রেবেকা মমিন
রেবেকা মমিন | |
---|---|
নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৯ জানুয়ারি ২০১৪ – ১১ জুলাই ২০২৩ | |
পূর্বসূরী | লুৎফুজ্জামান বাবর |
উত্তরসূরী | সাজ্জাদুল হাসান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | নেত্রকোণা | ১৫ মে ১৯৪৭
মৃত্যু | ১১ জুলাই ২০২৩ স্কয়ার হাসপাতাল, ঢাকা | (বয়স ৭৬)
সমাধিস্থল | পারিবারিক কবরস্থান কাজিয়াহাটি গ্রাম, মোহনগঞ্জ, নেত্রকোণা |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | আবদুল মোমিন |
সন্তান | ১ মেয়ে |
পিতামাতা |
|
প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
রেবেকা মমিন (১৫ মে ১৯৪৭ – ১১ জুলাই ২০২৩) ছিলেন বাংলাদেশি একজন রাজনীতিবিদ। তিনি নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]রেবেকা মমিন ১৫ মে ১৯৪৭ সালের তৎকালীন ব্রিটিশ ভারিতের ময়মনসিংহের নেত্রকোণায় মোহনগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আশরাফ আলী খান এবং মাতার নাম কামরুন নাহার খানম।[২] তার স্বামী আবদুল মোমিন ছিলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, এই দম্পতীর এক মেয়ে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএ সম্মানসহ এমএ ডিগ্রি অর্জন করেন।[১]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]রেবেকা মমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি ১৯৬৯ এর গণআন্দোলনে নেতৃত্ব দেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।[১]
তিনি ২৯ ডিসেম্বর ২০০৮ সালে অনুষ্ঠিত নবম, ৫ জানুয়ারি ২০১৪ সালে অনুষ্ঠিত দশম ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৩][৪][৫][৬]
নবম জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, দশম জাতীয় সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং একাদশ জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।[১]
মৃত্যু
[সম্পাদনা]রেবেকা মমিন ১১ জুলাই ২০২৩ মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় ঢাকার স্কয়ার হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে কাজিয়াহাটি গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ "সংসদে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গৃহীত"। বাসস। ৩ সেপ্টেম্বর ২০২৩। ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ ক খ বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)। ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃষ্ঠা ২১৫। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।
- ↑ "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।
- ↑ "Constituency 160_10th_Bn"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।
- ↑ "নেত্রকোণা জেলা - জনপ্রতিনিধি : রেবেকা মমিন"। www.netrokona.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩-২০১৪"। সিএসবি নিউজ অনলাইন। ১৪ আগস্ট ২০১৬। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮।