মুখের দিকে দেখি
![]() প্রথম সংস্করণের প্রচ্ছদ | |
লেখক | শহীদুল জহির |
---|---|
প্রচ্ছদ শিল্পী | কাইয়ুম চৌধুরী |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধরন | উপন্যাস |
প্রকাশিত | ফেব্রুয়ারি ২০০৬ |
প্রকাশক | মাওলা ব্রাদার্স |
মিডিয়া ধরন | ছাপা (শক্তমলাট) |
পৃষ্ঠাসংখ্যা | ১৪৩ (তৃতীয় মুদ্রণ) |
আইএসবিএন | ৯৮৪৪১০৪৮০৭ |
ওসিএলসি | ৭১৩৩০৪৭৪ |
পূর্ববর্তী বই | সে রাতে পূর্ণিমা ছিল (১৯৯৫) |
পরবর্তী বই | আবু ইব্রাহীমের মৃত্যু (২০০৯) |
মুখের দিকে দেখি বাঙালি লেখক শহীদুল জহির রচিত উপন্যাস। এটি ২০০৬ সালে বাংলাদেশের মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে। জীবদ্দশায় এটি জহিরের সর্বশেষ এবং ৩য় প্রকাশিত উপন্যাস। উপন্যাসটির উৎসর্গপত্রে লেখা হয়েছে: pour elle / si je lui vois encore।[১] উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র মামুন মিঞা বালক বয়সে করাতকলে কাঠের ভূষি আনতে গিয়ে চট্টগ্রামে পাচার হয়ে যায়। সেখানে শিশু আসমানতারার খরগোশ হিসেবে খাঁচায় বন্দী অবস্থায় তার নতুন জীবন শুরু হয়।[২]
চরিত্রসমূহ[সম্পাদনা]
- মামুন মিঞা
- জুলি
সারাংশ[সম্পাদনা]
উপন্যাসে চারিত্র্য-বৈশিষ্ট্যের অতিশয় পারঙ্গমতা দৃশ্যমান, যার আখ্যানভাগ নির্মাণে, বর্ণনাভঙ্গি ও প্রকরণে হয়ে উঠেছে স্বতন্ত্র। এর একটি চরিত্র, মামুন মিঞা, বালক বয়সে করাতকলে কাঠের ভূষি আনতে গিয়ে চোরাই সারের ট্রাকে করে চট্টগ্রামে পাচার হয়ে যায়। সেখানে শিশু আসমানতারার খরগোশ হিসেবে খাঁচায় বন্দী অবস্থায় তার নতুন জীবন শুরু হয়। আবার একই সময়ে একই চরিত্র মামুন মিঞা, তার পুরান ঢাকার বাড়িতে ফিরে এসে স্বাভাবিক জীবন কাটাতে শুরু করে।[৩] উপন্যাসটিতে মূল চরিত্র চানমিঞার বেড়ে ওঠার কাহিনি বিবৃত হয়েছে, যার জন্ম ১৯৭১ সালের ডিসেম্বরে।[৪] উপন্যাসে একই ব্যক্তিকে দুইটি ভিন্ন বাস্তবতায় দুজন ভিন্ন মানুষ হিসেবে বড় হতে দেখা যায়। সেখানে তাদের জীবনযাপন ও মানসগঠন ভিন্ন বাস্তবতার কারণে আলাদাভাবে গড়ে ওঠে। ঢাকার মামুন কোমল স্বভাবের, যে একটি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা হিশেবে কাজ করতো। জুলি নামক এক মেয়ের প্রেমে সে কাতর থাকে।[২] অন্যদিকে সাতকানিয়ার মামুন বহুদিন খাঁচার মধ্যে বন্দী জীব হিসেবে বেড়ে ওঠের কারণে সে কামুক ও হিংস্র এক মানুষে পরিণত হয়েছে। একাধিক খুন ও অবাধ যৌনতা, চোরাচালান ও অস্ত্রবাজি; আর আত্মপরিচয়ের সংকটে ভোগা মানুষ একজন মানুষ হিশেবে তাকে দেখা যায়।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ শহীদুল জহির; জহির (ফেব্রুয়ারি ২০০৬)। মুখের দিকে দেখি। মাওলা ব্রাদার্স। পৃষ্ঠা 5। আইএসবিএন 978-984-410-480-8। ওএল 24143427W। ওসিএলসি 71330474। Wikidata Q96872670।
- ↑ ক খ গ কামাল, আহমাদ মোস্তফা (২১ মার্চ ২০১৪)। "অনন্য শহীদুল জহির"। অন্যআলো। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২১।
- ↑ কামাল, আহমাদ মোস্তফা (৩০ নভেম্বর ২০১২)। "মুখের দিকে দেখি : অভিনব উপন্যাস, আনন্দময় পাঠ"। কালের কন্ঠ। ১০ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০।
- ↑ মাহফুজ, অনন্ত (২০ সেপ্টেম্বর ২০১৮)। "অন্তরে বাহিরে দেখি"। দৈনিক সংবাদ। ৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২০।