তপন চৌধুরী (গায়ক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তপন চৌধুরী
প্রাথমিক তথ্য
জন্মজানুয়ারি, ৭
চট্টগ্রাম,  বাংলাদেশ
ধরনপপ, আধুনিক বাংলা, চলচ্চিত্র
পেশাগায়ক, গীতিকার, সুরকার, সঙ্গীতপরিচালক
কার্যকাল১৯৭৩ - বর্তমান

তপন চৌধুরী (জন্ম ৭ জানুয়ারি) একজন বাংলাদেশী গায়ক, গীতিকার, সুরকার এবং সঙ্গীতপরিচালক। তিনি সোল্‌স ব্যান্ডের সাবেক সদস্য। সত্তরের দশকের শেষভাগ থেকে তিনি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত। ১৯৭৯ সালে তিনি জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’-এর সঙ্গে যুক্ত হন। ‘মন শুধু মন ছুঁয়েছে’ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম। তার অন্য জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘আমি সবকিছু ছাড়তে পারি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আজ তুমি দূর বহু দূর’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘কী কারণে কান্দ রে মন’, ‘মাটির ইঞ্জিন এই দেহটা পুইড়া হইল কালা’, ‘মনে বড় আশা ছিল যাব মদিনায়’, ‘রাত কেটে যায় একা নিরালায়’, ‘যতবার দীপ জ্বালি জানি না সে দীপ কেন নিভে যায়' ও ‘আমি দেবদাস হতে পারব না’ ইত্যাদি।[২]

সঙ্গীত জীবন[সম্পাদনা]

১৯৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি পরিবেশন করার পর সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে ১৯৮১ সালে সোলস তাদের প্রথম অ্যালবামেও গানটি প্রকাশ করে। ১৯৮৪ অথবা ১৯৮৫ সালে তার নিজ নামে তার প্রথম একক অ্যালবাম ‘তপন চৌধুরী’ মুক্তি পায়। সোলস-এর সাথে ২২ বছর কাজ করার পর তিনি একক সঙ্গীতশিল্পী হিসেবে কাজ শুরু করেন।[৩] তিনি প্রায় ৩০০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।[৩] ১৯৯০-এর দশকের পর তিনি বেশ কয়েক বছর সঙ্গীত জীবন থেকে দূরে সরে যান তবে ২০১৭ সালে পুনরায় ‘ফিরে এলাম’ একক অ্যালবাম প্রকাশ করেন।[৪]

অ্যালবাম[সম্পাদনা]

  • তপন চৌধুরী
  • অরাজিতা
  • তুমি নীল আকাশ
  • অনুশোচনা
  • স্মৃতির চিহ্ন
  • আমার পৃথিবী
  • শত বরষার জল

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "প্রথম গান থেকে একসঙ্গে: তপন চৌধুরী"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "অস্ট্রেলিয়ায় তপন চৌধুরীর গান"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. "Tapan Chowdhury performs at IGCC"। The Daily Star। ২০১৩-১২-০৫। সংগ্রহের তারিখ ২০১৫-১১-০১ 
  4. প্রতিনিধি, গ্লিটজ। "ফিরছেন তপন চৌধুরী"bangla.bdnews24.com। বিডিনিউজ টোয়েন্টিফোর। ১৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৯