শাজ তুর্কীয় ভাষাসমূহ
অবয়ব
(সাধারণ তুর্কীয় ভাষাসমূহ থেকে পুনর্নির্দেশিত)
সাধারণ তুর্কীয় | |
---|---|
ভৌগোলিক বিস্তার | মধ্য এশিয়া, সাইবেরিয়া, তুরস্ক এবং আজারবাইজান |
ভাষাগত শ্রেণীবিভাগ | তুর্কীয়
|
উপবিভাগ |
সাধারণ তুর্কীয় বা শাজ তুর্কীয় তুর্কীয় ভাষাগুলির এমন একটি ভাষাশ্রেণী, ওঘুর ভাষাগুলি বাদে সকল ভাষা যার অন্তর্ভুক্ত। লার্স জোহানসনের প্রস্তাবে নিম্নোক্ত উপগোষ্ঠী এর অন্তর্গত:[১]
- দক্ষিণ-পশ্চিম সাধারণ তুর্কীয় (ওঘুজ)
- উত্তর-পশ্চিম সাধারণ তুর্কীয় (কিপচাক)
- দক্ষিণ-পূর্ব সাধারণ তুর্কীয় (কার্লুক)
- উত্তর-পূর্ব সাধারণ তুর্কীয় (সাইবেরীয়)
- খলজ
উপর্যুক্ত শ্রেণীবদ্ধকরণ পরিকল্পনায় সাধারণ তুর্কীয়ের অপরদিকে রয়েছে ওঘুর তুর্কীয় (লির-তুর্কীয়) ভাষাগুলি। সাধারণ তুর্কীয় ভাষাসমূহের বিশেষত্ব হলো শব্দ সংগতি, যেমন সাধারণ তুর্কীয় শ বনাম ওঘুরীয় ল এবং সাধারণ তুর্কীয় জ় বনাম ওঘুরীয় র।
আলেকজান্ডার সামোয়লোভিচ এবং নিকোলাই বাস্কাকভের মতো ভাষাবিদদের শ্রেণীকরণ পরিকল্পনা অনুযায়ী এই বিভাগগুলি ভিন্ন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Lars Johanson (1998) The History of Turkic. In Lars Johanson & Éva Ágnes Csató (eds) The Turkic Languages. London, New York: Routledge, 81–125. [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ এপ্রিল ২০১১ তারিখে