বিষয়বস্তুতে চলুন

শ্যামা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্যামা
Shyama
শ্যামা
জন্ম
খুরশিদ আখতার

(১৯৩৫-০৬-০৭)৭ জুন ১৯৩৫
লাহোর, পাঞ্জাব, ব্রিটিশ ভারত (বর্তমান পাকিস্তানে)
মৃত্যু১৪ নভেম্বর ২০১৭(2017-11-14) (বয়স ৮২)
মৃত্যুর কারণফুসফুসের সংক্রমণ
সমাধিবাদকবরস্তান, সামুদ্রিক লাইন, মুম্বাই
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৪৫–১৯৮৯
উল্লেখযোগ্য কর্ম
তারানা (১৯৫১)
আর পার (১৯৫৪)
শারদা (১৯৫৭)
বারাসাত কি রাত (১৯৬০)
দাম্পত্য সঙ্গীফলি মিস্ত্রী (১৯৫৩–১৯৭৯; মৃত্যুবরণ করেন)
পুরস্কারশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার (১৯৫৮)

শ্যামা (জন্ম নাম: খুরশিদ আখতার; ৭ জুন ১৯৩৫ – ১৪ নভেম্বর ২০১৭) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ১৯৪৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি বলিউড অঙ্গনে বিচরণ করেছিলেন। তিনি ১৯৫৪ সালের আর পার চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত।

প্রাথমিক জীবন এবং কর্মজীবন

[সম্পাদনা]

তিনি ১৯৩৫ সালের ৭ জুন তারিখে, লাহোরে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার জন্মনাম খুরশিদ আখতার নামকরণ করা হয়।

কর্মজীবন

[সম্পাদনা]

শ্যামা ১৯৪০ এর দশকে লাহোর থেকে মুম্বাইয়ে এসেছিলেন। শিশু শিল্পী হিসাবে তার কর্মজীবন শুরু হয়, যার মধ্যে থেকে জিনাত (১৯৪৫) এবং মীরাবাই (১৯৪৭) রয়েছে।[]

নির্বাচিত চলচ্চিত্রসমূহ

[সম্পাদনা]
  • পায়েল কি ঝংকার (১৯৮০)
  • খেল খিলারি কা (১৯৭৭) - মিসেস খয়রাসিয়াল
  • খেল খেল ম্যায় (১৯৭৫)
  • সিয়াক (১৯৭৫)
  • আজনাবি (১৯৭৪)
  • নয়া দিন নয়ি রাত (১৯৭৪) - ব্রাথেল মাদামি
  • হানিমুন (১৯৭৩) - লক্ষ্মী চৌধুরী
  • প্রভাত (১৯৭৩) - চম্পাবাই
  • সুরাজ অর চন্দা (১৯৭৩)
  • গমিত কে কিনারে (১৯৭২)
  • শাদি কি বাত (১৯৭২) - বাসন্তির মা
  • জিন্দেগি জিন্দেগি (১৯৭২) - মিতার চাচী
  • কঙ্গন (১৯৭১)
  • সাওয়ান বাধন (১৯৭০)
  • মাস্তানা (১৯৭০) - মিসেস ধনরাজ
  • বেটি (১৯৬৯) - কমলা বর্মা
  • আগ (১৯৬৭)
  • মিলন (১৯৬৭)
  • দি দিয়া দার্দ লিয়া (১৯৬৬) - মালা
  • জানোয়ার (১৯৬৫) - সীমা
  • জি চাহতা হ্যায় (১৯৬৪)
  • বউরানী (১৯৬৩) - নর্তকী
  • ধর বাসাকে দেখো (১৯৬৩)
  • জাবাক (১৯৬১)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Pandya, Sonal। "Shyama, star of Guru Dutt's Aar-Paar, dies at 82"Cinestaan.com। ১৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]