মায়ের অধিকার (১৯৯৬-এর চলচ্চিত্র)
মায়ের অধিকার | |
---|---|
![]() মায়ের অধিকার চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | শিবলি সাদিক |
প্রযোজক | শিবলি সাদিক |
রচয়িতা | জামান আখতার (সংলাপ) |
চিত্রনাট্যকার | শিবলি সাদিক |
কাহিনিকার | জামান আখতার |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আহমেদ ইমতিয়াজ বুলবুল |
চিত্রগ্রাহক | মাহফুজুর রহমান খান |
সম্পাদক | মুজিবুর রহমান দুলু |
প্রযোজনা কোম্পানি | রং তুলি কথাচিত্র |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
মায়ের অধিকার হল শিবলি সাদিক পরিচালিত ১৯৯৬ সালের প্রণয়মূলক নাট্যধর্মী চলচ্চিত্র। জামান আখতারের কাহিনি ও সংলাপে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন শিবলি সাদিক। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, শাবনাজ,[১] আলমগীর, ববিতা, ফেরদৌসী মজুমদার, ও হুমায়ুন ফরীদি।
কুশীলব[সম্পাদনা]
- সালমান শাহ - রবিন
- শাবনাজ - দিশা
- আলমগীর - শাহেদ সিদ্দিকী, রবিনের বাবা
- ববিতা - আশা সিদ্দিকী, রবিনের মা
- ফেরদৌসী মজুমদার - রবিনের দাদী
- হুমায়ুন ফরীদি
- আনোয়ার হোসেন - কালু দারোয়ান, আশার বাবা
- দিলদার
- নাসির খান - কামালউদ্দিন
- দুলারী চক্রবর্তী
- কবির খাঁ
- সমু চৌধুরী - সানি
- আলী আমজাদ
- সুজা খন্দকার - অধ্যাপক
- সৈয়দ আখতার আলী
- জ্যাকি আলমগীর
- আব্দুল করিম
সঙ্গীত[সম্পাদনা]
মায়ের অধিকার চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের কথা লিখেছেন বুলবুল ও মনিরুজ্জামান মনির। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, আগুন ও কনক চাঁপা।
সবগুলি গানের সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "তুই ছাড়া কে আছে আমার" | কনক চাঁপা | |
২. | "পিঁপড়া খাবে বড়লোকের ধন" | সুবীর নন্দী, এন্ড্রু কিশোর | |
৩. | "তুমি একটা চোর আমি একটা চোর" | রুনা লায়লা, এন্ড্রু কিশোর | |
৪. | "পালকিতে চড়াইয়া" | সুবীর নন্দী, কনক চাঁপা | |
৫. | "মেয়ে তো নয়রে পাগলি" | আগুন,রুনা লায়লা |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "২৭টি ছবিতে সালমানের নায়িকা ছিলেন যারা"। জাগোনিউজ২৪.কম। ৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মায়ের অধিকার (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে মায়ের অধিকার