মিশিং স্বায়ত্তশাসিত পরিষদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিশিং স্বায়ত্বশাসিত পরিষদ
স্বায়ত্বশাসিত অঞ্চল
দেশ ভারত
রাজ্যঅসম
পরিষদ গঠন১৯৯৫
মুখ্য কাৰ্যালয়গোগামুখ, ধেমাজি জেলা
সরকার
 • ধরনস্বায়ত্বশাসিত পরিষদ
 • শাসকমিশিং স্বায়ত্বশাসিত পরিষদ
 • মুখ্য কাৰ্যবাহী অধিকর্তাপরমানন্দ চায়েঙীয়া
ভাষা
 • সরকারিমিশিং ভাষা
সময় অঞ্চলভারতীয় মান সময় (ইউটিসি+৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডIN-AS
ওয়েবসাইটwww.macassam.nic.in

মিশিং স্বায়ত্বশাসিত পরিষদ অসমের একটি স্বায়ত্বশাসিত অঞ্চলের পরিষদ। মিশিং জনগোষ্ঠীর উন্নয়ন এবং স্বায়ত্ব শাসনের জন্য অসম সরকার ১৯৯৫ সালে এই পরিষদ গঠনের অধিসূচনা জারি করেছিল। ২০০৫ সালে অসম সরকার এই পরিষদ গঠন করে। মিচিং জনজাতির অৰ্থনৈতিক, শৈক্ষিক, সামাজিক, সাংস্কৃতিক ও নৃগোষ্ঠীয় উন্নয়নের জন্য এই পরিষদ কাজ করে।।

এর বৰ্তমান মুখ্য কাৰ্যবাহী অধিকর্তা পরমানন্দ চায়েঙীয়া[১] এবং পরিষদের মুখ্য কাৰ্যালয় ধেমাজি জেলার গোগামুখে অবস্থিত।[২]

ব্ৰহ্মপুত্ৰ নদীসোবণশিরি নদীর মধ্যবর্তী ধেমাজি জেলা, শিবসাগর জেলা, লখিমপুর জেলামাজুলী জেলার অংশ নিয়ে মিশিং স্বায়ত্বশাসিত পরিষদ গঠিত। এই অঞ্চলে বসবাস করা মিশিং জনগোষ্ঠীর মানুষের দীৰ্ঘদিনের অভাব-অভিযোগ দূর করতে এই পরিষদ গঠন করা হয়েছিল।

এই পরিষদের প্ৰথম পরিষদীয় সাধারণ নিৰ্বাচন ২০১৩ সালে হয়েছিল।[৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List of the Executive Members along with their Designation and Port-folios." (পিডিএফ)macgov.in। Mising Autonomous Council। ২৮ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৫ 
  2. Rabha Council Act challenged in SC ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে , The Assam Tribune
  3. "First anniversary of Mising Autonomous Council"। Assam Tribune। ২১ নভেম্বর ২০১৪। ৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৫ 
  4. Assam tribal council polls today amid bandh call , Indian Express

বহিঃসংযোগ[সম্পাদনা]