খাসি ও জয়ন্তীয়া পাহাড়
খাসি-জয়ন্তীয়া পাহাড় | |
---|---|
আসাম প্রদেশ, ব্রিটিশ শাসিত ভারতের জেলা | |
১৯১২–১৯৪৭ | |
![]() বেঙ্গল গেজেটে খাসি ও জয়ন্তীয়া পাহাড়, ১৯০৭ | |
আয়তন | |
• 1901 | ১৫,৯৪৭ বর্গকিলোমিটার (৬,১৫৭ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• 1901 | 197904 |
ইতিহাস | |
• পূর্ববঙ্গ ও আসামের বিভাজন[১] | ১৯১২ |
১৯৪৭ |

খাসি ও জয়ন্তীয়া পাহাড় পূর্বে মূলতঃ আসাম এবং মেঘালয়ের অংশ হিসাবে থাকা পার্বত্য অঞ্চল।[২] এই অঞ্চল বর্তমান ভারতীয় রাজ্য মেঘালয়র (পূর্বর আসাম) অন্তর্গত। পূর্ব জয়ন্তীয়া পার্বত্য জেলা, পশ্চিম জয়ন্তীয়া পার্বত্য জেলা, পূর্ব খাসি পার্বত্য জেলা এবং পশ্চিম খাসি পার্বত্য জেলার বর্তমান এর অংশ।[৩]
জয়ন্তীয়া পাহাড়
[সম্পাদনা]জয়ন্তীয়া পাহাড় খাসি পাহাড়ের পূর্বে অবস্থিত। জয়ন্তীয়া জাতির এলাকা (উপজাতীয় অঞ্চল) সমূহের বারজন প্রধানকে দলৈ (Dolloi) হয় এবং স্থানটিকে তাঁদের নামে খাসিতে KA RI KHADAR DOLLOI বা "১২ জন উপজাতীয় প্রধানের অঞ্চল" বলা হয়।
তাঁদের উপরে জয়ন্তীয়াপুরের রাজার স্থান। তাঁর শীতকালের প্রাসাদ বর্তমানের বাংলাদেশে এবং জহকালির বাসস্থান আগের চুট্ঙ্গা থেকে নার্টিয়াঙে স্থানান্তরিত করা হয়েছে।
জয়ন্তীয়া পাহাড় আগে জয়ন্তীয়া পার্বত্য জেলার অংশ ছিল। ২০১২ সালের ৩১ জুলাইতে একে পূর্ব জয়ন্তীয়া পার্বত্য জেলা এবং পশ্চিম জয়ন্তীয়া পার্বত্য জেলায় ভাগ করা হয়েছে।
খাসি পাহাড়
[সম্পাদনা]খাসি পাহাড় গারো পাহাড়ের পূর্বে অবস্থিত। কুড়িটি ক্ষুদ্র অঞ্চলের (hima) বা তার চেয়েও ছোট অঞ্চলের বাইরে খাসি উপজাতির অন্য রাজকীয় শাসক নেই। বিভিন্ন উপায়ে বাছাই করা Siem বা Syiem নামের প্রধান সেগুলি শাসন করেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Khasi and Jaintia Hills"। ব্রিটিশ বিশ্বকোষ। 15 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 773–774।
- ↑ "The Assam Legislative Assembly"। ২৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।
- ↑ "Integration of the North East: the State Formation Process" (পিডিএফ)। ১৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০।
- ↑ Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Map of the Khasi states ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জুলাই ২০১২ তারিখে
- The Khasis by R.R.T.Gurdon; part 2