বিষয়বস্তুতে চলুন

বিশ্বজিৎ চক্রবর্তী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিশ্বজিৎ চক্রবর্তী
২০২৪ সালে বিশ্বজিৎ চক্রবর্তী
জন্ম২৯ অক্টোবর ১৯৪৮
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৯০-বর্তমান

বিশ্বজিৎ চক্রবর্তী (জন্ম: ২৯ অক্টোবর, ১৯৪৮[] ) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি মূলত ভারতীয় বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। অশোক বিশ্বনাথন পরিচালিত শূন্য থেকে শুরু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তিনি কালোচিতা, বং কানেকশান, টিনটোরেটোর যীশু, অন্তরমহল, অটোগ্রাফ, বাই বাই ব্যাংকক, হরিপদ ব্যান্ডওয়ালা, কাহানী ২ সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

কর্মজীবন

[সম্পাদনা]

বিশ্বজিতের ডাক্তার বাবা নাট্যানুরাগী ছিলেন। ছোটবেলা কাকার ঘরে খাটের উপর তৈরী মঞ্চে পাগলা দাশুতে সর্বপ্রথম অভিনয় করেন। ১৯৮১ সালে ৫৩ বছর বয়সে তার বাবা মারা যান। রোজগারের তাগিদে তাকে কাজে নামতে হয়। তিনি একজন আয়কর পরামর্শদাতা। তার একজন গ্রাহক ছিলেন বিখ্যাত ক্যামেরাম্যান প্রেমেন্দু বিকাশ চাকী। তার রেফারেন্সেই বিশ্বজিৎ হায়দ্রাবাদে একটি সিরিয়ালে অভিনয় করেন। এর আগে তিনি প্রভাত রায়ের পাপী সিনেমায় অভিনয় করেছিলেন। ছবিটির প্রযোজক হিল্লোল দাস বিশ্বজিতের ক্লায়েন্ট ছিলেন।

উৎপল দত্তের কল্লোল নাটকে তিনি শার্দুল সিং-এর ভূমিকায় অভিনয় করেন। সেসময়ে উৎপল দত্ত বাদে সত্য বন্দ্যোপাধ্যায়, দীপ্তেশ বন্দ্যোপাধ্যায়, শোভা সেন প্রমুখ সেই নাটকে অভিনয় করেন।

চলচ্চিত্রের তালিকা ও টেলিভিশন

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা পরিচালক মন্তব্য
১৯৯০ পাপি মানুষটি টলিউডে অভিষেক
১৯৯৩ সুন্যা থেকে শুরু অভিনেতা বাবু
২০০১ হেমন্তের পাখি অভিনেতা
২০০৪ আবর আসবো ফেরে অভিনেতা
বাঁধন জিতের রিয়েলেটিভ
কালো চিতা মানুষ
২০০৫ শুভদৃষ্টি
অন্তরমহল পুরোহিত
২০০৬ অভিমন্যু অভিনেতা
বং সংযোগ অ্যান্ডির আত্মীয়
বিবার অধ্যক্ষ
প্রিয়টোমা জিতের রিয়েলেটিভ
২০০৭ দশ দিন পোর মানুষ
চান্দের বারী মানুষ
মহাগুরু অভিমন্যুর আত্মীয়
২০০৯ প্রেম আমার
পাখি
টিনটোরেটর জিশু মানুষটি
সোম মানে না রিয়ার বাবা
চতুরঙ্গ মানুষ
বাঁধন অভিনেতা টিভি সিরিজ
বোর আসবে একুনি মিথলির বাবা
টলি লাইটস
ক্রস সংযোগ ইমনের বাবা
পরান যাই জালিয়া রে আনার বাবা
লিভিং বিয়ন্ড দ্য লাইন বাংলা / ইংরেজি
পাগলের মতো বাঙালি
স্মৃতিদুর অবনী বাবু
চ্যালেঞ্জ অভির বাবা
অন্তহীন সাহা সাহেব
হাসি কুশি ক্লাব
জ্যাকপট পরিদর্শক
২০১০ বন্ধু তোমর
নোটবোর নোটআউট করবেট
রোজ ক্রেজি রোজ মশাই
কেল্লাফতে
অটোগ্রাফ মনোজ সরকার
প্রেম বাই চান্স
প্রতিদ্বন্দী
ব্যোমকেশ বক্সী আনন্দী বাবু
টার্গেট
লে চাক্কা আবিরের বাবা
গানের ওপারে প্রদ্যুম্ন লাহিড়ী
চেয়েছিলেন
বোধোত্ত্ব প্রযোজক রায়
হান্ডা আর ভোঁদা
মন জে কোরে উরু উরু
২০১১ গোসাইন বাগানের ভূত প্রধান শিক্ষক
রোমিও দিবাকর
জয় বাবা ভোলেনাথ
মনে পোরে আজো সে দিন
কোন দিন কোথাও মৃদুল রায়
কিশোর তনয়া
জানি দেখা হাওবে
হ্যালো মেমসাহেব অধ্যক্ষ
উরোচিথি মোহিত দাশগুপ্ত
আজব প্রেম এবং...
Icche জয়ন্তীর বাবা
শত্রু
নেকলেস কর্নেল বোস
বাই বাই ব্যাংকক
এগারো ক্লাবের চেয়ারম্যান মো
তাখোন ২৩
যোদ্ধা সুরিয়ার বাবা
বাইশে শ্রাবণ পাবলিক প্রসিকিউটর
কাটাকুটি অ্যাসাইলামে মেডিকেল সুপার
২০১২ জেখানে ভুতের ভয়
পাগলু ঘ দেবের বাবা
আওয়ারা উপেন্দ্র নারায়ণ / সূর্যের বড় ভাই
হেমলক সোসাইটি পুলিশ পরিদর্শক
গোরে গন্দগোল
আবর ব্যোমকেশ মাহেদার চৌধুরী
ভূতের ভবিষ্যত ব্রিগেডার যুধাজিৎ সরকার
100% ভালবাসা অভির দাদা
খোকাবাবু খোকার বাবা
২০১৩ মিশাওর রওহশ্যও সন্তুর বাবা
হাফ সিরিয়াস
দিওয়ানা অভির বাবা
২০১৪ বাদশাহী আংটি ধীরেন্দ্র চৌধুরী
ব্যোমকেশ ফেরে এলো বেণীমাধব
খেলা অভিমন্যুর বাবা
অভিশপ্ত নাইটি পুলিশ অফিসার
২০১৫ বেশ করেছি প্রেম করেছি আদিত্যর বাবা
শাজারুর কান্তা নৃপাল ত্রিপাঠী
জামাই ৪২০ পিতা
২০১৬ ডাবল ফেলুদা সত্যপ্রকাশ চৌধুরী ওরফে মিঃ দস্তুর
কাহানি ২: দুর্গা রানি সিংহ লালবাজার থানার ইন্সপেক্টর মো বলিউডে অভিষেক
জুলফিকার পুলিশ পরিদর্শক বিশেষ উপস্থিতি
কেলোর কীর্তি হরনাথ মিত্তির
পাওয়ার
কি কোরে তোকে বলবো ব্যারিস্টার বিশেষ উপস্থিতি
২০১৭ জীবন এক গানগ্রাম
ইয়েতি অভিজান সন্তুর বাবা আর্কাইভ ফুটেজ
সব ভুতুরে পরিতোষ মুখোপাধ্যায়
মেরি পেয়ারি বিন্দু চৌধুরী ড
ক্ষুধার্ত পাথর উজির খান সংক্ষিপ্ত চলচ্চিত্র
মন্দোবাসার গপ্পো শ্রীপর্ণার বাবা
এই তো জীবন পূজার বাবা
২০১৮ বাঘ বন্দি খেলা বাঘের বাড়ির মালিক
২০১৮ বিদায় ব্যোমকেশ মাহেদার চৌধুরী
দোতারা
রাজা রানী রাজী ইশার বাবা
ধরস্নান হারা বাবু
ব্যোমকেশ গোত্র মাহেদার চৌধুরী
ভালবাসা দিবস অনিকেত
জিও পাগলা জমিদার
২০১৯ দৃষ্টি
প্রেম আমার ২ জয়ার বাবা
জানবাজ
পরিনিতা মেহুলের বাবা
সতেরই সেপ্টেম্বর
২০২০ হুল্লোড়
অসুর গভর্নর
২০২১ টনিক
রাজনন্দিনী
প্রেমিকা
আবালম্বন
তুমিই আমার
জীবনের জন্য ভিক্ষা করুন
২০২২ কাদম্বরী আজও
দ্রৌপদী দ্য হরর নাইট
২০২৩ ঘাট প্রত্যয়ঘাট
প্রধান অভিজিৎ সেন
অন্য রূপকথা
নন্টে ফন্টে অনির্বাণ চক্রবর্তী
ভূতে বিশ্বাস করেন?
মিসেস আন্ডারকভার শ্বশুর
দত্তা রাশবিহারী নির্মল চক্রবর্তী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দত্তা অবলম্বনে
২০২৪ পলাশের বিয়ে প্রেমেন্দু বিকাশ চাকী
দারোগা মামুর কীর্তি নেহাল দত্ত
২০২৫ আনন্দী
প্রতীক্ষা দীপঙ্কর ভট্টাচার্য
বাঞ্ছা রামের মেসবাড়ী তরুণ মজুমদার
কোলেবর মৌমিতা মুখোপাধ্যায়
২০০৯-২০১৪ মা.... তোমায় ছাড়া ঘুম আশেনা সমরেশ চ্যাটার্জী
                                  ==টেলিভিশন==

তথ্যসূত্র== ==বহিঃসংযোগ

[সম্পাদনা]
  1. "Biswajit Chakraborty - FILMIO.IN"FILMIO.IN। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৭