সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়
সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের লোগো.png
প্রাতিষ্ঠানিক লোগো
অবস্থান
নিশ্চিন্তপুর,

,
নলডাঙ্গা–৭৩৫০,

তথ্য
ধরনসরকারি মাধ্যমিক বিদ্যালয়
নীতিবাক্যপড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন
প্রতিষ্ঠাকাল১ জানুয়ারি ১৮৮২; ১৪১ বছর আগে (1882-01-01)
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
বিদ্যালয় জেলাঝিনাইদহ জেলা
সেশনজানুয়ারি–ডিসেম্বর
বিদ্যালয় কোড১১৬৫৬৭
প্রধান শিক্ষকমোঃ মকবুল হোসেন
অনুষদবিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা
শিক্ষকমণ্ডলী৩৮
শ্রেণী৬ষ্ঠ–১০ম
লিঙ্গবালক, বালিকা
ভাষাবাংলা
শিক্ষায়তন৪.২৫ একর
ক্যাম্পাসের ধরনশহুরে
রংসাদা, নেভী ব্লু এবং নীল             
ওয়েবসাইটwww.nbpss.edu.bd

সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিলো ১৮৮২ সালে।[১]

ইতিহাস[সম্পাদনা]

১৮৬৯ সালে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে নলডাঙ্গা রাজবাড়ীতে "মিডল ইংলিশ (এম. ই.) স্কুল" নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়; যার তত্ত্বাবধানে ছিলেন রাজা ইন্দু ভূষণ দেবরায়। পরবর্তীতে ১৮৮২ সালে রাজা বাহাদুর প্রথম ভূষণ এটিকে "ইংলিশ হাই স্কুল" নামে পুনঃনামকরণ করেন। ১৮৮৮ সালে ম্যাট্রিকুলেশনের পরীক্ষার মধ্য দিয়ে ১৯০৯ সালে বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে মঞ্জুরি লাভ করে। বাংলাদেশ স্বাধীনের পর ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারিতে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এবং নাম পরিবর্তন সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় রাখা হয়।[১]

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

বিদ্যালয়টিতে ছেলে-মেয়ে উভয়েরই অধ্যয়নের সুযোগ থাকে। বর্তমানে এ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করা হয়।

ইউনিফর্ম[সম্পাদনা]

  • ছেলেদের সাদা শার্ট     , নেভি ব্লু প্যান্ট     , সাদা কেডস্      এবং কালো বেল্ট     
  • মেয়েদের নীল কামিজ     , কামিজের উপর সাদা ক্রস বেল্ট     , কোমরে সাদা বেল্ট     , সাদা অ্যাপ্রোন      এবং সাদা কেডস্     

ফলাফল[সম্পাদনা]

বিদ্যালয়ে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশের হারের তালিকাঃ[২]

সাল পরীক্ষার নাম পরীক্ষার্থী উত্তীর্ণ পাশের হার
২০১৯ এসএসসি ১৬৫ ১৬১ ৯৭.৫৮
২০২০ এসএসসি ১৩৩ ১৩১ ৯৮.৫০
২০২১ এসএসসি ১১৮ ১১৮ ১০০

ল্যাবরেটরি[সম্পাদনা]

বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটার ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের গবেষণার জন্য রয়েছে ল্যাব। এসব ল্যাবে বহু মূল্যবান যন্ত্রপাতি রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে জ্ঞান লাভের জন্য এসব উপকরণ ব্যবহৃত হয়।

গ্রন্থাগার[সম্পাদনা]

বিদ্যালয়টিতে রয়েছে বিশাল একটি গ্রন্থাগার। এতে রয়েছে বিভিন্ন ধরনের নামী-দামী কয়েক হাজার বই। শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে বসে পড়তে পারে এবং তাদের পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি নিয়ে যেতে পারে।

খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড[সম্পাদনা]

শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়। বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বর্ষবরণ, বাসন্তী উৎসব ইত্যাদি নানা রকম অনুষ্ঠান শিক্ষার্থী-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় শিক্ষা সফর।

সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে খেলাধুলা, সাংস্কৃতিক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম সাফল্যের সাথে পরিচালিত হয়।

ক্লাব কথন[সম্পাদনা]

  1. আইসিটি ক্লাব
  2. বিজ্ঞান ক্লাব
  3. বিতর্ক ক্লাব
  4. সংগীত ও নাট্য ক্লাব

অন্যান্য কার্যক্রম[সম্পাদনা]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পরিক্রমা, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়"nbpss.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৪ 
  2. "ফলাফল"banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৪