বিষয়বস্তুতে চলুন

১৮৯৭-এর আসাম ভূমিকম্প

(১৮৯৭ আসাম ভূমিকম্প থেকে পুনর্নির্দেশিত)
১৮৯৭ আসাম ভূমিকম্প
১৮৯৭-এর আসাম ভূমিকম্প ভারত-এ অবস্থিত
১৮৯৭-এর আসাম ভূমিকম্প
ইউটিসি সময়??
তারিখ *জুন ১২, ১৮৯৭ (1897-06-12)
[[Category:EQ articles using 'date' or 'time'
(deprecated)]]
মাত্রা৮.১ রিখটার স্কেল Mw
ভূকম্পন বিন্দু২৬°০০′ উত্তর ৯০°৪২′ পূর্ব / ২৬.০° উত্তর ৯০.৭° পূর্ব / 26.0; 90.7[]
ক্ষতিগ্রস্ত এলাকাভারত
সর্বোচ্চ তীব্রতাVII (Very Strong) or IX (Violent)[]
হতাহত১,৫৪২[]
* Deprecated See documentation.

১৮৯৭ সালের ১২ই জুন ভারতের আসামে সংঘটিত হওয়া ভূমিকম্পের প্রাবল্য ছিল ৮.১ রিখটার স্কেল। প্রায় ১,৫৪২ লোক হতাহত হলেও, এই ভূমিকম্পের আকার অনুযায়ী মৃতের সংখ্যা খুব বেশি ছিল না, তবে সম্পত্তির ক্ষয়-ক্ষতির পরিমাণ বিপুল ছিল। ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়-ক্ষতি কলকাতা পর্যন্ত বিস্তৃত হয়েছিল, সেখানকার ডজন ডজন অট্টালিকা মারাত্মকভাবে ধ্বংস হয় বা আংশিকভাবে ধসে পড়ে। আহমেদাবাদ এবং পেশাওয়ারসহ এই ভূকম্পন সারা ভারত থেকে অনুভূত হয়। এই কম্পন বার্মা থেকেও অনুভব করা গিয়েছিল।[]

ভূমিকম্প

[সম্পাদনা]

এই ভূমিকম্পটির সৃষ্টি হয়েছিল ওল্ডহ্যাম ফাটলের এসএসডব্লিউ-নিমজ্জিত বিপরীত(SSW-dipping reverse Oldham fault) অংশে। এই অংশটি হচ্ছে ভারতীয় প্লেট এর অন্তর্গত শিলং প্লেটের উত্তর অংশ।[][] প্রধান ফাটলে ন্যূনতম ১১ মি (৩৬ ফু) স্থানচ্যুতি ঘটেছিল, যদিও ১৬ মি (৫২ ফু) পর্যন্ত হিসেব করা হয়েছিল, যা আগে পরিমাপকৃত যেকোন ভূমিকম্পের চেয়ে সর্বাধিক।[] আকস্মিক স্থানচ্যুতি আঘাতসহ ১৮০ কিমি (১১০ মা) এলাকাজুড়ে গননালব্ধ হয়েছিল এবং ভূপৃষ্ঠ হতে ৯–৪৫ কিমি (৫.৬–২৮.০ মা) নিচ পর্যন্ত বিস্তৃত ছিল, যা সমগ্র ভূত্বকের গভীরতাকে ও নাড়িয়ে তুলেছিল।

ক্ষয়ক্ষতি

[সম্পাদনা]

মনে করা হয় এই ভূমিকম্প ২০ মাইল (৩২ কিলোমিটার) ভূগর্ভে সংঘটিত হয়, এতে ৩,৯০,০০০ বর্গকিলোমিটার (১,৫০,০০০ বর্গমাইল) ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয় এবং বার্মা থেকে দিল্লী পর্যন্ত প্ৰায় ৬,৫০,০০০ বর্গকিলোমিটার (২,৫০,০০০ বর্গমাইল) জুড়ে এই ভূকম্পন অনুভব করা গিয়েছিল। এর ফলে প্ৰতিবেশী দেশ ভুটান এর বহু অট্টালিকা মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়।[] এরপর ডজন-ডজন ছোট্ট ছোট্ট ভূকম্পন অনুভূত হয়েছিল এবং কলকাতায় ৯ই অক্টোবর, ১৮৯৭ গ্রীনিচ মান সময় ০১:৪০ মিনিটে শেষ ভূকম্পন অনুভূত হয়ে।[]

এই ভূমিকম্পে শিলং প্লেটে তীব্রভাবে ঊর্ধ্বমুখী ধাক্ষার ফলে প্রায় ১১ মিটার উপরে উঠে যায়। এর ফলে সৃষ্ট ফাটলের দৈর্ঘ্য ছিল ১১০ কিলোমিটার। যেখানে ফাটলের স্থানচ্যুতি ছিল প্রায় ১৮ মিঃ (সঠিকটা ৭ মিঃ কম বা বেশি হতে পারে)। এর উপকেন্দ্রে আনুভূমিক ত্বরন ১মি/সে এবং পৃষ্ঠের বেগ ৩ মি/সে (m/s) বলে মনে করা হয়।[]

শিলংয়ে, ভূমিকম্পের ফলে পাথরে তৈরি প্রতিটি বাড়িঘর এবং কাঠের তৈরি অর্ধেক বাড়িঘর ধ্বংস হয়ে যায়। এর কাঁপুনি সবকিছুকে মাটির সাথে মিশিয়ে দেয় এবং ১৩ জন লোক মারা যায়। ঐ এলাকায় ফাটল চিহ্নিত করা হয়। চেরাপুঞ্জিতে ভূমিকম্পের ফলে ভূমিধ্বস হয়, যার ফলশ্রুতিতে ৬০০ লোক মারা যায়।[]

গোয়ালপাড়ায়, এর ফলে ব্রহ্মপুত্রের পানি এসে জোয়ারের সৃষ্টি করে। এর তীরবর্তী শহরটির বাজার ধ্বংস করে দেয়।[] নলবাড়িতে, ভূকম্পন ও জলতরঙ্গ দেখতে পাওয়া গিয়েছিল। গুয়াহাটিতে, ভূমিকম্প তিন মিনিট পর্যন্ত ছিল। ব্রহ্মপুত্রের পানি ৭.৬ ফুট ফুলেফেপে উঠেছিল। ভূমিকম্পে উমানন্দ দ্বীপ মন্দির ও রেললাইনের ক্ষতি হয়। ৫ জন লোক মৃত্যুবরণ করে।[] নগাঁওয়ে, প্রতিটি ইটের বাড়ি ভেঙ্গে পড়েছিল, যেখানে ঐতিহ্যগতভাবে বানানো কাঠের বাড়ি যেগুলোর ছাঁদ ঘাসের তৈরি, সেগুলো ও বেঁকে যায়। ছোট ছোট অনেক ফাটল/আগ্নেয়গিরি দেখতে পাওয়া গিয়েছিল এবং রাস্তাঘাট গাড়ি চলাচলে অযোগ্য হয়ে পড়েছিল।[]

আরো পড়ুন

[সম্পাদনা]
  • Gahalaut, V. K.; Chander, R. (১৯৯২)। "A Rupture Model for the Great Earthquake of 1897, Northeast India"। Tectonophysics২০৪ (1–2): ১৬৩–১৭৪। ডিওআই:10.1016/0040-1951(92)90277-D
  • Lee, W. H. K.; Meyers, M.; Shimazaki, N. (১৯৮৮)। Historical Seismograms and Earthquakes of the World। San Diego: Academic Press। আইএসবিএন ০-১২-৪৪০৮৭০-২
  • Oldham, Richard D. (১৮৯৯)। Report on the great earthquake of 1897। Calcutta: Geological Survey of India।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Subedi, Shiba; Hetényi, György (১ অক্টোবর ২০২১)। "Precise Locating of the Great 1897 Shillong Plateau Earthquake Using Teleseismic and Regional Seismic Phase Data"The Seismic Record (ইংরেজি ভাষায়)। (3): ১৩৫–১৪৪। ডিওআই:10.1785/0320210031আইএসএসএন 2694-4006
  2. 1 2 3 4 "Documentation on past disasters, their impact, Measures taken, vulnerable areas in Assam." (পিডিএফ)। ১১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৫
  3. 1 2 Bilham, Roger; England, Philip (২০০১)। "Plateau 'pop-up' in the great 1897 Assam earthquake"Nature৪১০ (6830): ৮০৬–৮০৯। ডিওআই:10.1038/35071057
  4. Hough, S.E.; Bilham, R.; Ambraseys, N.; Feldl, N. (২০০৫)। "Revisiting the 1897 Shillong and 1905 Kangra earthquakes in northern India: Site response, Moho reflections and a triggered earthquake" (পিডিএফ)Current Science৮৮ (10): ১৬৩২–১৬৩৮।
  5. Kalita, Jugal। "The Great Assam Earthquake of 1897"। Assam Portal।
  6. http://www.nature.com/nature/journal/v410/n6830/full/410806a0.html
  7. 1 2 3 4 http://www.assam.org/content/great-assam-earthquake-1897

বহিঃসংযোগ

[সম্পাদনা]