ভালচন্দ্র বাবাজী দীক্ষিত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভালচন্দ্র বাবাজি দীক্ষিত (৭ সেপ্টেম্বর ১৯০২ - ১৯৭৭) হলেন একজন ভারতীয় চিকিৎসক এবং ঔষধবিজ্ঞানী। তিনি অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান, নয়াদিল্লি প্রথম পরিচালক ছিলেন।[১] তিনি ১৯২৫ সালে বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস এবং ১৯২৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিপিএইচ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৩৩ সালে এমআরসিপিই এবং ১৯৩৪ সালে এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন।[২]

তিনি ১৯৬৫ সালে ভারতের সরকার কর্তৃক ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Bijlani, R.L.। "Professor Bhalchandra Babaji Dikshit (1902-1977)"AIIMS, New Delhi। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৪ 
  2. Dikshit, B. B. (১৯৩৪)। "Action of drugs on the central nervous system with special reference to acetyl choline" (ইংরেজি ভাষায়)। 
  3. "Padma Awards Directory (1954–2013)" (পিডিএফ)Ministry of Home Affairs। পৃষ্ঠা 30। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৪