হলদিয়া এনার্জি বিদ্যুৎ কেন্দ্র
হলদিয়া এনার্জি বিদ্যুৎ কেন্দ্র | |
---|---|
দেশ | ভারত |
অবস্থান | ঝিকুরখালি, হলদিয়া,পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত |
স্থানাঙ্ক | ২২°০২′ উত্তর ৮৮°০৮′ পূর্ব / ২২.০৩৩° উত্তর ৮৮.১৩৩° পূর্ব |
অবস্থা | সক্রিয় |
কমিশনের তারিখ | ২০১৫ |
তাপ বিদ্যুৎ কেন্দ্র | |
প্রধান জ্বালানি | কয়লা |
বিদ্যুৎ উৎপাদন | |
কর্মক্ষম একক | ২ × ৩০০ মেগাওয়াট |
নামফলক ধারণক্ষমতা | ৬০০ মেগাওয়াট |
হলদিয়া এনার্জি বিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গ এর পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ঝিকুরখালি গ্রামে গড়ে উঠেছে। এটি একটি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করে সিইএসই-এর অধীনস্থ সংস্থা হলদিয়া এনার্জি লিমিটেট। বিদ্যুৎ কেন্দ্রটি ২০১৫ সালে চালু হয়।
বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জল ১৩ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে হুগলি নদী থেকে সরবরাহ করা হয়।
জ্বালানি
[সম্পাদনা]বিদ্যুৎ কেন্দ্রটিতে জ্বালানি হিসাবে মহানদী কয়লা ক্ষেত্রের কয়লা ব্যবহার করা হয়। বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহের জন্য মহানদী কোল ফিল্ডস লিমিটেডের সঙ্গে কোম্পানির জ্বালানি সরবরাহ চুক্তি রয়েছে।
উৎপাদন ক্ষমতা
[সম্পাদনা]বিদ্যুৎ কেন্দ্রটির মোট ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে। কেন্দ্রটি ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২ টি ইউনিট নিয়ে গঠিত। বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিট যথাক্রমে ২০১৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে চালু করা হয়েছিল।
ইউনিট নম্বর | উৎপাদন ক্ষমতা (মেগাওয়াট) | স্থাপনের তারিখ |
---|---|---|
১ | ৩০০ | জানুয়ারি, ২০১৫ |
২ | ৩০০ | ফেব্রুয়ারি, ২০১৫ |
মোট | ৬০০ |
বিদ্যুৎ সরবরাহ লাইন
[সম্পাদনা]কোম্পানিটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও এর শহরতলির জন্য বিদ্যুৎ বিতরণ লাইসেন্সধারী সিইএসসি লিমিটেডের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তিতে রয়েছে। বিদ্যুৎ স্টেশন থেকে ৮৯ কিলোমিটার দীর্ঘ ৪০০ কিলো ভোল্টের দ্বৈত সার্কিট দ্বৈত মুজ সঞ্চালন লাইনের মাধ্যমে সিইএসসি লিমিটেডকে বিদ্যুৎ প্রেরণ করা হয়। এই সঞ্চালন লাইনে দুটি ২৩৬ মিটার উঁচু নদী-অতিক্রমকারী ট্রান্সমিশন টাওয়ার, যা ভারতের সবচেয়ে ভারী ও লম্বা। টাওয়ার দুটি মধ্যবর্তী অংশে হুগলি নদীর উপরে ১,৫৭২ মিটার জুড়ে বিদ্যুৎ সঞ্চালনের তার ধারণ করে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা][১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ এপ্রিল ২০১৬ তারিখে