২০১৬ ফেডারেশন কাপ (বাংলাদেশ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(২০১৬ বাংলাদেশ ফেডারেশন কাপ থেকে পুনর্নির্দেশিত)
২০১৬ ফেডারেশন কাপ
ওয়াল্টন ফেডারেশন কাপ ২০১৬
২০১৬ বাংলাদেশ ফেডারেশন কাপ চিত্রলিপি.png
দেশ বাংলাদেশ
তারিখ১০ - ২৬ জুন ২০১৬
দল১২
চ্যাম্পিয়নঢাকা আবাহনী
রানার্স-আপআরামবাগ ক্রীড়া সংঘ
ম্যাচ খেলেছে১৯
গোল সংখ্যা৪৮ (ম্যাচ প্রতি ২.৫৩টি)
শীর্ষ গোলদাতানাইজেরিয়া কেস্টেন আকন (৪টি গোল)
সেরা খেলোয়াড়নাইজেরিয়া সানডে চিজোবা

২০১৬ ফেডারেশন কাপ (স্পন্সরশিপের কারণে ওয়াল্টন ফেডারেশন কাপ নামে পরিচিত) ছিল বাংলাদেশী ফেডারেশন কাপের ২৮তম আসর। প্রতিযোগিতায় ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা ১০ জুন ২০১৬ তারিখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির খেলার মাধ্যমে শুরু হয় এবং ২৬ জুন খেলা শেষ হয়, যাতে ঢাকা আবাহনী ১ - ০ গোলে শেখ মনি আরামবাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

মাঠ[সম্পাদনা]

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হয়।

ঢাকা
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩৬,০০০
Bangabandhu National Stadium 2 by Farsad.JPG

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট
আরামবাগ ক্রীড়া সংঘ (A) +১
ঢাকা আবাহনী (A)
ফেনী সকার ক্লাব −১
উৎস: bff.com.bd
(A) পরবর্তী পর্বে অগ্রিম উন্নীত।
ঢাকা আবাহনী০-১আরামবাগ ক্রীড়া সংঘ
গোল ২৫' মোহাম্মদ আব্দুল্লাহ
ফেনী সকার ক্লাব১-১আরামবাগ ক্রীড়া সংঘ
আকবর হোসেন রিদন গোল ৯০+২' (পে.) গোল ৯০' কেস্টার আকন

গ্রুপ বি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট
শেখ রাসেল ক্রীড়া চক্র (A) +৩
মুক্তিযোদ্ধা সংসদ (A) −২
চট্টগ্রাম আবাহনী −১
উৎস: bff.com.bd
(A) পরবর্তী পর্বে অগ্রিম উন্নীত।

গ্রুপ সি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট
ব্রাদার্স ইউনিয়ন (A) +২
শেখ জামাল ধানমন্ডি ক্লাব (A) +৩
উত্তর বারিধারা −৫
উৎস: bff.com.bd
(A) পরবর্তী পর্বে অগ্রিম উন্নীত।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব৬-২উত্তর বারিধারা
ল্যান্ডিং দারবো গোল ২৩'৪৭'৬৪'
ওয়েডসন আনসেলমে গোল ৩০'
এনামুল হক গোল ৫৫'
ইয়েসিন খান গোল ৯০+২'
গোল ৫৪' (পে.) খালেকুজ্জামান সবুজ
গোল ৭০' রোহিত সরকার

গ্রুপ ডি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট
টিম বিজেএমসি (A) +১
রহমতগঞ্জ এম.এফ.এস (A)
ঢাকা মোহামেডান −১
উৎস: bff.com.bd
(A) পরবর্তী পর্বে অগ্রিম উন্নীত।
ঢাকা মোহামেডান২-২রহমতগঞ্জ এম.এফ.এস
ইসমাইল বাঙ্গুরা গোল ৬৩'
শাহেদ হোসেন গোল ৬৯'
গোল ৩'৮০' জুনাপিও সিয়ো
টিম বিজেএমসি১-১রহমতগঞ্জ এম.এফ.এস
স্যামসন ইলিয়াসু গোল ৬৪' গোল ৯০' রফিকুর রহমান মামুন
ঢাকা মোহামেডান১-২টিম বিজেএমসি
এহসানুল হক মিলন গোল ৬৭' গোল ৩৩'৮৩' মেহেদী হাসান তপু

নকআউট পর্ব[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল
      
আরামবাগ ক্রীড়া সংঘ ২()
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২(৪)
আরামবাগ ক্রীড়া সংঘ
টিম বিজেএমসি
টিম বিজেএমসি
মুক্তিযোদ্ধা সংসদ
আরামবাগ ক্রীড়া সংঘ
ঢাকা আবাহনী
ব্রাদার্স ইউনিয়ন
ঢাকা আবাহনী
ঢাকা আবাহনী
শেখ রাসেল ক্রীড়া চক্র
শেখ রাসেল ক্রীড়া চক্র
রহমতগঞ্জ এমএফএস

কোয়ার্টার ফাইনাল[সম্পাদনা]

আরামবাগ ক্রীড়া সংঘ২-২ (অ.স.প.)শেখ জামাল ধানমন্ডি ক্লাব
ইয়কো সামনিক স্টিভ টমাস গোল ৬১'
কেস্টেন আকন গোল ৬৯'
প্রতিবেদন মোহাম্মদ লিংকন গোল ৪২'
ওয়েডসন আনসেলমে গোল ৪৫+১'
পেনাল্টি
স্টিভ টমাস পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে
ইউসুফ ইসসা পেনাল্টিতে গোল করেছেন
পলাশপেনাল্টিতে গোল করেছেন
আবদুল হামিদ খান ভেশনেপেনাল্টিতে গোল করেছেন
কেস্টেন আকন পেনাল্টিতে গোল করেছেন
মনসুর আমিনপেনাল্টিতে গোল করেছেন
৫–৪ পেনাল্টিতে গোল করেছেন ইমেকা অনুহা
পেনাল্টিতে গোল করেছেন ওয়েডসন আনসেলমে
পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে এনামুল হক
পেনাল্টিতে গোল করেছেন ইয়েসিন খান
পেনাল্টিতে গোল করেছেন ল্যান্ডিং দারবো
পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছে কেষ্ট কুমার বোস



সেমি ফাইনাল[সম্পাদনা]

আরামবাগ ক্রীড়া সংঘ৩-১টিম বিজেএমসি
কেস্টেন আকন গোল ৬৪' (পে.)৬৯'
জাফর ইকবাল গোল ৯০+৪'
প্রতিবেদন জাকির হোসাইন জিকু গোল ৩৮'

ফাইনাল[সম্পাদনা]

শীর্ষ গোলদাতা[সম্পাদনা]

নং নাম ক্লাব গোল
১. নাইজেরিয়া কেস্টেন আকন আরামবাগ ক্রীড়া সংঘ
২. বাংলাদেশ মেহেদী হাসান তপু টিম বিজেএমসি
৩. গাম্বিয়া ল্যান্ডিং দারবো শেখ জামাল ধানমন্ডি ক্লাব
৪. হাইতি ওয়ালসন অগাস্টিন ব্রাদার্স ইউনিয়ন
৫. বাংলাদেশ ইয়েসিন খান শেখ জামাল ধানমন্ডি ক্লাব

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]