শিবলী নোমানীর উপর লিখিত গ্রন্থপঞ্জি
অবয়ব
"শিবলী নোমানীর উপর লিখিত গ্রন্থপঞ্জি" নামের এই তালিকায় বিভাগপূর্ব ভারতের কবি, দার্শনিক, ইতিহাসবেত্তা, প্রাবন্ধিক, জীবনীকার, সাহিত্য সমালোচক, বাগ্মী, ইসলামি পণ্ডিত এবং আধুনিক উর্দু ইতিহাসের জনক শিবলী নোমানীর জীবন ও কর্মের উপর রচিত প্রধান কাজ[ক] সমূহ এপিএ শৈলীতে অন্তর্ভুক্ত করা হবে। শিবলী নোমানী জীবদ্দশায় আত্মজীবনী রচনা করেন নি। তবে তিনি তার শিষ্য সুলাইমান নদভীকে এ ব্যাপারে অসিয়ত করে যান। শিবলী নোমানীর অসিয়ত অনুযায়ী সুলাইমান নদভী ১৯৪৩ সালে হায়াতে শিবলী রচনা করেন।
বিশ্বকোষ
[সম্পাদনা]- এস্পোসিতো, জন এল. (২০০৩)। "মুহাম্মদ শিবলী নোমানী"। দ্য অক্সফোর্ড ডিকশনারী অব ইসলাম (ইংরেজি ভাষায়)। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। আইএসবিএন 978-0-19-512558-0।
- শারমা, অরবিন্দ (২০১৮)। এনসাক্লোপিডিয়া অব ইন্ডিয়ান রিলিজিয়ন : ইসলাম, ইহুদিবাদ এবং জরাথ্রুস্টবাদ (ইংরেজি ভাষায়)। ডর্ড্রেকট: স্প্রিংগার নেদারল্যান্ডস। পৃষ্ঠা ৬৩৫–৬৩৬। আইএসবিএন 978-94-024-1266-6। ডিওআই:10.1007/978-94-024-1267-3_100532।
- সম্পাদনা পরিষদ (জুন ১৯৮২)। সংক্ষিপ্ত ইসলামি বিশ্বকোষ ২য় খণ্ড। শেরেবাংলা নগর, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃষ্ঠা ৩৮৩, ৩৮৪। আইএসবিএন 954-06-022-7।
জীবনীগ্রন্থ
[সম্পাদনা]- আছারি, আবু আলি; আজমি, আরশাদ আলি আনসারি (২০০২)। আল্লামা শিবলী এবং মাওলানা আবুল কালাম আজাদ (উর্দু ভাষায়)। আজমগড়: কাসেমি প্রেস। ওসিএলসি 756377247।
- আজমি, আক্তার ওয়াকার (১৯৬৮)। শিবলী বাহাইসিয়াত-এ মুআররিখ (উর্দু ভাষায়)। লাহোর: তাসনিফাত। ওসিএলসি 583382770।
- আজমি, মুহাম্মদ ইলিয়াস (২০১৩)। আছারে শিবলী (উর্দু ভাষায়)। আজমগড়, ভারত: দারুল মুসান্নিফীন শিবলী একাডেমি। আইএসবিএন 978-93-82201-03-8। ওসিএলসি 876368039।
- আজমি, মুহাম্মদ ইলিয়াস (২০১৮)। আত্মজীবনীতে শিবলী (উর্দু ভাষায়) (১ম সংস্করণ)। আজমগড়: আদবি ডেরাহ। আইএসবিএন 978-81-938821-0-8। ওসিএলসি 1082248007।
- আনসারি, এম. এ. (১৯৬৬)। শিবলী মাকাতিব কি রৌশনী মে (উর্দু ভাষায়)। করাচী: উর্দু একাডেমি সিন্ধ। ওসিএলসি 20715079।
- আনসারী, সাঈদ (১৯৩৪)। মাওলানা শিবলী (উর্দু ভাষায়)। লখনউ: আল নাজির প্রেস। ওসিএলসি 44756809।
- আব্দুর রহমান, সাবাহুদ্দিন (১৯৯৯)। মাওলানা শিবলী নোমানী পার এক নজর (উর্দু ভাষায়)। আজমগড়: দারুল মুসান্নিফীন। ওসিএলসি 214967639।
- আল-আজমি, মুহাম্মদ ইলিয়াস (২০১২)। কবিদের দৃষ্টিতে শিবলী নোমানী (উর্দু ভাষায়)। আজমগড়: আদবি ডেরা।
- আহমদ, মাফতুন (১৯৮৬)। মাওলানা শিবলী নোমানী : এক মুতালাহ (উর্দু ভাষায়)। করাচি: মাকতাবায়ে উসলুব। ওসিএলসি 20492948।
- ইকরাম, এস. এম (১৯৭১)। ইয়াদগারে শিবলী (উর্দু ভাষায়)। লাহোর: ইদারায়ে সিকাফাত ইসলামিয়া। ওসিএলসি 19912650।
- ইসলাহি, কালিম সিফাত (২০১৪)। ইরফানে শিবলী (উর্দু ভাষায়)। আজমগড়: দারুল মুসান্নিফীন। ওসিএলসি 945401656।
- উসমানি, মুহাম্মদ ওসিল (১৯৬৮)। সাহিত্যিকদের দৃষ্টিতে শিবলী (উর্দু ভাষায়)। করাচী, পাকিস্তান: সুফিয়া একাডেমি। ওসিএলসি 1059575579।
- ওয়াইসি, আখতার; ইহসাস, ফরহাত (২০০৯)। শিবলী নোমানী : অতীত ও ভবিষ্যৎ (উর্দু ভাষায়)। নয়া দিল্লি: আল বালাগ পাবলিকেশন্স। ওসিএলসি 467929962।
- কাদেরি, মুশতাক (২০১৪)। শিবলী বেহেসিয়াত সিরাত নিগার (উর্দু ভাষায়)। দিল্লি: এডুকেশনাল পাবলিশিং হাউজ। আইএসবিএন 978-93-5073-486-5। ওসিএলসি 915043242।
- খান, আলাউদ্দিন (২০১৭)। বায়াদে শিবলী (উর্দু ভাষায়)। নয়া দিল্লি: ইনস্টিটিউট অব অবজেক্টিভ স্টাডিজ। আইএসবিএন 978-93-84973-12-4। এএসআইএন B07PT9HNLR। ওসিএলসি 1010712713।
- খান, জাভেদ আলী (২০১৪)। শিবলী নোমানী : লাইফ এন্ড কন্ট্রিবিউশন (১ম সংস্করণ)। আজমগড়: দারুল মুসান্নিফীন শিবলী একাডেমি। আইএসবিএন 978-93-82201-40-3। ওসিএলসি 1159642160।
- গসিক, মতিউর রহমান (২০১২)। আল্লামা শিবলী নোমানী : ব্যক্তিত্ব এবং কবিত্ব (উর্দু ভাষায়)। আলিগড়: এডুকেশনাল বুক হাউস। ওসিএলসি 843124293।
- চৌগতাই, মুহাম্মদ ইকরাম (২০১৭)। শিবলী নোমানী : জীবন ও কর্ম (ইংরেজি ভাষায়)। পাকিস্তান রাইটার্স কো-অপারেটিভ সোসাইটি। আইএসবিএন 978-969-8460-59-4। ওসিএলসি 1001251239।
- জায়েদি, মেহজাবিন (২০১৪)। আল্লামা শিবলী নোমানী : শতাব্দীর আয়নায় (উর্দু ভাষায়)। করাচি: কিরতাস। আইএসবিএন 978-969-9640-17-9। ওসিএলসি 945434600।
- জুবায়রি, মুহাম্মদ আমিন (১৯৪৬)। তাবসিরায়ে হায়াতে শিবলী (উর্দু ভাষায়)। ভোপাল: সেন্ট্রাল ইন্ডিয়া প্রেস। ওসিএলসি 42974122।
- দাসনাওয়ি, সৈয়দ শাহাবুদ্দিন (১৯৮৭)। শিবলী, মুআনবদানাহ তানকিদ কি রৌশনী মে (উর্দু ভাষায়)। নয়া দিল্লি: আঞ্জুমানে তারাক্কিয়ে উর্দু, হিন্দ। ওসিএলসি 21196770।
- নদভী, আজমতুল্লাহ (২০১৫)। শায়খ শিবলী নোমানী : হিজ কন্ট্রিবিউশান টু দ্য প্রোডাকশন অব এরাবিক ল্যাঙ্গুয়েজ এন্ড ইটস কালচার (ইংরেজি ভাষায়)। আইএসবিএন 978-9383322848। এএসআইএন 9383322845।
- নদভী, মুহাম্মদ আকরাম (১৯৭১)। শিবলী নামাহ, এক ফান কার কি দস্তান হায়াত (উর্দু ভাষায়)। লাহোর: এদারায়ে সাকাফাতে ইসলামিয়া। ওসিএলসি 20398005।
- নদভী, মুহাম্মদ আকরাম (১৯৭১)। শিবলী নোমানী (আরবি ভাষায়)। লাহোর: এদারায়ে সাকাফাতে ইসলামিয়া। ওসিএলসি 756181303।
- নাদিম, খালিদ (২০১৪)। শিবলী কি আপবীতি (উর্দু ভাষায়)। লাহোর: নাশরিয়াত। ওসিএলসি 899138071।
- নিজামি, খালিক (১৯৯৬)। শিবলী কি ইলমি ওয়া আদাবি খিদমাত (উর্দু ভাষায়)। নয়া দিল্লি: আঞ্জুমানে তারাক্কিয়ে উর্দু, হিন্দ। আইএসবিএন 978-81-7160-080-9। ওসিএলসি 35742687।
- ফারুকি, আসলাম (২০১১)। মাওলানা শিবলী নোমানী (উর্দু ভাষায়)। নয়া দিল্লি: মাকতাবায়ে পয়য়ামে তালিম। ওসিএলসি 789643011।
- বাদায়ুনি, শামস (২০১৪)। শিবলী এবং আজাদ (উর্দু ভাষায়)। নয়া দিল্লি: এপলাইড বুকস। আইএসবিএন 978-93-83239-11-5। ওসিএলসি 1154008782।
- বি, ছুফিয়া (২০০০)। আল্লামা শিবলী নোমানী বেহাইছিয়াত সাওয়ানেহ নিগার (উর্দু ভাষায়)। চেন্নাই: জি. এম. প্রাসিস। ওসিএলসি 694080524।
- ভাজিউল্লা, রোস্তম পেসটোনজি; মোদি, জিভান্জ জামশেদজি (১৯৭৯)। মাওলানা শিবলী এবং উমর খৈয়াম (ইংরেজি ভাষায়)। লাহোর: আল বিরুণি। এএসআইএন B0006E4HUY। ওসিএলসি 7223174।
- ভাট্টি, আব্দুল জলিল (১৯৮৯)। শিবলীর দৃষ্টিতে ইতিহাস (উর্দু ভাষায়)। ভাওয়ালপুর, লাহোর: ইলমি কুতুবখানা। ওসিএলসি 614906965।
- মুরাদ, মেহের আফরোজ (১৯৯৬)। ইন্টেলেকচুয়াল মর্ডাণিজম অব শিবলী নোমানী (ইংরেজি ভাষায়) (১ম সংস্করণ)। নতুন দিল্লি: কিতাব ভবন। আইএসবিএন 81-7151-216-X। ওসিএলসি 42892790।
- শওকত, সাদ (২০১৬)। শিবলী নোমানী’স কন্ট্রিবিউশন টু কালাম (ইংরেজি ভাষায়)। গ্রাজুয়েট থিওলজিয়ান ইউনিয়ন। ওসিএলসি 1041123831।
- শাহ, সৈয়দ ইফতেখার হুসাইন (১৯৭৮)। ইকবাল আওর পাইরাভে শিবলী (উর্দু ভাষায়)। নয়া দিল্লি: ইত্তেহাদ পাবলিশিং হাউস। ওসিএলসি 563116032।
- সম্পাদনা পরিষদ (১৯৪৪)। ইয়ামে শিবলী (উর্দু ভাষায়)। মুম্বই: আঞ্জুমানে তারাক্কিয়ে উর্দু। ওসিএলসি 1027166753।
- সিদ্দিকী, আফতাব আহমদ (১৯৫৭)। শিবলী এক ডাবিস্তান (উর্দু ভাষায়)। ঢাকা: মাকতাবায়ে আরেফীন। এএসআইএন B08CD4GHJF। ওসিএলসি 573988807।
- সিদ্দিকী, জাফর আহমদ (১৯৮৮)। শিবলী (উর্দু ভাষায়)। নয়া দিল্লি: সাহিত্য একাডেমি। ওসিএলসি 18816366।
- সিদ্দিকী, নাজ (১৯৭৬)। সমালোচকদের সৃষ্টিতে শিবলী (উর্দু ভাষায়)। হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ: ইলিয়াস ট্রেডার্স। ওসিএলসি 557436232।
- সুলাইমান নদভী, মাওলানা (১৯৪৩)। হায়াতে শিবলী (উর্দু ভাষায়)। আজমগড়: মাআরেফ প্রেস। এএসআইএন B07J3J4SHR। ওসিএলসি 37282205।
- সুহায়ল, ইকবাল (১৯৩৬)। সীরাতে শিবলী (উর্দু ভাষায়)। আজমগড়: আল ইসলাহ। ওসিএলসি 905801607।
অভিসন্দর্ভ
[সম্পাদনা]- অনব্যসি, আরপার্সল্যান (এপ্রিল ২০২০)। শিবলী নোমানী এবং আধুনিকতা (পিডিএফ) (গবেষণাপত্র)। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া। ৯ জুলাই ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১।
- আখতার, শাহনাজ (১৯৯৬)। হালি এবং শিবলীর সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির তুলনামূলক অধ্যয়ন (গবেষণাপত্র) (উর্দু ভাষায়)। উর্দু বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।
- আজিজ, শহিদ (২০১৬)। জীবনী সাহিত্য রচনায় মুহাম্মদ হুসাইন হাইকল এবং শিবলী নোমানীর তুলনামূলক অধ্যয়ন (গবেষণাপত্র) (আরবি ভাষায়)। বাবা গোলাম শাহ বাদশাহ বিশ্ববিদ্যালয়।
- আবু বকর, এম. সি. (২০১৪)। হালি এবং শিবলীর উল্লেখ সহ উর্দুতে জীবনী সাহিত্য (গবেষণাপত্র) (উর্দু ভাষায়)। উর্দু বিভাগ, শ্রী বেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- আম্মার, আব্দুল হাই (২০১৭)। উনবিংশ-বিংশ শতাব্দীতে সৈয়দ আহমদ খান, কাসেম নানুতুবি, শিবলী নোমানী, মানাজির আহসান গিলানি, আবুল কালাম আজাদের মত মুসলিম চিন্তাবিদদের শিক্ষা ভাবনা। ভারত: জামিয়া মিলিয়া ইসলামিয়া। hdl:10603/313157।
- আহরারি, মুহাম্মদ জাফর (১৯৯৯)। উর্দু সাহিত্যের নবজাগরণ এবং শিবলী (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়।
- ইমানজ, সেনা (২০১৯)। উনবিংশ শতাব্দীর সীরাত রচনা : আহমেদ শেভেদেট পাশা এবং মাওলানা শিবলীর উদাহরণ (গবেষণাপত্র)। নাজমুদ্দিন এরবাকান বিশ্ববিদ্যালয়, তুরস্ক। ১৮ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২২।
- ইয়াকুব, মুহাম্মদ (২০১৯)। আল্লামা শিবলী নোমানীর লেখা আরবী সংস্করণ ও টীকা (গবেষণাপত্র)। ভারত: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। hdl:10603/355062।
- খাতুন, শায়েস্তা (২০১৩)। মুসলিম মহিলাদের শিক্ষা ও সামাজিক বিকাশে আল্লামা শিবলীর ভূমিকা (গবেষণাপত্র) (উর্দু ভাষায়)। উর্দু বিভাগ, বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়।
- তালাত, জাফর (২০১৭)। জীবনী সাহিত্যে শিবলী নোমানী (গবেষণাপত্র)। বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১।
- ফেজরি, গেসম্যান (২০১২)। ইলমুল কালামকে পুনর্জীবিত করার ক্ষেত্রে শিবলী নোমানীর অবদান (গবেষণাপত্র)। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- পারভিন, নুসবা (২০০৫)। উনিশ শতকের ভারতে মুসলিম শিক্ষা সংস্কার : শিবলী নোমানীর চিন্তাভাবনা ও অনুশীলনের বিশ্লেষণ (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২১।
- বানু, পারভীন (২০০৭)। হালি এবং শিবলীর সমালোচনামূলক মতামতের তুলনা (গবেষণাপত্র) (উর্দু ভাষায়)। উর্দু বিভাগ, বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়।
- মিনহাজ উদ্দীন মাহমুদ (২০১৬)। উর্দু সাহিত্যে আল্লামা শিবলী নু'মানীর অবদান (গবেষণাপত্র)। উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২১।
- মুরাদ, আরো আরোজ (১৯৭৩)। Intellectual Modernism of Shibli Nu'mani: an Exposition of His Religious & Political Ideas [শিবলী নুমানীর বুদ্ধিবৃত্তিক আধুনিকতা: তার ধর্মীয় ও রাজনৈতিক ধারণার একটি প্রকাশ]। কানাডা: ম্যাকগিল বিশ্ববিদ্যালয়।
- মীর, জাহিদ হুসাইন (২০১৯)। শিবলীর রচনায় জীবনী ও ঐতিহাসিক উপাদান (গবেষণাপত্র) (উর্দু ভাষায়)। কাশ্মীর বিশ্ববিদ্যালয়।
পত্রিকা নিবন্ধ
[সম্পাদনা]- আল হাফিজ, মুসা (২৪ মে ২০২১)। "শিবলী নোমানী ও তার যুগবয়ান"। নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২১।
- দেহলভী, গোলাম রসূল (১৮ মে ২০১৬)। "রিসাইকলিং মাওলানা শিবলী নোমানী এন্ড হিজ রিলিজিয়াস আইডিয়াস ইন্সপিরেড বাই ইলমুল কালাম"। নিউ এইজ ইসলাম। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১।
- রবিউল হক, মুহাম্মাদ (৪ আগস্ট ২০২০)। "ধর্মীয় শিক্ষা সংস্কারে আল্লামা শিবলী নোমানীর ঐতিহাসিক অবদান"। যুগান্তর। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২১।
সাময়িকী নিবন্ধ
[সম্পাদনা]- ইঞ্জিনিয়ার, আসগর আলী (২০০৯)। "শিবলী নোমানী এবং জাতীয় রাজনীতি"। ইনসাফ : আন্তর্জাতিক দক্ষিণ এশিয়া ফোরাম। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১।
- ইসলাম, আরশাদ (২০০৫)। "আল্লামা শিবলী নোমান (১৮৫৭–১৯১৪) : একজন স্মৃতিসৌধিক ইসলামি পণ্ডিত" (পিডিএফ)। পাকিস্তান জার্নাল অব হিস্টোরি এন্ড কালচার। ২৬ (১)। আইএসএসএন 1012-7682।
- ইসলাম, আরশাদ (২০১৩)। "আল্লামা শিবলী এবং আদি মুসলিম লীগ : একটি ভিন্নমত পোষণকারী কণ্ঠ"। ইন্টেলেকচুয়াল ডিসকোর্স (ইংরেজি ভাষায়)। ২১ (২)। আইএসএসএন 0128-4878।
- ইসলাম, আরশাদ (২০১৯)। "ভারতীয় মুসলমানদের উসমানিয়দের প্যান-ইসলামের পক্ষে সমর্থন: শিবলি নোমানী ভূমিকা"। ইন্টেলেকচুয়াল ডিসকোর্স (ইংরেজি ভাষায়)। ২৭ (১): ১৯৭–২২০। আইএসএসএন 0128-4878।
- ইসলাম, মোজাফফর (১৯৮৭)। "শিবলী : অন ন্যাশনালিজম"। ইন্ডিয়ান হিস্টোরি কংগ্রেস। ৪৮: ৩৬৬–৩৭১। আইএসএসএন 2249-1937।
- ইয়াকুব, মুহাম্মদ (অক্টোবর ২০১৮)। "শিবলী নোমানীর ফার্সি কাব্যের বিশ্লেষণ"। গ্লোবাল জার্নাল ফর রিসার্চ এনালাইসিস। ৭ (১০): ৮৮–৯০। আইএসএসএন 2277-8160। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২১।
- উমর, জায়তুন (১৯৬৯)। মাওলানা শিবলী নোমানী : ভারতে ইসলামিক আধুনিকতাবাদ এবং রোমান্টিকতার একটি গবেষণা (১৮৮২ – ১৯১৪) (ইংরেজি ভাষায়)। ইংল্যান্ড: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ওসিএলসি 45572730। ২৯ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২১।
- উসমানি, আফজল; জিল্লী, ইশতিয়াক আহমদ; ইসলাম, জাফরুল। "স্থপতি : আল্লামা শিবলী নোমানী"। শিবলী একাডেমি। ১৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১।
- কুমার, এক্রিতি (২০১৭)। "শিবলী নোমানী এন্ড দ্যা মেকিং অব নদওয়াতুল ওলামা"। প্রোসিডিংস অব দ্যা ইন্ডিয়ান হিস্টোরি কংগ্রেস। ৭৮: ৬৭৬–৬৮২। আইএসএসএন 2249-1937। জেস্টোর 26906140। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১।
- খান, ইসরার আহমদ (২০১৫)। "ইসলামী ঐতিহাসিক তথ্যাদি প্রমাণীকরণে আল্লামা শিবলীর পদ্ধতি"। ইন্টারন্যাশনাল জার্নাল অব ইসলামিক টথস (ইংরেজি ভাষায়)। ৪ (১): ৮১–৯৪। আইএসএসএন 2306-7012।
- খান, এ. এন. (১ অক্টোবর ১৯৮৫)। "শিবলী নোমানী (১৮৫৭ – ১৯১৪) এবং শিক্ষায় তার অবদান"। জার্নাল অব দ্যা পাকিস্তান হিস্টোরিকাল সোসাইটি। ৩৩ (৪)। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১।
- খান, জাভেদ আলী (১৯৯০)। "ইসলামী ইতিহাসে শিবলীর অধ্যয়ন"। জার্নাল অব দ্যা পাকিস্তান হিস্টোরিকাল সোসাইটি, করাচী। ৩৮ (২): ১৪৩–১৫০।
- গুপ্ত, রিতিশ (আগস্ট ২০১৯)। "শিবলী নোমানীর শিক্ষা ভাবনা" (পিডিএফ)। ইন্টারন্যাশনাল জার্নাল অব এপ্লাইড সোশ্যাল সাইন্স। ৬ (৮): ২১৫২–২১৬০। আইএসএসএন 2394-1405।
- গৌরি, মুহাম্মদ আলী (২০১১)। "মাওলানা শিবলী নোমানী'স ট্রেন্ডস ইন রেসপন্স টু সাচপিশন্স অব দি অরিয়েন্টালিস্ট"। আল ইদহ। পাকিস্তান: শেখ জায়েদ ইসলামিক সেন্টার, পেশওয়ার বিশ্ববিদ্যালয়। ২৩ (২): ১১০–১৩৮। আইএসএসএন 2664-3375।
- ছিফ্টছুরান, আরজু (২০১৮)। "শিবলী নোমানীর ভ্রমণকাহিনীতে আব্দুল হামিদ ২ এবং গাজী উসমান পাশা"। প্রাচ্য গবেষণা (তুর্কি ভাষায়) (১৮): ৫–১৬। আইএসএসএন 1307-6256।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- জিদি, ড. আব্বাস হায়দার (১২ ফেব্রুয়ারি ২০১৬)। "علامہ شبلی نعمانی کے دینی افکار کا تحقیقی جائزہ" [আল্লামা শিবলী নোমানীর ধর্মীয় চিন্তাধারার গবেষণা পর্যালোচনা]। বয়ানুল হিকমাহ (উর্দু ভাষায়)। ২ (১): ৭–২৪। আইএসএসএন 2521-8948।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- পারভিন, নুসবা (২০১১)। "শিবলির শিক্ষামূলক দর্শনের প্রাসঙ্গিকতা"। ইন্টেলেকচুয়াল ডিসকোর্স (ইংরেজি ভাষায়)। ১৯ (২)। আইএসএসএন 0128-4878।
- ফারুকী, মুহাম্মদ হামযা (২০১৪)। "শিবলী নোমানী ও সুলাইমান নদভীর জ্ঞানে অবদান"। বুনয়াদ - লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট স্টাডিজ (উর্দু ভাষায়)। ৫ (১): ২১১–২৪৮।
- ভাট, সামি উল্লাহ (২০১৯)। "দ্যা ইম্পর্ট্যানস অব ওয়ার্কস অব মুহাম্মদ শিবলী নোমানী"। জার্নাল অব ইসলামিক স্টাডিজ এন্ড হিউম্যানিটিজ (ইংরেজি ভাষায়)। ৩ (২): ১৬৯–১৮০। আইএসএসএন 2527-838X। ডিওআই:10.21580/jish.32.2921। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১।
- রহমান, শফিকুর; রাশেদ, জুখরাফ; আখতার, সোহাইল (২০২২)। "Analytical Study of the Concept of the Historiography of Molana Shibli Nomani (A Historical Analysis)" [শিবলী নোমানীর ইতিহাসগ্রন্থের ধারণার একটি বিশ্লেষণাত্মক অধ্যয়ন]। International Research Journal of Management and Social Sciences (ইংরেজি ভাষায়)। ৩ (১): ৯–১৫। আইএসএসএন 2710-0316।
- সায়েদ, বকর হাসসান (২০১৮)। "কালাম ইন অ্যা পোস্ট-ট্রেডিশনাল ওয়ার্ল্ড : শিবলী নোমানী'স কনস্ট্রাকশন অব অথরিটি ইন ইলমুল কালাম এন্ড আল-কালাম"। পাকিস্তান জার্নাল অব হিস্টোরিকাল স্টাডিজ। ৩ (২): ৪৩–৭৯। আইএসএসএন 2412-611X। ডিওআই:10.2979/pjhs.3.2.02।
অন্যান্য অভিসন্দর্ভ
[সম্পাদনা]- আফরোজ, নিশাত (২০১৮)। ডেভেলপমেন্ট অব ইসলামিক টথ ইন কলোনিয়াল ইন্ডিয়া এ স্টাডি (গবেষণাপত্র)। ভারত: সুন্নি ধর্মতত্ত্ব বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১০৪–১১২। hdl:10603/250337।
- খান, গাজনফার আলী (২০০১)। নদওয়াতুল ওলামা : একটি ইসলামি শিক্ষাকেন্দ্র (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। ইসলামিক স্টাডিজ বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।
- খান, ফয়সাল (২০০৮)। বিংশ শতাব্দীর বিশিষ্ট ভারতীয় মুসলিম চিন্তাবিদদের কল্পিত দাওয়াহর ধারণা (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। ইসলামিক স্টাডিজ বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়।
- নিজামুদ্দিন (২০১৬)। ১৯১৪ থেকে ১৯৪৭ পর্যন্ত দারুল মুসান্নিফীন শিবলী একাডেমির ঐতিহাসিক অধ্যয়ন (গবেষণাপত্র) (হিন্দি ভাষায়)। ইতিহাস বিভাগ, বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়।
- মকসুদ, আহমেদ (১৯৮৯)। ১৮৭০ থেকে ১৯৪৭ পর্যন্ত ইসলামি ইতিহাস গবেষণায় উত্তর ভারতের অবদান (গবেষণাপত্র)। আরবি বিভাগ, মহারাজা সয়াজিরাও বারোডা বিশ্ববিদ্যালয়।
- মুজাব, মুহাম্মদ (২০০১)। ইসলামিক সায়েন্সেস ইন ইন্ডিয়া এন্ড ইন্দোনেশিয়া: এ কম্পারেটিভ স্টাডি (গবেষণাপত্র)। ভারত: সুন্নি ধর্মতত্ত্ব বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৪৪–১৪৯। hdl:10603/58830।
অন্যান্য বই
[সম্পাদনা]- AHMAD, FURQAN (২০১৮-০১-০১)। TOWARDS THE RENAISSANCE: SHIBLI AND MAULANA THANVI ON SHARIA (English ভাষায়)। Indian Law Institute।
- আহমাদ, মোস্তাক (২০১৪)। বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মুসলিম মনীষী। বাংলাবাজার, ঢাকা-১১০০: ঝিনুক প্রকাশনী। পৃষ্ঠা ৩০৫।
- গোলাম রব্বানী, ডক্টর (২০১৪)। উর্দু সাহিত্যে খ্যাতিমান আলিমদের অবদান (১৮৫৭ - ১৯৪৭)। বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুত তাকওয়া। পৃষ্ঠা ৫৩–৬৩, ২৫০–২৬৮, ২৯১–২৯৮, ৩৭২–৩৮১। আইএসবিএন 9789849039107।
- তালুকদার, মোঃ শফিকুর রহমান (২০১৮)। শত মুসলিম মনীষী। ঢাকা, বাংলাদেশ: বইবাংলা। পৃষ্ঠা ২৮৭। আইএসবিএন 984703550249।
- ভাট, সামিউল্লাহ (২০১৯)। ইসলামিক হিস্টোগ্রাফি: ন্যাচার এন্ড ডেভেলপমেন্ট (ইংরেজি ভাষায়)। নতুন দিল্লি, ভারত: এডুক্রিয়েশন পাবলিশিং। পৃষ্ঠা ১৬–৩৮। আইএসবিএন 9789388910507।
- মবনু, সৈয়দ (২০১৮)। উর্দু ভাষা ও সাহিত্যঃ উৎস ও ক্রমবিকাশ। বাংলাদেশ: চৈতন্য। পৃষ্ঠা ৭৮–৮১। আইএসবিএন 9789849271055।
- শাকির, উবায়দুল্লাহ (২০১৬)। আকাবিরে উম্মাতের সোনালী জীবন। বাংলাবাজার, ঢাকা: আশরাফিয়া বুক হাউজ। পৃষ্ঠা ২৫।
- সিদ্দীকী, সাইফুল ইসলাম (২০১৯)। মুসলিম দার্শনিক চিন্তাবিদ ও বৈজ্ঞানিক (২ সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: রাহিন-রাশাদ প্রকাশনী। পৃষ্ঠা ৪২৩—৪৩১। আইএসবিএন 9789843442376।
আরও দেখুন
[সম্পাদনা]পাদটীকা
[সম্পাদনা]- ↑ প্রধান কাজ বলতে শিবলী নোমানীকে উপজীব্য করে রচিত হয়েছে বা রচনায় শিবলী নোমানীর বিশদ বিবরণ এসেছে, এরকম কাজ সমূহকে বুঝাবে।