সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ | |
---|---|
অবস্থান | |
, | |
তথ্য | |
ধরন | মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ |
নীতিবাক্য | শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৪ ইং |
প্রতিষ্ঠাতা | আলতাফ সরকার |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর |
বিদ্যালয় কোড | ১২১৬১৪ |
অধ্যক্ষ | মোঃ জাহিদুল ইসলাম |
শিক্ষকমণ্ডলী | ৩৭+ |
লিঙ্গ | মেয়ে |
বয়সসীমা | ১১-১৮ বৎসর |
শিক্ষার্থী সংখ্যা | ১২৫০+ জন |
ভাষা | বাংলা |
সময়সূচি | সকাল ১০:০০ - বিকেল ৪:০০ |
বিদ্যালয়ের কার্যসময় | ৬ ঘণ্টা |
শ্রেণিকক্ষ | ২০+ |
ক্যাম্পাসসমূহ | ০১ টি |
ক্যাম্পাসের ধরন | উপশহর |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল |
অন্তর্ভুক্তি | দিনাজপুর শিক্ষা বোর্ড |
ওয়েবসাইট | https://www.spghsc.edu.bd |
সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।[১][২] এই বিদ্যালয় দিনাজপুর শিক্ষা বোর্ড এর অন্তর্গত।
বিদ্যালয়টি ১৯৭৪ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল।
বিভাগসমূহ
[সম্পাদনা]সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর বিদ্যালয় বিভাগে বিজ্ঞান ও মানবিক শাখা এবং কলেজ বিভাগে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে।
যোগাযোগ ব্যবস্থা
[সম্পাদনা]সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সাঘাটার প্রাণকেন্দ্রে অবস্থিত।উপজেলা হাসপাতাল থেকে মাত্র কয়েকশ গজ পূর্বে অবস্থিত। যদিও এখান থেকে জেলা সদরের দুরত্ব প্রায় ৪০ কিলোমিটার কিন্তু যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হওয়ায় মাত্র ৪০-৫০ মিনিটেই যাতায়াত করা যায়। যাতায়াতের প্রধান মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা ।
বিদ্যালয় ভবন
[সম্পাদনা]বর্তমানে প্রতিষ্ঠানটিতে পুরাতন টিনশেড ভবন-সহ আরও ৩টি নতুন ভবন রয়েছে। এছাড়া ৪ তলা একটি ভবন নির্মাণাধীন অবস্থায় রয়েছে।
সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]এই প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি বির্তক, আবৃত্তি, সঙ্গীত, খেলাধুলা, চিত্রাংকন প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা প্রকাশ প্রভৃতি কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়াও বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইড, রেড ক্রিসেন্ট প্রভৃতি সংগঠনের শাখা রয়েছে।
গ্রন্থাগার
[সম্পাদনা]এই প্রতিষ্ঠানের গ্রন্থাগারটিতে প্রায় ২০০০ বই রয়েছে।
ফলাফল
[সম্পাদনা]পরীক্ষার নাম | ২০১১ সাল | ২০১২ সাল | ২০১৩ সাল | ২০১৪ সাল | ২০১৫ সাল | ২০১৬ সাল | ২০১৭ সাল | ২০১৮ সাল | ২০১৯ সাল | ২০২০ সাল | ২০২১ সাল |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জেএসসি | ৯০.৪৩% | ১০০% | ৮৬.০৯% | ৯৪.৩৯% | ৯২.৬২% | ৯২.৮০% | ৯১.১৮% | ১০০% | ৯২.১২% | ১০০% | ---- |
এসএসসি | ৮৭.৯৩% | ৮৪.৮৫% | ৮৩.১৩% | ৮৩.৬৭% | ৮৫.১৫% | ৮২.৯৮% | ৮৩.৮৫% | ৮৭.৫০% | ৯০.৬০% | ৮৭.২২% | ৮৪.৭১% |
এইচএসসি | ৮৫.৪৫% | ৯৮.১৫% | ৮০.৬০% | ৭১.৯১% | ৭৮.১০% | ৬৪.৪৯% | ৪২.৩১% | ৬৬.২৮% | ৭৩.০৪% | ১০০% | ৯৫% |
বিবিধ
[সম্পাদনা]ক্যান্টিন
[সম্পাদনা]সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ১টি নিজস্ব ক্যান্টিন রয়েছে।
সংগঠন
[সম্পাদনা]প্রতিষ্ঠার পর হতেই প্রতিষ্ঠানটি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। যেমন ডিবেট ক্লাব, কালচারাল ক্লাব।
সাংস্কৃতিক
[সম্পাদনা]প্রতিষ্ঠার পর হতেই এটি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। স্টুডেন্টস কেবিনেট চালু করা হয়েছে। সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০২২ ইং উদযাপন উপলক্ষে কেক কেটে আলোচনা সভা ও মা সমাবেশ পালিত হয়।
উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ ফরহাদ হোসেন। সভাপতি, সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব জাহিদুল ইসলাম। জনাব আলতাফ হোসেন সাবেক অধ্যক্ষ অত্র প্রতিষ্ঠান। আব্দুল মান্নান মন্ডল বীর মুক্তিযোদ্ধা। দেলোয়ার হোসেন বীর মুক্তিযোদ্ধা। মাখন চন্দ্র বর্মন সহকারী প্রধান শিক্ষক অত্র প্রতিষ্ঠান। আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী বৃন্দ। [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ এপ্রিল ২০২২ তারিখে
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "গভর্নিং বডি" (পিডিএফ)।
- ↑ "এডহক কমিটি" (পিডিএফ)।