ব্যবহারকারী আলাপ:ALMAS UDDIN ARAFAT

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: ALMAS UDDIN ARAFAT কর্তৃক ২ বছর পূর্বে "আমার জীবন" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম[সম্পাদনা]

আগস্ট 2021[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। সম্ভবত এটা আপনার ইচ্ছাকৃত ছিল না, কিন্তু আপনার সাম্প্রতিক সম্পাদনা আবুল আ'লা মওদুদী থেকে তথ্য মুছে ফেলেছে। লেখা মোছার সময়, অনুগ্রহ করে সম্পাদনা সারাংশ অংশে কারণ উল্লেখ করুন এবং বিতর্ক উদ্রেক করতে পারে এমন সম্পাদনা সম্পর্কে নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করুন। এটা যদি কোনো ভুল হয়ে থাকে, দুশ্চিন্তিত হবেন না; লেখা উদ্ধার করা হয়েছে, যেমনটা আপনি দেখতে পাবেন পাতার ইতিহাসে। এই বিশ্বকোষে কিভাবে অবদান রাখতে পারেন, এ বিষয়ে স্বাগত পাতাটি দেখুন, এবং আপনি যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। ধন্যবাদ। রিয়াজ (আলাপ) ১৫:৩৫, ১৪ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

দয়া করে, আপনার ধ্বংসাত্মক সম্পাদনা বন্ধ করুন। আপনি যদি উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা অব্যাহত রাখেন, যা আপনি এই আবুল আ'লা মওদুদী নিবন্ধে করেছেন, তবে আপনাকে সম্পাদনা করা থেকে বাধাদান করা হতে পারে। রিয়াজ (আলাপ) ১৬:১৮, ১৪ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আলমাস উদ্দিন আরাফাত নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য আলমাস উদ্দিন আরাফাত নামক পাতাটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের জন্য বিচারধারার স১ অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে, কারণ এই পাতাটিতে পূর্বেও কখনো গঠনমূলক কোনো তথ্য সংযোজিত হয়নি, অথবা নিবন্ধের অধিকাংশ স্থানে স্পষ্টত অর্থহীন শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি যদি পরীক্ষা করার জন্য এই নিবন্ধটি তৈরী করে থাকেন, তবে অনুগ্রহ করে খেলাঘর পাতায় আপনার এই ধরনের পরীক্ষাগুলো সম্পন্ন করুন। এই বিষয়ে কোনো তথ্য জানার থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। — নাফিউল(আলাপ) ১৫:৪৮, ৬ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আমার জীবন[সম্পাদনা]

আমি নিতান্ত এক ক্ষমতাহীন মানুষ। নিজেকে বেশি বিদ্যা বুদ্ধি সম্পন্নও মনে করি না তাই জ্ঞানের গরিমাও নেই।

আমি অল্পতে তুষ্ট থাকা মানুষগুলোর পর্যায়ে। কেউ এক পা আগালে দশ পা আগাই।

আমার পোনের বছরের এই ছোট্ট জীবনে নানা গলিপথে হাঁটতে হাঁটতে নানা শ্রেনী পেশার মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। চেনা-জানা, পরিচয়-বন্ধুত্ব...সম্পর্কের কত সমীকরণ দেখেছি। বেঈমানি, বিশ্বাস ঘাতকতা, মিথ্যা অপবাদ যেমন দেখেছি তারচেয়ে বেশিগুণ আমি মানুষের ভালোবাসা পেয়েছি। রক্তের সম্পর্ক নেই অথচ অনাত্মীয় কিছু মানুষ আমায় ভালোবেসেছে অসম্ভব। ভালোবাসে প্রবলভাবে।

আমার ভালো লাগে এই ভেবে যে, যখন কেউ কেউ বলে, "আমাদের ছেড়ে ওখানে একা কিভাবে থাকো ?..."। আমার হয়তো অসময়ে ডাকার মতো এমন পরিস্থিতি বা বিপদ হয়নি কিন্তু এই যে এভাবে বলা এটাই যেনো বেঁচে থাকার অক্সিজেন। মনে হয় কেউতো আছে...কেউতো বলছে। আশ্বাস দিচ্ছে, এইবা কম কি!

আমি কোন দলের অনুসারী নয় বা কোন দলকে সমথর্ন করি না। যারা দল করে তাদের মতো জনসেবকও নই। তবুও হাতেগোনা কিছু লোক আমাকে তাদের প্রার্থনায় রাখেন। পরশু একটা বন্ধু আমকে কল দিয়ে বলছে "আমাদের ছেড়ে ওখানে একা কিভাবে থাকো ?..." কথটি শুনার পর অজান্তেই চোখের কোনে জলের জমাট বেঁধেছে। মনে হয় জীবন অনেক সুন্দর...

"অতি তুচ্ছ পতঙ্গেরও অপূর্ব জীবন হয়তো শিশির কণারও আছে শুধু তার একান্ত-একা আনন্দেরই ক্ষণ..." ALMAS UDDIN ARAFAT (আলাপ) ১৬:২০, ৭ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন