ব্যবহারকারী আলাপ:দাউদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম

--সজীব (আলাপ) ১৭:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার মানোন্নয়নকৃত অক্সাইড নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]

সুপ্রিয় দাউদ,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২৩-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত অক্সাইড নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn@wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৯:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

O2 103.242.21.234 (আলাপ) ০০:৪৩, ২৬ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

প্রিয় দাউদ,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়ায় নতুনদের অভিজ্ঞতার উন্নতিতে আপনার মতামত কাম্য![সম্পাদনা]

সম্পাদনা-পরবর্তী বার্তা।

সুপ্রিয় @দাউদ: শুভেচ্ছা নেবেন। আমি লক্ষ্য করেছি যে আপনি উইকিপিডিয়ায় যুক্ত হয়ে নীড়পাতায় থাকা কিছু সহজ ধরনের সম্পাদনা নিয়ে কাজ করেছেন। আপনার এই প্রথম সম্পাদনাগুলোর জন্য ধন্যবাদ! আমি অংকন, উইকিমিডিয়া ফাউন্ডেশনের গ্রোথ দলের সাথে যুক্ত আছি, যারা এই পরামর্শকৃত সম্পাদনার নকশা করেছে। আপনার আগের অবদানের প্রেক্ষিতে নতুন একটি প্রকল্প নিয়ে আপনার পরামর্শ চাইছি আমরা।

আমরা চাই নতুন অবদানকারীরা সহজ কিছু পরামর্শকৃত সম্পাদনার কাজ করার পরে তুলনামূলক বড় ধরনের কাজ করতে উৎসাহিত হোক। আর তাই কিছু সহজ সম্পাদনার কাজ সম্পন্ন করার পরে আমরা পাশের ছবিটির মত বার্তা তাদেরকে দেখাতে চাইছি।

আমরা আপনার মতামত চাই নিম্নলিখিত দিকে:

  • এই নকশা কি নতুন ধরনের পরামর্শকৃত সম্পাদনা করতে আপনাকে উৎসাহ দিবে?
  • এই নকশার কোন দিকটা আপনার পরামর্শকৃত সম্পাদনা করতে উৎসাহিত করেছে?
  • এই নকশা নিয়ে কোনো প্রশ্ন বা মন্তব্য আছে?
  • বিশেষ:নীড়পাতার সরঞ্জামগুলো নিয়ে আপনার কোনো মন্তব্য আছে?

আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনার সময়ের জন্য ধন্যবাদ! Ankan (WMF) (আলাপ) ০৮:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩[সম্পাদনা]

সুধী, আপনি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে গিটহাব নিবন্ধটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। নাম লিখে গত ৭ দিনের বেশি সময়ে নিবন্ধটিতে আর কোনো কাজ করেন নি। তাই নিবন্ধটি অন্য প্রতিযোগীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পুনরায় কাজ করতে চাইলে আবার নাম যোগ করুন (যদি অন্য কেউ ইতোমধ্যে নাম যোগ না করে থাকে) অথবা তালিকা থেকে অন্য কোনো নিবন্ধ বাছাই করুন। শুভেচ্ছাসহ — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:২৩, ২০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

সুপ্রিয় দাউদ, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১৭:৪১, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৩ - ফরম পূরণ করুন[সম্পাদনা]

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ সম্প্রসারণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ও ফাহাদ (আলাপ) ২০:৩৯, ৪ জুন ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন![সম্পাদনা]

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:৪১, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় দাউদ,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]