সে রাতে পূর্ণিমা ছিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সে রাতে পূর্ণিমা ছিল
সে রাতে পূর্ণিমা ছিল বইয়ের প্রচ্ছদ
প্রথম সংস্করণের প্রচ্ছদ
লেখকশহীদুল জহির
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরনউপন্যাস
প্রকাশিত১৯৯৫
প্রকাশকমাওলা ব্রাদার্স
মিডিয়া ধরনছাপা (শক্তমলাট)
পূর্ববর্তী বইজীবন ও রাজনৈতিক বাস্তবতা (১৯৮৮) 
পরবর্তী বইমুখের দিকে দেখি (২০০৬) 

সে রাতে পূর্ণিমা ছিল বাংলাদেশী লেখক শহীদুল জহির রচিত বাংলা উপন্যাস। এটি ১৯৯৫ সালে মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত জহিরের দ্বিতীয় উপন্যাস।

এটি বাঙালির জাতিসত্তার আখ্যান এবং বহুমাত্রিক ব্যঞ্জনার কাহিনী।[১] উপন্যাসের মূল গল্প সুহাসিনী গ্রামের মফিজুদ্দিন মিয়ার সপরিপারে নিহত হবার কাহিনি।[২][৩] হাসান আজিজুল হক একে "এককথায় একটি চাঁদে-পাওয়া উপন্যাস" বলেছিলেন।[৪] উপন্যাসে বাস্তব ও পরাবাস্তবের ছাপ লক্ষ্য করা যায়।[৫] কিছু আলোচক উপন্যাসটিকেই জহিরের জাদুবাস্তবতার প্রামাণ্য দলিল হিসেবেও মনে করেন।[৬][৭]

পটভূমী[সম্পাদনা]

অনেক আলোচক ভূস্বামী পরিবারের হত্যার ঘটনার সাথে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের ঘটনার মিল খুজেন।[৬] যদিও কামরুজ্জামান জাহাঙ্গীরকে দেওয়া সাক্ষাৎকারে জহির বলেছিলেন যে, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নিরাদাবাদ গ্রামের এক হিন্দু পরিবারের ছয়জন সদস্যের খুন হবার ঘটনা থেকে তিনি এই উপন্যাসের প্রেরণা পেয়েছেন।[১][৮]

কাহিনী[সম্পাদনা]

ভাদ্র মাসের এক পূর্ণিমা রাতে সুহাসিনী গ্রামের মফিজুদ্দিনের সপরিবারে নিহত হয়। মফিজুদ্দির ১৪ জন ছেলে। সুহাসিনী গ্রামবাসীর স্মৃতিচারণের মধ্য দিয়ে তাদের পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তি জীবন উঠে আসে।[৯]

চরিত্রসমূহ[সম্পাদনা]

  • মফিজুদ্দিন মিয়া
  • রফিকুল - মফুজুদ্দি মিয়ার বামপন্থী কনিষ্ঠ
  • মোল্লা নাসিরুদ্দীন - মফুজুদ্দি মিয়ার ছেলে
  • ইদ্রিস খাঁ
  • দুলালি
  • মহিন সরকার
  • তোরাব আলি
  • নয়নতারা
  • আলেকজান
  • সিদ্দীক মাষ্টার

অভিযোজন[সম্পাদনা]

উপন্যাস অবলম্বনে নাট্যদল আরশিনগরের প্রযোজনা এবং রেজা আরিফের নির্দেশনায় একই শিরোনামে নাটক নির্মিত হয়েছে।[১০] ২০১৩ সালে প্রথম মঞ্চায়নের পরে নাটকটি এযাবৎ একাধিকবার মঞ্চস্থ হয়েছে।[১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. জাহাঙ্গীর, কামরুজ্জামান (১৭ ডিসেম্বর ২০০৪)। "শহীদুল জহিরের সাথে কথোপকথন" (সাক্ষাৎকার)। সাক্ষাত্কার গ্রহণ করেন কামরুজ্জামান জাহাঙ্গীর। কথা। ৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩ 
  2. হাসান, অনুপম (১০ সেপ্টেম্বর ২০২০)। "সুহাসিনীর পূর্ণিমা রাত : প্রগতিশীল রাজনীতির বিড়ম্বনা"। প্রতিকথা। ১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২১ 
  3. প্রিন্স, মাওলা (১২ সেপ্টেম্বর ২০২২)। "সময়ের দুঃসাহসী কথাশিল্পী শহীদুল জহির"দ্য ডেইলি স্টার (বাংলাদেশ)। ১২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  4. হক, হাসান আজিজুল (১১ সেপ্টেম্বর ২০২১)। "সোনা-মোড়া কথাশিল্প শহীদুল জহির"দৈনিক সংবাদ। ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৩ 
  5. মহীবুল আজিজ (২০১২)। "উপন্যাস"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  6. শামীম, ইমতিয়ার (২৭ মার্চ ২০০৮)। "সেদিন তুষার ঝরেছিল"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৩ 
  7. মুম, রহমান (১০ সেপ্টেম্বর ২০২২)। "সে রাতে পূর্ণিমা ছিল: শহীদুল জহির ও তার উপন্যাস"রাইজিংবিডি.কম। ৯ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩ 
  8. ফাল্গুনী, অদিতি। "লেখকের প্রয়াণ: শহীদুল জহির ও আমাদের কথাশিল্পের ভুবন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৩ 
  9. রহমান, কাজী সায়েম (১৮ জুন ২০২০)। "বুক রিভিউ : সেই রাতে পূর্ণিমা ছিল"। দৈনিক অধিকার। ২২ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩ 
  10. "শিল্পকলায় সে রাতে পূর্ণিমা ছিলো"জাগো নিউজ। ৬ আগস্ট ২০১৭। ২৪ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২১ 
  11. রেজা, মাসুম (এপ্রিল ২০২১)। "স্বাধীনতার পঞ্চাশ বছর : নির্বাচিত ৫০ প্রযোজনা।। প্রসঙ্গ: সে রাতে পূর্ণিমা ছিল"থিয়েটারওয়ালা। ৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]