মেঘালয়ে ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেঘালয়ের মুসলিম
মোট জনসংখ্যা
আনু.১,৩০,৩৯৯ (২০২১)
(মোট জনসংখ্যার ৪.৪%)
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
পশ্চিম গারো পাহাড় - ১,০৬,৭৮৮
ভাষা
খাসিয়া, বাংলা

মেঘালয়ে ইসলাম একটি উঠতি ধর্ম। মুসলিম জনসংখ্যা ছিল আনুমানিক ১.৩ লাখ যা রাজ্যের মোট জনসংখ্যার ৪% এরও বেশি।[১] মেঘালয়ের অধিক মুসলিম পশ্চিম গারো পাহাড় জেলায় বসবাস করেন।[২]

ইতিহাস[সম্পাদনা]

কথিত আছে যে ১৩শ শতকের মাঝে মেঘালয়ের ভূখণ্ডে ইসলামের আগমন ঘটেছিল। ১৩০৩ খ্রিস্টাব্দে শাহ জালাল ও তাঁর শাগরেদরা লখনৌতির সুলতান শামসউদ্দীন ফিরোজ শাহের ফৌজের সাথে শ্রীহট্ট (যা মেঘালয়ের দক্ষিণে) জয় করেছিলেন। এর বাদে শাহ জালাল তাঁর শাগরেদদেরকে ইসলামি দাওয়াতের জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। তরফ (হবিগঞ্জ) জয় করার পরে শাহ আরেফীন রফিউদ্দীন উত্তরের খাসি ও জয়ন্তীয়া পাহাড় এলাকায় বসবাস শুরু করেছিলেন, যেখানে উনি স্থানীয় লোকদের কাছে ইসলাম প্রচার করেছিলেন। তাঁর খানকাহ এখনও পাওয়া যায় বাংলাদেশ-ভারত সীমান্তের সার্পিং (মেঘালয়) / লাউড়েরগড় (বাংলাদেশ) এলাকায়। তাঁর মাজারের অংশটি মেঘালয়ের লাউড় পাহাড়ে অবস্থিত।[৩]

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ ভারত আদমশুমারি অনুযায়ী মেঘালয়ের মুসলিম জনসংখ্যা মোট ১৩০৩৯৯। এর মধ্যে ৬৭৮২৭ পুরুষ এবং ৬২৫৭২ মহিলা। মেঘালয়ের মুসলিম বেশিরভাগ একটি গাঁওয়ালী সমাজ, ৮৮%-এর উপর গ্রামাঞ্চলে বাস করে।[১]

বিভাগ জেলা মোট জনসংখ্যা মোসলমান জনসংখ্যা %
খাসিয়া পাহাড় বিভাগ পূর্ব খাসিয়া পাহাড় ৮২৫৯২২ ১৪,১৮৫ ১.৭২%
পশ্চিম খাসিয়া পাহাড় ৩৮৩৪৬১ ১৫৩৩ ০.৪%
দক্ষিণ পশ্চিম খাসিয়া পাহাড় ১১০১৫২
পূবালী পশ্চিম খাসিয়া পাহাড় ১৩১৪৫১
রী ভৈ ২৫৮৮৪০ ১৮৩৮ ০.৭১%
জৈন্তিয়া পাহাড় বিভাগ পশ্চিম জৈন্তিয়া পাহাড় ২৭০৩৫২
পূর্ব জৈন্তিয়া পাহাড় ৩৯৫১২৪ ১৬৪৬ ০.৪২%
গারো পাহাড় বিভাগ উত্তর গারো পাহাড় ১১৮৩২৫
পূর্ব গারো পাহাড় ৩১৭৯১৭ ৩৩৫৯ ১.০৬%
দক্ষিণ গারো পাহাড় ১৪২৩৩৪ ১০৫০ ০.৭৪%
পশ্চিম গারো পাহাড় ৬৪৩২৯১ ১,০৬,৭৮৮ ১৬.৬০%
দক্ষিণ পশ্চিম গারো পাহাড় ১৭২৭৯৫
মেঘালয় (মোট) ২৯,৬৪,০০৭ ১,৩০,৩৯৯ ৪.৩৯%

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Population by religion community – 2011"Census of India, 2011। The Registrar General & Census Commissioner, India। ২৫ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Archived copy"thenortheasttoday.com। ৩১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২ 
  3. "উপজেলার পটভূমি"তাহিরপুর উপজেলা। ২১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৯