সেরা গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার
(শ্রেষ্ঠ গায়কের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার থেকে পুনর্নির্দেশিত)
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
শ্রেষ্ঠ গায়কের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার | |
---|---|
![]() বর্তমান বিজয়ী: ইমরান মাহমুদুল | |
প্রদানের কারণ | তারকা জরিপে শ্রেষ্ঠ গায়কের পুরস্কার |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বেসরকারী (স্কয়ার গ্রুপ ও দৈনিক প্রথম আলো) |
প্রথম পুরস্কৃত | ১৯৯৯ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ |
বর্তমানে আধৃত | ইমরান মাহমুদুল (পোড়ামন ২-এর "ওহে শ্যাম") |
ওয়েবসাইট | prothom-alo |
শ্রেষ্ঠ গায়কের জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার বাংলাদেশের গায়কের অবদানের স্বীকৃতি হিসেবে মেরিল ও দৈনিক প্রথম আলো প্রদান করে আসছে। ১৯৯৯ সালে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কারের অংশ হিসেবে ১৯৯৮ সালের অ্যালবাম ও চলচ্চিত্রের গানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।[১]
বিজয়ীদের তালিকা[সম্পাদনা]
- গাঢ় বর্ণ বিজয়ী নির্দেশ করে।
তপন চৌধুরী এই বিভাগে প্রথম পুরস্কার বিজেতা।

এন্ড্রু কিশোর ২০০০ ও ২০০১ সালে দুইবার এই পুরস্কার লাভ করেন।
হাবিব ওয়াহিদ পাঁচবার এই পুরস্কার লাভ করেন।
১৯৯৮-২০০৯[সম্পাদনা]
বছর (আয়োজন) | মনোনীত অভিনেতা | চলচ্চিত্র | সূত্র |
---|---|---|---|
১৯৯৮ (১ম) |
তপন চৌধুরী | ||
১৯৯৯ (২য়) |
এন্ড্রু কিশোর | "পদ্ম পাতার পানি নয়" | |
২০০০ (৩য়) |
এন্ড্রু কিশোর | ||
২০০১ (৪র্থ) |
আসিফ আকবর | "ও প্রিয়া তুমি কোথায়" | [২] |
২০০২ (৫ম) |
আসিফ আকবর | "তুমি কথা রাখোনি" | |
২০০৩ (৬ষ্ঠ) |
আসিফ আকবর | [৩] | |
২০০৪ (৭ম) |
আসিফ আকবর | [২] | |
২০০৫ (৮ম) |
আসিফ আকবর | [৪] | |
২০০৬ (৯ম) |
হাবিব ওয়াহিদ | "ভালোবাসবো বাসবোরে (হৃদয়ের কথা) | [৫] |
আসিফ আকবর | সংসার | ||
এস আই টুটুল | যায় দিন | ||
চন্দন সিনহা | তোমাকে চাই বসন্তে | ||
২০০৭ (১০ম) |
বালাম | বালাম | [৬] |
আসিফ আকবর | বৈকালের চাঁদ | ||
এস আই টুটুল | প্রশ্ন | ||
বাপ্পা মজুমদার | দিন বাড়ি যায় | ||
২০০৮ (১১তম) |
হাবিব ওয়াহিদ | বলছি তোমাকে | [৭] |
আসিফ আকবর | এক ফোঁটা অশ্রু | ||
তপু | বন্ধু ভাবো কি? | ||
বালাম | বালাম ২ | ||
২০০৯ (১২তম) |
হাবিব ওয়াহিদ | "দ্বিধা" (থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার) | [৮] |
আইয়ুব বাচ্চু | বলিনি তোমায় | ||
আসিফ আকবর | বন্ধু খবর কি তোর | ||
বালাম | স্বপ্নের পৃথিবী | ||
হৃদয় খান | বলনা তুই বলনা |
২০১০-এর দশক[সম্পাদনা]
বছর (আয়োজন) | মনোনীত অভিনেতা | চলচ্চিত্র | সূত্র |
---|---|---|---|
২০১০ (১৩তম) |
হাবিব ওয়াহিদ | "প্রজাপতি" (প্রজাপতি) | |
২০১১ (১৪তম) |
আরফিন রুমি | নীলাঞ্জনা | [৯] |
এস আই টুটুল | দিন দুনিয়ার মালিক | ||
হাবিব ওয়াহিদ | আহ্বান | ||
হৃদয় খান | ছোঁয়া | ||
২০১২ (১৫তম) |
হাবিব ওয়াহিদ | স্বাধীন | |
আরফিন রুমি | তুমি আমার | ||
বাপ্পা মজুমদার | বেঁচে থাক সবুজ | ||
শহীদ | এক জীবন | ||
২০১৩ (১৬তম) |
আসিফ আকবর | এক্স প্রেম | [১০] |
আরফিন রুমি | মন ছুঁয়ে দেখো | ||
ইমরান মাহমুদুল | জনম জনম | ||
চন্দন সিনহা | "আমি নিঃস্ব হয়ে যাব" (পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী) | ||
২০১৪ (১৭তম) |
মাহফুজ আনাম জেমস | "দেশা আসছে" (দেশা: দ্য লিডার) | [১১] |
ইমরান মাহমুদুল | হৃদয়ের পাতায় | ||
তাহসান রহমান খান | উদ্দেশ্য নেই | ||
বাপ্পা মজুমদার | জানিনা কোন মন্তরে | ||
২০১৫ (১৮তম) |
তাহসান রহমান খান | "ছুঁয়ে দিলে মন" (ছুঁয়ে দিলে মন) | [১২] |
ইমরান মাহমুদুল | "ফিরে আসো না" | ||
জেমস | "এতো কষ্ট কষ্ট লাগে" (ওয়ার্নিং) | ||
হাবিব ওয়াহিদ | "হারিয়ে ফেলা ভালোবাসা" | ||
২০১৬ (১৯তম) |
ইমরান মাহমুদুল | "দিল দিল দিল" (বসগিরি) | [১৩] |
আসিফ আকবর | "তোর হাসি যেন" (পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২) | ||
তাহসান রহমান খান | "ছিলে আমার" | ||
হাবিব ওয়াহিদ | "বেপরোয়া মন" | ||
২০১৭ (২০তম) |
জেমস | "তোর প্রেমেতে অন্ধ হলাম" (সত্তা) | [১৪] |
ইমরান মাহমুদুল | "ধোঁয়া" | ||
তাহসান রহমান খান | "মোমের দেয়াল" (দূরবীন) | ||
মিনার | "কি তোমার নাম" | ||
২০১৭ (২০তম) |
ইমরান মাহমুদুল | "ওহে শ্যাম" (পোড়ামন ২) | [১৫] |
আরমান আলিফ | "অপরাধী" | ||
তাহসান রহমান খান | "একটাই তুমি" | ||
মিনার | "যদি তুমি জানতে" |
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "কিছু টুকিটাকি..."। দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।
- ↑ ক খ "কে কতটা এগিয়ে..."। দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭।
- ↑ "Meril-Prothom Alo Award handed over"। দ্য ডেইলি স্টার। ২২ মে ২০০৯। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।
- ↑ "Meril-Prothom Alo awards for 2005 given"। দ্য ডেইলি স্টার। ১৩ মে ২০০৯। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার-২০০৬"। দৈনিক প্রথম আলো। ৬ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার-২০০৭"। দৈনিক প্রথম আলো। ২৪ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮।
- ↑ "Meril-Prothom Alo Award ceremony held"। দ্য ডেইলি স্টার। ১১ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।
- ↑ Alom, Zahangir (১১ এপ্রিল ২০১০)। "Meril Prothom Alo Awards"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।
- ↑ Alom, Zahangir (৭ সেপ্টেম্বর ২০১৪)। "Constellation of stars"। ঢাকা মিরর। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।
- ↑ "এক নজরে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।
- ↑ "Meril Prothom Alo Awards Gala Night"। দৈনিক প্রথম আলো। ৯ মে ২০১৫। ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ২৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭।
- ↑ "দর্শক জরিপে: ইমরান হলেন সেরা গায়ক"। দৈনিক প্রথম আলো। ২১ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭: পাঠক জরিপে চলচ্চিত্রে সেরা তাঁরা"। দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮।
- ↑ "পাঠকের রায়ে সেরা গায়ক ইমরান, সেরা গায়িকা কনা"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।