ব্যবহারকারী আলাপ:Mehedi Jewel

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Meghmollar2017 কর্তৃক ১ বছর পূর্বে "এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২ হালনাগাদ #২" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২ হালনাগাদ #১[সম্পাদনা]

সুপ্রিয়, Mehedi Jewel
এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প উপলক্ষে আপনার তৈরি উত্তুরে গবেষণা দল নিবন্ধটি গৃহীত হয়নি। নিবন্ধটির অনুবাদ এখনও যান্ত্রিক এবং বাক্যগুলো সম্পূর্ণ বোধগম্য নয়। বাক্যগুলোকে পুনর্লিখন করুন। দরকারে ইংরেজির একটি বাক্যকে ভেঙে একাধিক বাক্যে রূপান্তর করুন। প্রথম লাইনটি আমি ঠিক করে দিচ্ছি। যেকোনো প্রয়োজনে আমার আলাপ পাতায় জানাতে পারেন। শুভেচ্ছা। — আদিভাইআলাপ০৮:৫০, ২৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সুইট পলি অলিভার নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য সুইট পলি অলিভার নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের জন্য বিচারধারার স১ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ এই পাতাটিতে পূর্বেও কখনো গঠনমূলক কোনো তথ্য সংযোজিত হয়নি, অথবা নিবন্ধের অধিকাংশ স্থানে স্পষ্টত অর্থহীন শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি যদি পরীক্ষা করার জন্য এই নিবন্ধটি তৈরী করে থাকেন, তবে অনুগ্রহ করে খেলাঘর পাতায় আপনার এই ধরনের পরীক্ষাগুলো সম্পন্ন করুন। এই বিষয়ে কোনো তথ্য জানার থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। —শাকিল (আলাপ · অবদান) ১৭:২৪, ২৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২ হালনাগাদ #২[সম্পাদনা]

সুপ্রিয়, Mehedi Jewel
এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প উপলক্ষে আপনার তৈরি করোনাভিলকু নিবন্ধটি গৃহীত হয়নি। আপনার নিবন্ধটি সম্পূর্ণভাবে অর্থবোধক হয়নি। নিবন্ধের বাক্যগুলোকে সংশোধন করুন, যাতে সেগুলো পড়ে অর্থ বুঝতে পারা যায়। এরপর আমার আলাপ পাতায় জানাবেন। শুভেচ্ছা। — আদিভাইআলাপ১২:৩৮, ১২ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পুনশ্চঃ নিবন্ধটি আপনার উপপাতায় স্থানান্তর করা হয়েছে। আপনি সেখানেই সম্পাদনা করতে পারেন। সম্পূর্ণ হলে আমাকে জানাবেন। আমি সেটি মূল নামস্থানে সরিয়ে আনতে পারব। — আদিভাইআলাপ১২:৩৯, ১২ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন