দক্ষিণ পশ্চিম গারো পাহাড় জেলা
দক্ষিণ পশ্চিম গারো পাহাড় জেলা জেলা South West Garo Hills | |
---|---|
মেঘালয়ের জেলা | |
![]() মেঘালয়ে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় জেলার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | মেঘালয় |
সদরদপ্তর | Ampati |
সরকার | |
• বিধানসভা আসন | 3 |
আয়তন | |
• মোট | ৮২২ বর্গকিমি (৩১৭ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ১,৭২,৪৯৫ |
• জনঘনত্ব | ২১০/বর্গকিমি (৫৪০/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | 56.7% |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
দক্ষিণ পশ্চিম গারো পাহাড় জেলা (ইংরেজি: South West Garo Hills district)[১] হচ্ছে ভারতের উত্তরপূর্ব দিকের প্রদেশ মেঘালয়ের ১১টি জেলার মধ্যে একটি জেলা। আমপাতি হচ্ছে এই জেলার জেলা সদরদপ্তর।[২]
জনসংখ্যা[সম্পাদনা]
২০১১ সালের শুমারি অনুসারে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় জেলার মোট জনসংখ্যা ১,৭২,৪৯৫ জন। এদের মধ্যে ৮৭,১৩৫ জন পুরুষ এবং ৮৫,৩৬০ জন নারী।[৩]
নদনদী[সম্পাদনা]
দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলায় রয়েছে জালুখালি নদী।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Meghalaya State Portal(http://meghalaya.gov.in:8080/megportal/district_details/20325 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ অক্টোবর ২০১৫ তারিখে)
- ↑ Civil Sub-divisions ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ আগস্ট ২০১৩ তারিখে, West Garo Hills District Administration
- ↑ District Statistical Office, West Garo Hills, Tura