আমরা পথে পথে যাব সারে সারে
অবয়ব
আমরা পথে পথে যাব সারে সারে একটি রবীন্দ্রসঙ্গীত। এটি একটি বাংলা দেশাত্মবোধক গান। এটি ১৯০৫ খ্রিষ্টাব্দে (১৩১২ বঙ্গাব্দ) রচিত। এটির স্বরলিপিকার হলেন ইন্দিরা দেবী চৌধুরাণী।[১][২] রবীন্দ্রনাথ ঠাকুর জীবিতকালে তাঁর স্বরচিত যে গানগুলো গ্রামোফোনে রেকর্ড করেছিলেন সেগুলোর মধ্যে এটি অন্যতম।[৩]
"আমরা পথে পথে যাব সারে সারে" | |
---|---|
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সঙ্গীত | |
ভাষা | বাংলা |
রচিত | ১৩১২ বঙ্গাব্দ (১৯০৫ খ্রিষ্টাব্দ) |
ধারা | রবীন্দ্রসঙ্গীত |
লেখক | রবীন্দ্রনাথ ঠাকুর |
গানের কথা
[সম্পাদনা]আমরা পথে পথে যাব সারে সারে,
তোমার নাম গেয়ে ফিরিব দ্বারে দ্বারে॥
বলব "জননীকে কে দিবি দান,
কে দিবি ধন তোরা কে দিবি প্রাণ'--
"তোদের মা ডেকেছে' কব বারে বারে॥
তোমার নামে প্রাণের সকল সুর
আপনি উঠবে বেজে সুধামধুর
মোদের হৃদয়যন্ত্রেরই তারে তারে।
বেলা গেলে শেষে তোমারই পায়ে
এনে দেব সবার পূজা কুড়ায়ে
তোমার সন্তানেরই দান ভারে ভারে॥
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Song amra pothe pothe jabo | Lyric and History"। www.geetabitan.com। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০২।
- ↑ "Rabindranath Tagore - Songs - স্বদেশ - আমরা পথে পথে (amra pathe pathe)"। www.tagoreweb.in। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০২।
- ↑ রবীন্দ্র-সঙ্গীত-কোষ, পৃ. ৩০-৩১