সারওয়ার জান চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সরওয়ার জান চৌধুরী বাংলাদেশের গোপালগঞ্জ জেলার রাজনীতিবিদ যিনি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ছিলেন।

সরওয়ার জান চৌধুরী
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮
পূর্বসূরীআসন শুরু
উত্তরসূরীএম এইচ খান মঞ্জুর
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলজাতীয় পার্টি
সম্পর্কমোহাব্বত জান চৌধুরী (ভাই)

জন্ম ও বংশ[সম্পাদনা]

সরওয়ার জান চৌধুরী তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার একটি সম্ভ্রান্ত বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন​, যারা খাঁনপুরের জমিদার হিসাবে পরিচিত। তাঁর বাবা সাঈদ জান চৌধুরী ছিলেন একজন সরকারি কর্মচারী যিনি ১৯৮৪ সালে মারা যান এবং তাঁর দাদা রহমত জান চৌধুরী ছিলেন খাঁনপুর জমিদারীর প্রতিষ্ঠাতা। সরওয়ার জান চৌধুরীর পরদাদা আহমদ জান চৌধুরী ছিলেন পাবনা জেলার দুলাই ও পার্শ্ববর্তী এলাকার বিখ্যাত জমিদার আজিম চৌধুরীর বড় ছেলে। তাঁদের পূর্বপুরুষ শরফুদ্দীন সরকার তুর্কেস্তানের সমরকন্দ শহর থেকে বাংলায় এসে দুলাই গাঁওয়ে বসতি স্থাপন করেছিলেন।[১] পরদাদা আহমদ জান চৌধুরীর অকাল মৃত্যুর পর তাঁর স্ত্রী পুত্র রহমত জান চৌধুরীকে সাথে নিয়ে নিজের বাবার বাড়ি খাঁনপুরে ফিরে যান। সরওয়ার জান চৌধুরীর মা উলানিয়া জমিদার বাড়ির অন্যতম সাহেবজাদি।[২]

কর্মজীবন[সম্পাদনা]

সরওয়ার জান চৌধুরী ৭ মে ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে গোপালগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. পিণ্টু, ডাঃ আশরফ (২২ জানুয়ারি ২০২১)। "জমিদার আজিম চৌধুরী জেগে থাকে স্মৃতিরা"দৈনিক নয়া দিগন্ত 
  2. আলতব হোসেন (১৩ আগস্ট ২০২১)। "জমিদার আজিম চৌধুরী (২য় পর্ব)"আমাদের সুজানগর 
  3. "List of 3rd Parliament Members" (পিডিএফ)Bangladesh Parliament। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪