বিশ্বজিৎ চক্রবর্তী
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। (মে ২০২১) |
বিশ্বজিৎ চক্রবর্তী | |
---|---|
জন্ম | ২৯ অক্টোবর ১৯৪৮ |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৯০-বর্তমান |
বিশ্বজিৎ চক্রবর্তী (জন্ম: ২৯ অক্টোবর, ১৯৪৮[১] ) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি মুলত ভারতীয় বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। অশোক বিশ্বনাথন পরিচালিত শূন্য থেকে শুরু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তিনি কালোচিতা, বং কানেকশান, টিনটোরেটোর যীশু, অন্তরমহল, অটোগ্রাফ, বাই বাই ব্যাংকক, হরিপদ ব্যান্ডওয়ালা, কাহানী ২ সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
কর্মজীবন
[সম্পাদনা]বিশ্বজিতের ডাক্তার বাবা নাট্যানুরাগী ছিলেন। ছোটবেলা কাকার ঘরে খাটের উপর তৈরী মঞ্চে পাগলা দাশুতে সর্বপ্রথম অভিনয় করেন। ১৯৮১ সালে ৫৩ বছর বয়সে তার বাবা মারা যান। রোজগারের তাগিদে তাকে কাজে নামতে হয়। তিনি একজন আয়কর পরামর্শদাতা। তার একজন গ্রাহক ছিলেন বিখ্যাত ক্যামেরাম্যান প্রেমেন্দু বিকাশ চাকী। তার রেফারেন্সেই বিশ্বজিৎ হায়দ্রাবাদে একটি সিরিয়ালে অভিনয় করেন। এর আগে তিনি প্রভাত রায়ের পাপী সিনেমায় অভিনয় করেছিলেন। ছবিটির প্রযোজক হিল্লোল দাস বিশ্বজিতের ক্লায়েন্ট ছিলেন।
উৎপল দত্তের কল্লোল নাটকে তিনি শার্দুল সিং-এর ভূমিকায় অভিনয় করেন। সেসময়ে উৎপল দত্ত বাদে সত্য বন্দ্যোপাধ্যায়, দীপ্তেশ বন্দ্যোপাধ্যায়, শোভা সেন প্রমুখ সেই নাটকে অভিনয় করেন।
চলচ্চিত্র
[সম্পাদনা]বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | মন্তব্য |
---|---|---|---|---|
২০২৪ | পলাশের বিয়ে | প্রেমেন্দু বিকাশ চাকী | ||
২০২৩ | ঘাট প্রত্যয়ঘাট | |||
প্রধান | অভিজিৎ সেন | |||
অন্য রূপকথা | ||||
নন্টে ফন্টে | অনির্বাণ চক্রবর্তী | |||
ভূতে বিশ্বাস করেন? | ||||
মিসেস আন্ডারকভার | শ্বশুর | |||
দত্তা | রাশবিহারী | নির্মল চক্রবর্তী | শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দত্তা অবলম্বনে | |
২০২২ | কাদম্বরী আজও | |||
দ্রৌপদী দ্য হরর নাইট | ||||
২০২১ | টনিক | |||
রাজনন্দিনী | ||||
প্রেমিকা | ||||
আবালম্বন | ||||
তুমিই আমার | ||||
জীবনের জন্য ভিক্ষা করুন | ||||
২০২০ | হুল্লোড় | |||
অসুর | গভর্নর | |||
২০১৯ | দৃষ্টি | |||
প্রেম আমার ২ | জয়ার বাবা | |||
জানবাজ | ||||
পরিনিতা | মেহুলের বাবা | |||
সতেরই সেপ্টেম্বর | ||||
২০১৮ | বাঘ বন্দি খেলা | বাঘের বাড়ির মালিক | ||
বিদায় ব্যোমকেশ | মাহেদার চৌধুরী | |||
দোতারা | ||||
রাজা রানী রাজী | ইশার বাবা | |||
ধরস্নান | হারা বাবু | |||
ব্যোমকেশ গোত্র | মাহেদার চৌধুরী | |||
ভালবাসা দিবস | অনিকেত | |||
জিও পাগলা | জমিদার | |||
২০১৭ | জীবন এক গানগ্রাম | |||
ইয়েতি অভিজান | সন্তুর বাবা | আর্কাইভ ফুটেজ | ||
সব ভুতুরে | পরিতোষ মুখোপাধ্যায় | |||
মেরি পেয়ারি বিন্দু | চৌধুরী ড | |||
ক্ষুধার্ত পাথর | উজির খান | সংক্ষিপ্ত চলচ্চিত্র | ||
মন্দোবাসার গপ্পো | শ্রীপর্ণার বাবা | |||
এই তো জীবন | পূজার বাবা | |||
২০১৬ | ডাবল ফেলুদা | সত্যপ্রকাশ চৌধুরী ওরফে মিঃ দস্তুর | ||
কাহানি ২: দুর্গা রানি সিংহ | লালবাজার থানার ইন্সপেক্টর মো | বলিউডে অভিষেক | ||
জুলফিকার | পুলিশ পরিদর্শক | বিশেষ উপস্থিতি | ||
কেলোর কীর্তি | হরনাথ মিত্তির | |||
পাওয়ার | ||||
কি কোরে তোকে বলবো | ব্যারিস্টার | বিশেষ উপস্থিতি | ||
২০১৫ | বেশ করেছি প্রেম করেছি | আদিত্যর বাবা | ||
শাজারুর কান্তা | নৃপাল ত্রিপাঠী | |||
জামাই ৪২০ | পিতা | |||
২০১৪ | বাদশাহী আংটি | ধীরেন্দ্র চৌধুরী | বাংলা | |
ব্যোমকেশ ফেরে এলো | বেণীমাধব | বাংলা | ||
খেলা | অভিমন্যুর বাবা | বাংলা | ||
অভিশপ্ত নাইটি | পুলিশ অফিসার | বাংলা | ||
২০১৩ | মিশাওর রওহশ্যও | সন্তুর বাবা | বাংলা | |
হাফ সিরিয়াস | বাংলা | |||
দিওয়ানা | অভির বাবা | বাংলা | ||
২০১২ | জেখানে ভুতের ভয় | বাংলা | ||
পাগলু ঘ | দেবের বাবা | বাংলা | ||
আওয়ারা | উপেন্দ্র নারায়ণ / সূর্যের বড় ভাই | বাংলা | ||
হেমলক সোসাইটি | পুলিশ পরিদর্শক | বাংলা | ||
গোরে গন্দগোল | বাংলা | |||
আবর ব্যোমকেশ | মাহেদার চৌধুরী | বাংলা | ||
ভূতের ভবিষ্যত | ব্রিগেডার যুধাজিৎ সরকার | বাংলা | ||
100% ভালবাসা | অভির দাদা | বাংলা | ||
খোকাবাবু | খোকার বাবা | বাংলা | ||
২০১১ | গোসাইন বাগানের ভূত | প্রধান শিক্ষক | বাংলা | |
রোমিও | দিবাকর | বাংলা | ||
জয় বাবা ভোলেনাথ | বাংলা | |||
মনে পোরে আজো সে দিন | বাংলা | |||
কোন দিন কোথাও | মৃদুল রায় | বাংলা | ||
কিশোর তনয়া | বাংলা | |||
জানি দেখা হাওবে | বাংলা | |||
হ্যালো মেমসাহেব | অধ্যক্ষ | বাংলা | ||
উরোচিথি | মোহিত দাশগুপ্ত | বাংলা | ||
আজব প্রেম এবং... | বাংলা | |||
ইচ্ছে | জয়ন্তীর বাবা | বাংলা | ||
শত্রু | ||||
নেকলেস | কর্নেল বোস | বাংলা | ||
বাই বাই ব্যাংকক | বাংলা | |||
এগারো | ক্লাবের চেয়ারম্যান মো | বাংলা | ||
তাখোন ২৩ | বাংলা | |||
যোদ্ধা | সুরিয়ার বাবা | বাংলা | ||
বাইশে শ্রাবণ | পাবলিক প্রসিকিউটর | বাংলা | ||
কাটাকুটি | অ্যাসাইলামে মেডিকেল সুপার | বাংলা | ||
২০১০ | বন্ধু তোমর | বাংলা | ||
নোটবোর নোটআউট | করবেট | বাংলা | ||
রোজ ক্রেজি রোজ | মশাই | বাংলা | ||
কেল্লাফতে | বাংলা | |||
অটোগ্রাফ | মনোজ সরকার | বাংলা | ||
প্রেম বাই চান্স | বাংলা | |||
প্রতিদ্বন্দী | বাংলা | |||
ব্যোমকেশ বক্সী | আনন্দী বাবু | বাংলা | ||
টার্গেট | বাংলা | |||
লে চাক্কা | আবিরের বাবা | বাংলা | ||
গানের ওপারে | প্রদ্যুম্ন লাহিড়ী | বাংলা | ||
চেয়েছিলেন | বাংলা | |||
বোধোত্ত্ব | প্রযোজক রায় | বাংলা | ||
হান্ডা আর ভোঁদা | বাংলা | |||
মন জে কোরে উরু উরু | বাংলা | |||
২০০৯ | প্রেম আমার | বাংলা | ||
ক্রস সংযোগ | ইমনের বাবা | বাংলা | ||
পরান যাই জালিয়া রে | আনার বাবা | বাংলা | ||
লিভিং বিয়ন্ড দ্য লাইন | বাংলা/ ইংরেজি | |||
পাগলের মতো বাঙালি | বাংলা | |||
স্মৃতিদুর | অবনী বাবু | বাংলা | ||
চ্যালেঞ্জ | অভির বাবা | বাংলা | ||
অন্তহীন | সাহা সাহেব | বাংলা | ||
হাসি কুশি ক্লাব | বাংলা | |||
জ্যাকপট | পরিদর্শক | বাংলা | ||
২০০৮ | পাখি | বাংলা | ||
টিনটোরেটর জিশু | মানুষটি | বাংলা | ||
সোম মানে না | রিয়ার বাবা | বাংলা | ||
চতুরঙ্গ | মানুষ | বাংলা | ||
বাঁধন | অভিনেতা | বাংলা | টিভি সিরিজ | |
বোর আসবে একুনি | মিথলির বাবা | বাংলা | ||
টলি লাইটস | ||||
২০০৭ | দশ দিন পোর | মানুষ | বাংলা | |
চান্দের বারী | মানুষ | বাংলা | ||
মহাগুরু | অভিমন্যুর আত্মীয় | বাংলা | ||
২০০৬ | অভিমন্যু | অভিনেতা | বাংলা | |
বং সংযোগ | অ্যান্ডির আত্মীয় | বাংলা | ||
বিবার | অধ্যক্ষ | বাংলা | ||
প্রিয়টোমা | জিতের রিয়েলেটিভ | বাংলা | ||
২০০৫ | শুভদৃষ্টি | বাংলা | ||
অন্তরমহল | পুরোহিত | বাংলা | ||
২০০৪ | আবর আসবো ফেরে | অভিনেতা | বাংলা | |
বাঁধন | জিতের রিয়েলেটিভ | বাংলা | ||
কালো চিতা | মানুষ | বাংলা | ||
২০০১ | হেমন্তের পাখি | অভিনেতা | বাংলা | |
১৯৯৩ | সুন্যা থেকে শুরু | অভিনেতা বাবু | বাংলা | |
১৯৯০ | পাপি | মানুষটি | বাংলা | টলিউডে অভিষেক |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Biswajit Chakraborty - FILMIO.IN"। FILMIO.IN। ২০১৭-০৭-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-০৩।