নাজির আহমেদ (চলচ্চিত্র নির্মাতা)
নাজির আহমেদ | |
---|---|
জন্ম | আনু. ১৯২৫ |
মৃত্যু | ১ ফেব্রুয়ারি ১৯৯০ লন্ডন, ইংল্যান্ড | (বয়স ৬৪–৬৫)
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | চলচ্চিত্রনির্মাতা |
নাজির আহমেদ (১৯২৫ – ১ ফেব্রুয়ারি ১৯৯০) ছিলেন একজন বাঙালি চলচ্চিত্রনির্মাতা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব।[১] তিনি ১৯৫২ থেকে ১৯৬২ পর্যন্ত পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (পরবর্তীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।[২]
প্রাথমিক জীবন[সম্পাদনা]
আহমেদ পুরান ঢাকার নিকটবর্তী ইসলামপুরের ১৭ আশিক লেনে জন্মগ্রহণ করেন।[১] তার দাদা মির্জা হায়াৎ নবাবদের জন্য অভিনেতা হিসাবে কাজ করতেন।[১] সেইসাথে তার বাবা মির্জা ফকির এবং চাচা মির্জা কাদেরও ছিলেন অভিনেতা। আহমেদের বড় ভাই আবু নাসের আহমেদ, ছিলেন ১৯৫২ সালে পূর্ব বাংলা চলচ্চিত্র সংস্থার একজন অন্যতম প্রতিষ্ঠাতা।[৩] তার ছোট ভাই হামিদুর রহমান, একজন চিত্রশিল্পী, যিনি পরবর্তীতে শহীদ মিনার নির্মাণ করেন[১] এবং সর্বকনিষ্ঠ সাঈদ আহমদ ছিলেন নাট্যব্যক্তিত্ব ও লেখক।[৪]
আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪২ সালে স্নাতক সম্পন্ন করেন।[১]
কর্মজীবন[সম্পাদনা]
আহমেদ ঢাকায় নির্মিত প্রথম প্রামাণ্যচিত্র ইন আওয়ার মিডস্ট (১৯৪৭) এর স্রষ্টা ছিলেন।[১] প্রামাণ্যচিত্রটি পাকিস্তানের তত্কালীন গভর্নর-জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর দশ দিনের ঢাকা সফরকে কেন্দ্র করে ছিল।[১] আহমেদ ১৯৪৮–১৯৫২ পর্যন্ত লন্ডনে বিবিসির হয়ে কাজ করেছিলেন।[১] তিনি সালামাত, চাকা এবং ১৯৫৫ সহ অন্যান্য প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন।[১] ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত আসিয়া চলচ্চিত্রের কাহিনী ও সংলাপ রচয়িতা ছিলেন তিনি।[৫]
আহমেদ ১৯৬৮ সালে নতুন দিগন্ত নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন এবং ১৯৭০ সালে বিন্দু থেকে বৃত্ত চলচ্চিত্রে চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছিলেন।[৬]
পুরস্কার[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ "নাজির আহমেদ পূর্ববঙ্গের চলচ্চিত্র বিকাশের উদ্যোক্তা"। দৈনিক ইত্তেফাক। ২০১৭-০৪-০১। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২৩।
- ↑ অনুপম হায়াৎ (২০১২)। "চলচ্চিত্র স্টুডিও"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ অনুপম হায়াৎ (২০১২)। "চলচ্চিত্র সংগঠন"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ নাজির আহমেদ পূর্ববঙ্গের চলচ্চিত্র বিকাশের উদ্যোক্তা, ইত্তেফাক, ১ এপ্রিল ২০১৭
- ↑ আসিয়া, বাংলা মুভি ডাটাবেইজ
- ↑ নভেরা দীপিতা (২০০৪-১২-৩০)। "Rebecca, the filmmaker" [চলচ্চিত্র নির্মাতা রেবেকা]। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-২৩।
- ↑ আহমদ, নাজীর, বাংলাপিডিয়া
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে নাজির আহমেদ (ইংরেজি)