বিষয়বস্তুতে চলুন

শহিদ দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(শহীদ দিবস থেকে পুনর্নির্দেশিত)

শহিদ দিবস বা শহীদ দিবস বলতে কোনো দেশের শহীদদের উদ্দেশ্যে পালিত দিবসকে বোঝায়। নিচে বিশ্বের বিভিন্ন দেশে পালিত শহিদ দিবসের তালিকা আছে।

বাংলাদেশ

[সম্পাদনা]

বাংলা ভাষা আন্দোলনের সময় মৃত আন্দোলনকারীদের উদ্দেশ্যে ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলন দিবস পালিত হয়। এছাড়া, ১৯৭১ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের দ্বারা যেসব বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে তাঁদের উদ্দেশ্যে ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।[][]

১৯৪৮ সালে মহাত্মা গান্ধীর গুপ্তহত্যার দিনে, অর্থাৎ ৩০ জানুয়ারিতে ভারতে জাতীয় শহীদ দিবস পালিত হয়।[] এছাড়া, ১৯৯১ সালে পশ্চিমবঙ্গ পুলিশদের দ্বারা গুলিবিদ্ধ ১৩ জন ব্যক্তির উদ্দেশ্যে ২১ জুলাই তারিখে পশ্চিমবঙ্গে শহিদ দিবস পালিত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Rahman, Syedur; Craig Baxter (২০০২)। Historical Dictionary of Bangladesh। Scarecrow Press। পৃ. ১৯৬। আইএসবিএন ৯৭৮-৮১৭০৯৪৫৮৮৮
  2. মুয়াযযম হুসায়ন খান (২০১২)। "বুদ্ধিজীবী হত্যা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  3. "Republic Day Celebration 2023 - Celebrations - Know India: National Portal of India'"knowindia.india.gov.in। Government of India। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩