লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ, কার্গিল
লাদাখ স্বায়ত্ত্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ, কার্গিল | |
---|---|
![]() | |
ধরন | |
ধরন | কার্গিল জেলা-এর স্বায়ত্ত্বশাসিত পার্বত্য পরিষদ |
নেতৃত্ব | |
মুখ্য কার্যনির্বাহী উপদেষ্টা | ফেরজ আহমেদ খান, জে কে এন সি |
গঠন | |
আসন | ৩০ |
![]() | |
রাজনৈতিক দল | জে কে এন সি (১০)
নির্দলীয় (৫)
বিজেপি (1)
জে কে এন সি (২)
মনোনীত (৪)
|
নির্বাচন | |
২৬ নির্বাচিত | |
৪ মনোনীত | |
সভাস্থল | |
কার্গিল | |
ওয়েবসাইট | |
http://kargil.nic.in/ |
লাদাখ স্বায়ত্ত্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ, কার্গিল একটি স্বায়ত্ত্বশাসিত পার্বত্য পরিষদ যা লাদাখের কার্গিল জেলার প্রশাসনের দায়িত্বে রয়েছে।[১]
ইতিহাস[সম্পাদনা]
১৯৯৫ খ্রিষ্টাব্দে লেহ জেলার প্রশাসনিক দায়িত্ব লাদাখ স্বায়ত্ত্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ, লেহ নামক স্বায়ত্ত্বশাসিত পার্বত্য পরিষদের ওপর ন্যস্ত করা হয়। ২০০৩ খ্রিষ্টাব্দে লেহ জেলা থেকে কার্গিল জেলাকে পৃথক করে মুফতি মহম্মদ সঈদের মুখ্যমন্ত্রীত্বে জম্মু ও কাশ্মীর সরকার কার্গিল জেলার জন্য লাদাখ স্বায়ত্ত্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ, কার্গিল গঠন করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের ফলে ২০০৩ খ্রিষ্টাব্দের জুলাই মাসে এই পরিষদ তৈরী হয়।
গঠনতন্ত্র[সম্পাদনা]
এই পরিষদ ৩০ জন উপদেষ্টা বা কাউন্সিলর নিয়ে গঠিত, যাঁদের মধ্যে ২৬ জন নির্বাচিত ও ৪ জন মনোনীত সদস্য। [১] এই পরিষদের কার্যনির্বাহী বিভাগ একজন মুখ্য কার্যনির্বাহী উপদেষ্টা ও চারজন কার্যনির্বাহী উপদেষ্টা নিয়ে গঠিত। মুখ্য কার্যনির্বাহী উপদেষ্টাই পরিষদের সভাপতি ও কার্গিল জেলার ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার। [১]
দল অনুযায়ী কাউন্সিলরগণ[সম্পাদনা]
- জে কে এন সি - ১
- ভারতীয় জাতীয় কংগ্রেস - ৫
- নির্দলীয় - ৮
- পিডিপি - ২
- বিজেপি - ১০
- মনোনীত - ৪
কার্যনির্বাহী পরিষদ[সম্পাদনা]
কার্যনির্বাহী পরিষদ দের বিভিন্ন পদাধিকারীরা হলেন:[২]
- ফেরজ আহমেদ খান - মুখ্য কার্যনির্বাহী উপদেষ্টা
- সৈয়দ মুজতাবা - সমাজকল্যাণ, উদ্যানপালন, হ্যান্ডলুম এবং প্রাণী ও ভেড়া পশুপালনের কার্যনির্বাহী কাউন্সিলর
- সৈয়দ আবাস রাজভি - সড়ক ও বিল্ডিং, মেকানিক্যাল, খাদ্য নাগরিক সরবরাহ, শিল্প, বাণিজ্য, সমবায়, মৎস্য ও তথ্যের কার্যনির্বাহী কাউন্সিলর
- পাঞ্চক টাশি - পল্লী উন্নয়ন, স্থানীয় সরকার, পর্যটন, হস্তশিল্প এবং জান্সকার বিষয়ের কার্যনির্বাহী কাউন্সিলর
- মোহম্মদ আলী চন্দন - স্বাস্থ্য, রাজস্ব, কৃষি, সংরক্ষণ, বনজ, বন্যজীবন এবং শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কাউন্সিলর
- বশির-উল-হক চৌধুরী - প্রধান নির্বাহী কর্মকর্তা / জেলা শাসক
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Ladakh Autonomous Hill Development Council, Kargil"। Union Territory of Ladakh। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০।