১৮০৬ সালে শান্তি বিচারপতি ২৪ পরগণার ম্যাজিস্ট্রেটের অধীনে চলে আসে যা শহরের ২০ মাইল মধ্যে অবস্থিত।

প্রশাসন

[সম্পাদনা]

১. কলকাতা পুলিশ কমিশনার হলেন কলকাতা পুলিশ ফোর্সের প্রধান নির্বাহী ও প্রশাসনিক হেড। তার অধীনে ও নিয়ন্ত্রণে আছে:

হেয়ার স্ট্রিট থানা, কলকাতা
পুলিশ অ্যাম্বুলেন্স
কলকাতা পুলিশের মান গঠন[]
ক্রমিক সংখ্যামানশক্তি
নগরপাল
স্পেশাল নগরপাল
অতিরিক্ত নগরপাল
যুগ্ম নগরপাল
ডেপুটি নগরপাল৩৩
সহকারী নগরপাল১৩৯
সহকারী নগরপাল (মহিলা)
পুলিশ পরিদর্শক৫৯০
পুলিশ পরিদর্শক (সশস্ত্র)১০
১০পুলিশ পরিদর্শক (মহিলা)১২
১১পুলিশ সাব ইন্সপেক্টর১৭৮৭
১২পুলিশ সাব ইন্সপেক্টর (মহিলা)১০৫
১৩পুলিশ সাব ইন্সপেক্টর (সশস্ত্র)৭০
১৪পুলিশ সার্জেন্ট১৫৫৩
১৫সার্জেন্ট মেজর২৯
১৬সুবেদার১৫০
১৭সহকারী দারোগা২৭৯৭
১৮সহকারী দারোগা(মহিলা)৫৭
১৯সহকারী দারোগা (সশস্ত্র)১৬০৬
২০হেড অশ্ববৈদ্য
২১লেডি হেড কনস্টেবল
২২মহিলা কনস্টেবল৩৯৪
২৩অশ্ববৈদ্য কনস্টেবেল
২৪পুলিশ১৩১৪৯ / ৩০০ RC
২৫সিপাহী৭১৯৭

কলকাতা পুলিশ-এর ঊর্ধ্বতন অফিসারদের তালিকা

২. কলকাতা পুলিশের অধীনে ৭৯টি থানা আছে। সেগুলি হল:

থানার তালিকা[]
ক্রমিক সংখ্যাথানা
আমহার্স্ট স্ট্রিট
আলিপুর
বেলেঘাটা
বড়বাজার
বৌবাজার
বুড়োতলা
বালিগঞ্জ
ভবানীপুর
বেনিয়াপুকুর
১০কাশীপুর
১১চেতলা
১২চিৎপুর
১৩চারু মার্কেট
১৪এন্টালি
১৫একবালপুর
১৬গিরিশ পার্ক
১৭গড়িয়াহাট
১৮গার্ডেনরিচ
১৯হেয়ারস্ট্রিট
২০হেস্টিংস
২১জোড়াবাগান
২২জোড়াসাঁকো
২৩কালীঘাট
২৪কড়েয়া
২৫মুচিপাড়া
২৬ময়দান
২৭মানিকতলা
২৮নিউ আলিপুর
২৯নিউমার্কেট
৩০নারকেলডাঙ্গা
৩১নর্থ পোর্ট
৩২পার্কস্ট্রিট
৩৩পোস্তা
৩৪সিঁথি
৩৫শ্যামপুকুর
৩৬শেক্সপিয়ার সরণী
৩৭সাউথ পোর্ট
৩৮লেক থানা
৩৯টালা
৪০তালতলা
৪১টালিগঞ্জ
৪২তারাতলা
৪৩তপসিয়া
৪৪উল্টোডাঙ্গা
৪৫ওয়াটগঞ্জ
৪৬ট্যাংরা
৪৭ওয়েস্ট পোর্ট
৪৮কসবা
৪৯রিজেন্ট পার্ক
৫০গড়ফা
৫১পূর্ব যাদবপুর
৫২বাঁশদ্রোণী
৫৩সার্ভে পার্ক
৫৪যাদবপুর
৫৫পাটুলি
৫৬বেহালা
৫৭পর্ণশ্রী
৫৮ঠাকুরপুকুর
৫৯হরিদেবপুর
৬০মেটিয়াবুরুজ
৬১নদিয়াল
৬২রাজাবাগান
৬৩তিলজলা
৬৪প্রগতি ময়দান
৬৫ফুলবাগান
৬৬দক্ষিণ বেহালা
৬৭বড়িশা
৬৮রাজডাঙ্গা
৬৯গল্ফগ্রিন
৭০রবীন্দ্র সরোবর
৭১টালিগঞ্জ মহিলা
৭২ওয়াটগঞ্জ মহিলা
৭৩আমহার্স্ট স্ট্রিট মহিলা
৭৪কড়েয়া মহিলা
৭৫তালতলা মহিলা
৭৬পাটুলি মহিলা
৭৭উল্টোডাঙ্গা মহিলা
৭৮আনন্দপুর
৭৯কলকাতা লেদার কমপ্লেক্স

[]

বিভাগ এবং শাখা

[সম্পাদনা]

ইউনিট

[সম্পাদনা]

বিভাগীয় অফিসার ও দপ্তর

[সম্পাদনা]
বিভাগীয় বিবরণ
বিভাগউপকমিশনারদপ্তর
দক্ষিণ পশ্চিম বিভাগস্বাতী ভাঙ্গালিয়া, আইপিএসটালিগঞ্জ ইএফ লাইনস, ৫৫৫/৫৫৭, ডি পি এস রোড, কলকাতা - ৭০০০৩৩
দক্ষিণ বিভাগআকাশ মাঘারিয়া, আইপিএস৩৪, পার্ক স্ট্রিট, কলকাতা -৭০০০১৬
দক্ষিণ পূর্ব বিভাগসুদীপ সরকার, আইপিএসপার্ক কোর্ট, ২, সৈয়দ আমির আলী অ্যাভিনিউ, কলকাতা - ৭০০০১৭
দক্ষিণ শহরতলির বিভাগ রশিদ মুনির খান, আইপিএস টালিগঞ্জ ইএফ লাইনস, ২৫৫/২৫৭, ডি পি এস রোড, কলকাতা - ৭০০০৩৩
বিশেষ শাখা ১৪ এবং ১৫, লর্ড সিনহা রোড,

কলকাতা - ৭০০০৭১

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Information regarding Kolkata Police under RTI Act" (পিডিএফ)। Kolkata Police। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৪
  2. http://timesofindia.indiatimes.com/city/kolkata/Kolkata-to-get-eight-more-police-stations/articleshow/38039369.cms
  3. "Right to Information" (পিডিএফ)। Kolkata Police।
  4. http://kolkatapolice.gov.in/
  5. http://www.kolkatapolice.gov.in/images/docs/rti.pdf
  6. "Right to Information" (পিডিএফ)। Kolkata Police।