যে তোমায় ছাড়ে ছাড়ুক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"যে তোমায় ছাড়ে ছাড়ুক"
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
রচিত১৩১২ বঙ্গাব্দ (১৯০৫ খ্রিষ্টাব্দ)
ধারারবীন্দ্র সঙ্গীত
গান লেখকরবীন্দ্রনাথ ঠাকুর

যে তোমায় ছাড়ে ছাড়ুক একটি রবীন্দ্র সঙ্গীত। এটি একটি দেশাত্মবোধক গান। এটি ১৯০৫ খ্রিষ্টাব্দে (১৩১২ বঙ্গাব্দ) বঙ্গভঙ্গ রোধ আন্দোলনের সমর্থনে লেখা হয়েছিল। এটির স্বরলিপিকার হলেন ইন্দিরা দেবী চৌধুরাণী[১][২]

প্রেক্ষাপট[সম্পাদনা]

রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯০ থেকে ১৯০১ খ্রিষ্টাব্দ পর্যন্ত কুষ্টিয়া, সিরাজগঞ্জনওগাঁয় পৈতৃক জমিদারির দেখাশোনা করার সময় গ্রাম্য সাধারণ মানুষদের চিন্তা-ভাবনা ও বাউল সঙ্গীত দ্বারা প্রভাবিত হন।[৩] যে তোমার ছাড়ে ছাড়ুক গানেও সেই সময়কার প্রভাব দেখা যায়।[৩] রবীন্দ্রনাথ ঠাকুর লালন শাহের পর গগন হরকরার গানেই সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন।

১৯০৫ খ্রিষ্টাব্দে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর গগন হরকরার আমি কোথায় পাব তারে গান অবলম্বনে আমার সোনার বাংলা গানটি রচনা করেন। পরবর্তীতে গগনেরই আরেকটি গান ও মন অসার মায়ায় ভুলে রবে অনুসারে যে তোমায় ছাড়ে ছাড়ুক গানটি রচনা করেন। হেমেন্দ্রমোহন বসুর “দ্য টকিং মেশিন হল”-এ গানটি রেকর্ড করা হয়।[৪]

অন্যান্য ব্যবহার[সম্পাদনা]

১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গানটি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দেয়। তপন মাহমুদ ১৯৭১ সালের জুলাই মাসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেওয়ার পর তার কণ্ঠে গানটি ধারণ করা হয় এবং ১৫ আগস্ট বেতার কেন্দ্র থেকে প্রথম প্রচার করা হয়।[৫][৬]

২০১৩ খ্রিষ্টাব্দে শাহবাগ প্রজন্ম চত্ত্বরে একাত্তরের যুদ্ধাপরাধ-বিরোধী আন্দোলন গণজাগরণ মঞ্চে উদীচী উদ্দীপনামূলক আয়োজন হিসেবে অন্যান্য দেশাত্মবোধক গানের সাথে এই গানটিও পরিবেশন করে।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Song je tomay chhare chharuk | Lyric and History"www.geetabitan.com। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৭ 
  2. "Rabindranath Tagore - Songs - swadesh - je tomay chhare chharuk"www.tagoreweb.in। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৭ 
  3. আনাম, খায়রুল (২৪ মে ২০১৯)। "রবীন্দ্রনাথের গানে বাউলের প্রভাব"। প্রথম আলো উত্তর আমেরিকা। ৮ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২০ 
  4. দাস, রূম্পা (৯ জানুয়ারি ২০১৯)। "অমলিন সুবাসের রূপকার"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২০ 
  5. হোসেন, ইমাম (২৮ মার্চ ২০১৯)। "Swadhin Bangla Betar Kendra was the heartbeat of occupied Bangladesh: Tapan" (ইংরেজি ভাষায়)। প্রথম আলো ইংলিশ। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২০ 
  6. ইসলাম, মনোয়ারুল (২৫ জানুয়ারি ২০১৯)। "Tapan Mahmud: A tryst with Tagore's temperance"। নিউ এজ। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২০ 
  7. "'পার পেয়ে যাবে এ কথা জেনে আজও তারা খুন করে'"। বাংলানিউজ২৪.কম। ৯ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]