সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র
সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র | |
---|---|
দেশ | ভারত |
অবস্থান | পারা,পুরুলিয়া,পশ্চিমবঙ্গ |
অবস্থা | সক্রিয় |
কমিশনের তারিখ | ১ জানুয়ারী ১৯৭৪ |
পরিচালক | পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড |
তাপ বিদ্যুৎ কেন্দ্র | |
প্রধান জ্বালানি | কয়লা |
বিদ্যুৎ উৎপাদন | |
কর্মক্ষম একক | ২x ২৫০ |
নামফলক ধারণক্ষমতা | ৫০০ মেগাওয়াট |
সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র হ'ল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পারা অঞ্চলে অবস্থিত একটি বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি জানুয়ারী ১, ১৯৭৪ সালে [১] উদ্বোধন করা হয়। এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৫০০ মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আনা হয় ঝাড়খণ্ড রাজ্যের ঝরিয়া ও বর্ধমান জেলার রানিগঞ্জ কয়লা খনি থেকে। এই বিদ্যুৎ কেন্দ্রে জলের যোগান দেয় দামদার নদ। তাপবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড এর অধীনস্থ।
ইতিহাস
[সম্পাদনা]সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র (প্রথম পর্যায়) ১৯৭৪ সালে যাত্রা শুরু করে। এই সময়ে বিদ্যুৎ কেন্দ্রে ৪ টি ইউনিট স্থান করা হয়। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ছিল ১২০ মেগাওয়াট এবং মোট উৎপাদন ক্ষমতা ছিল ৪৮০ মেগাওয়াট। কিন্তু ২০০৯-২০১০ সালে ৪ টি ইউনিট স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়। একইসাথে ২৫০ মেগাওয়াট ক্ষমতার ২ টি ইউনিট সংযোজন কাজ ২০০৪ সালে শুরু হয় এবং বিএইচএল দ্বারা ২০১১ সালে কাজটি সম্পন্ন হয়। ২০১১ সালে বিদ্যুৎ কেন্দ্রে ২৫০ মেগাওয়াট ক্ষমতার ২ টি ইউনিট চালু করা হয়। ২০১১ সাল থেকে বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হল ৫০০ মেগাওয়াট।[২]
উৎপাদন ক্ষমতা
[সম্পাদনা]ইউনিট নং | উৎপাদন ক্ষমতা | চালু হয়েছে | অবস্থা |
---|---|---|---|
১ | ১২০ মেগাওয়াট | ১ জানুয়ারি ১৯৭৪ | বন্ধ |
২ | ১২০ মেগাওয়াট | ১৬ জুলাই ১৯৭৫ | বন্ধ |
৩ | ১২০ মেগাওয়াট | ৬ ডিসেম্বর ১৯৭৮ | বন্ধ |
৪ | ১২০ মেগাওয়াট | ৩০ মার্চ ১৯৮১ | বন্ধ |
৫ | ২৫০ মেগাওয়াট | ০১ এপ্রিল ২০০৯ | সক্রিয় |
৬ | ২৫০ মেগাওয়াট | ৩০ সেপ্টেম্বর ২০১১ | সক্রিয় |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Santaldih Thermal Power Station - WBPDCL"। WBPDCL। ২০১০-০১-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৮-২৪।
- ↑ "Santaldih Thermal Power Station (STPS)"। ৩১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২০। soft hyphen character in
|শিরোনাম=
at position 15 (সাহায্য)