লাউতারো মার্তিনেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাউতারো মার্তিনেস
Lautaro Martínez (cropped).jpg
Martínez with Argentina U20 in ২০১৭
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লাউতারো জেভিয়ের মার্তিনেস
জন্ম (1997-08-22) ২২ আগস্ট ১৯৯৭ (বয়স ২৫)
জন্ম স্থান বাহিয়া ব্লাঙ্কা , আর্জেন্টিনা
উচ্চতা ১.৭৪ মি .
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইন্টার মিলান
জার্সি নম্বর ১০
যুব পর্যায়
২০১৩–২০১৪ লিনিয়ার্স
২০১৪–২০১৫ রেসিং ক্লাব
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫–২০১৮ রেসিং ক্লাব ৪৮ (২২)
২০১৮– ইন্টার মিলান ৬৯ (২৪)
জাতীয় দল
২০১৬–২০১৭ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ১১ (৭)
২০১৮– আর্জেন্টিনা ১৯ (১০)
অর্জন ও সম্মাননা
ফুটবল (পুরুষ)
 আর্জেন্টিনা-এর প্রতিনিধিত্বকারী
কোপা আমেরিকা
বিজয়ী ২০২১
তৃতীয় স্থান ২০১৯
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩ নভেম্বর ২০২০ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩ অক্টোবর ২০২০ তারিখ অনুযায়ী সঠিক।

লাউতারো জেভিয়ার মার্তিনেস (স্প্যানিশ উচ্চারণ: [lawtaà maàtines]; জন্ম ২২ আগস্ট ১৯৯৭) একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার [১] যিনি ইতালীয় ক্লাব ইন্টার মিলান এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একজন স্ট্রাইকার হিসেবে খেলেন।

তিনি তার জন্মভূমি আর্জেন্টিনায় তার ফুটবল কর্মজীবন শুরু যেখানে তিনি ২০১৫ সালে রেসিং ক্লাবে আত্মপ্রকাশ করেন । সেখানে তিনি চার মৌসুম অতিবাহিত করেন এবং লীগ এবংকোপা লিবার্টাডোরেস ক্লাবের প্রতিনিধিত্ব করেন, ২০১৮ সালে ইন্টার যোগদানের আগে ৬০ ম্যাচে ২৭ গোল করেন।

মার্তিনেস এর আগে বিভিন্ন যুব পর্যায়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন এবং ২০১৭ সালের দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ এবং ২০১৭ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ২০১৮ সালে তার সিনিয়র আন্তর্জাতিক অভিষেক, এবং ২০১৯ কোপা আমেরিকা সিনিয়র স্কোয়াড প্রতিনিধিত্ব করেন, যেখানে তার দল প্রতিযোগিতায় তৃতীয় স্থান হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Díaz Gámez, Martha Elena; Martínez-Castillo, Edgar (এপ্রিল ২০১৭)। "Identifique el caso"Atención Familiar24 (2): 93–94। আইএসএসএন 1405-8871ডিওআই:10.1016/j.af.2017.04.007