ব্যবহারকারী আলাপ:Jarin Tasnim Anika

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

এডিটাথনে আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় Jarin Tasnim Anika, মানবাধিকারের পক্ষে উইকি এডিটাথনে অংশগ্রহণ করতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ জানাই। আপনি নিবন্ধ তালিকা থেকে এক/একাধিক নিবন্ধ নির্বাচন করেছেন, যা নিয়ে পরবর্তীতে আর কাজ করেননি। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন, তাহলে ঐ সকল নিবন্ধে কাজ করতে পারেন, না হলে অন্যদের জন্য ঐ সকল নিবন্ধ উন্মুক্ত করে দেয়া হবে। অংকন (আলাপ) ১২:৩৮, ৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার অবদান রাখা নিবন্ধ, পাতি লাউডগা সাপ[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

শুভেচ্ছা নিন, আমি লক্ষ্য করেছি যে আপনি সম্প্রতি পাতি লাউডগা সাপ নামে একটি নতুন পাতা তৈরি করেছেন। প্রথমে, আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ জানাই; উইকিপিডিয়া সম্পূর্ণরূপে আপনার মতো স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টার উপর নির্ভর করে। দুর্ভাগ্যক্রমে, আপনার তৈরি পাতাটি এমন একটি বিষয়কে উপস্থাপন করে যার উপরে ইতিমধ্যে আমাদের লাউডগা নামে একটি পাতা রয়েছে। সদৃশতার কারণে, আপনার নিবন্ধটি দ্রুত অপসারণ করার জন্য ট্যাগ করা হয়েছে। দয়া করে লক্ষ্য করুন যে এটি ব্যক্তিগতভাবে আপনার সম্পর্কে কোনও মন্তব্য নয় এবং আমরা আশা করি আপনি উইকিপিডিয়া উন্নত করতে সহায়তা করা চালিয়ে যাবেন। আপনি যে নিবন্ধটি তৈরি করেছেন সেই বিষয়ে যদি আপনি আগ্রহী থাকেন তবে আপনি সম্ভবত লাউডগা নামের পাতায় সহায়তা করতে পারেন। যদি আপনার কাছে যোগ করার জন্য নতুন তথ্য থাকে, তবে আপনি তা নিয়ে নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করতে পারেন।

আপনি যদি মনে করেন যে আপনার তৈরি নিবন্ধটি পৃথক হিসেবে থাকা উচিত, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। — নাফিউল(আলাপ) ১৩:২৫, ১০ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

জলবায়ুর পক্ষে উইকি পদক[সম্পাদনা]

জলবায়ুর পক্ষে উইকি পদক
প্রিয় Jarin Tasnim Anika,
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষ্যে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ ও মানুষের উপর এর প্রভাব নিয়ে বাংলা উইকিপিডিয়ায় তথ্য বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত ‘মানবাধিকারের পক্ষে উইকি’ শীর্ষক বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় গুরুত্বপূর্ণ এ বিষয়াবলী সমৃদ্ধ করতে ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১৪:৪০, ১৫ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২[সম্পাদনা]

সুপ্রিয় Jarin Tasnim Anika,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]