শরদিন্দু মুখার্জি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শরদিন্দু মুখার্জি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামশরদিন্দু পূর্ণেন্দু মুখার্জি
জন্ম৫ অক্টোবর ১৯৬৪
পশ্চিমবঙ্গ, ভারত
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ৭৮)
২৫ ডিসেম্বর ১৯৯০ ১৯৯০ বনাম বাংলাদেশ
শেষ ওডিআই৪ জানুয়ারী ১৯৯১ ১৯৯১ বনাম শ্রীলঙ্কা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৮৯/৯০ - ১৯৯৫/৯৬বাংলা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৩০ ২৩
রানের সংখ্যা ৬২৩ ২০৩
ব্যাটিং গড় - ২৪.৯২ ১৮.৪৫
১০০/৫০ -/- ০/৬ -/-
সর্বোচ্চ রান ৬৫ ৪২
বল করেছে ১৭৪ ৫৮২৭ ১১৯৩
উইকেট ৭৪ ১৯
বোলিং গড় ৪৯.০০ ৩৫.৮৯ ৪১.০০
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ১/৩৯ ৬/৭৭ ৪/৩৯
ক্যাচ/স্ট্যাম্পিং ১/- ১৫/- ৫/-

শরদিন্দু মুখার্জি একজন ভারতীয় বাঙালি ক্রিকেট খেলোয়াড়। তিনি ভারতের হয়ে কেবলমাত্র ১৯৯০-৯১ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপে অংশগ্রহণ করেন। সেই সময়ে ভারতীয় দলের নির্বাচকেরা তাকে খানিকটা চমক হিসাবেই নির্বাচিত করেছিলেন। তিনি সেই এশিয়া কাপে তিনটি ম্যাচ খেলেছিলেন এবং ২৯ ওভার বল করে দুটি উইকেট নেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা ভারতের দুটি ম্যাচেই তিনি অরবিন্দ ডি সিলভাকে আউট করেন।

ভারতের হয়ে খেলা ছাড়াও তিনি বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফিতে প্রতিনিধিত্ব করেন এবং সেখানে তিনি দুরন্ত সফল। ১৯৮৯-৯০ সালের রঞ্জি ট্রফি বিজয়ী বাংলা দলের সদস্যও ছিলেন। বাংলা দলের হয়ে তিনি ২১.২২ ইকোনমি রেটে ২২ টি উইকেট দখল করেন।[১]

তথ্য়সূত্র[সম্পাদনা]

  1. "Saradindu Mukherjee"Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৪