ব্যবহারকারী:Musunny.95/ইলিয়াস হোসেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইলিয়াস হোসেন
জন্ম (1988-12-15) ১৫ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩৫)
জাতীয়তাবাংলাদেশ বাংলাদেশী
অন্যান্য নামসাংবাদিক ইলিয়াস
নাগরিকত্ববাংলাদেশ
পেশাসাংবাদিক , টেলিভিশন উপস্থাপক
যুগআধুনিক
প্রতিষ্ঠানএকুশে টেলিভিশন
পরিচিতির কারণবাংলাদেশের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ
উল্লেখযোগ্য কর্ম
একুশে টেলিভিশনে একুশের চোখ নামে অনুষ্ঠানের একজন সফল উপস্থাপক হিসাবে পরিণত করেছিলেন।
টেলিভিশনএকুশে টেলিভিশন , চ্যানেল ওয়ান , বিটিভি
প্রতিদ্বন্দ্বীবাংলাদেশ আওয়ামী লীগ
অপরাধের অভিযোগডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮
অপরাধীর অবস্থাপলাতক আসামী [১]
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

ইলিয়াস হোসেন একজন সুপরিচিত বাংলাদেশী সাংবাদিক [১][২][৩] যিনি একুশে টেলিভিশন তার অপরাধ প্রতিবেদন অনুষ্ঠান একুশের চোখ[৪] এর জন্য উল্লেখযোগ্য। সাম্প্রতিক সময়ে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বর্তমান সমস্যা নিয়ে তার লাইভ ভিডিও ব্লগিংয়ের জন্য মানুষের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছেন। তার "ইলিয়াস হোসেন" নামের একটি ইউটিউব আছে এখন চ্যানেলটি তে ২ মিলিয়ন ও অধিক সাবস্ক্রাইবার অর্জন করেছে।[৫][৬][৭][৮][৯]

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

ইলিয়াস হোসেন ১৯৮৮ সালে বাংলাদেশের গাজীপুরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার প্রথম জীবনে একজন টেলিভিশন উপস্থাপক হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং হৃদয় ও আত্মার চেষ্টা করেছিলেন অবশেষে তিনি নিজেকে একজন সফল টেলিভিশন উপস্থাপক হিসাবে পরিণত করেছিলেন। তিনি বিটিভির শিশু অনুষ্ঠান (নতুন কুঁড়ি) তে অংশ নিয়ে বিচারকদের নজর কাড়েন।

কর্মজীবন[সম্পাদনা]

ইলিয়াস হোসেন চ্যানেল ওয়ান দিয়ে ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলেন যা এখন চলছে না। এরপর তিনি একুশে টেলিভিশনে যোগ দেন এবং ‘একুশের চোখ’ নামে একটি অনুষ্ঠান শুরু করার পাশাপাশি দেশব্যাপী ব্যাপক আলোড়ন তোলেন। এই কর্মসূচির মাধ্যমে তিনি রাতারাতি সাফল্য পান।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

ব্যক্তিগত জীবনে ইলিয়াস হোসেন একজন বিবাহিত পুরুষ। এখন তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ব্লগিং এবং বাংলাদেশে বিপুল সংখ্যক ভক্ত ও অনুসারীর জন্য আরও উল্লেখযোগ্য।

সমালোচনা[সম্পাদনা]

বাংলাদেশের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলেন তার ইউটিউব চ্যানেলে এ ছাড়াও বাংলাদেশের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় প্রবাসী বাংলাদেশী সাংবাদিক ইলিয়াস হোসাইন গত ৩ সেপ্টেম্বর ‘স্ত্রী খুন, স্বামী জেলে, খুনি পেয়েছেন তদন্তের দায়িত্ব’ শিরোনামে একটি ভিডিও কনটেন্ট ইউটিউবে প্রকাশ করেন, যেখানে মিতু হত্যা,[১০] বাংলাদেশ পুলিশ, পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ও সাম্প্রদায়িক ইস্যুসহ বেশ কিছু বিষয় দেখানো হয়। বনজ কুমার ভিডিওটিকে আপত্তিকর এবং অসত্য দাবি করে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন এবং মামলার আবেদনে ভিডিওতে উপস্থাপিত তথ্যগুলোর প্রতিউত্তর হিসেবে তার বক্তব্য 'যুক্তি খণ্ডন' হিসেবে প্রদান করেন। এছাড়াও, পিবিআই কর্তৃক তদন্ত হওয়া নুসরাত হত্যা মামলার রায় পুনঃতদন্ত, আসামীদের মুক্তি ও বনজ কুমারের শাস্তির দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী, স্থানীয় আওয়ামিলীগ নেতৃবৃন্দ এবং আসামীর স্বজনরা।[১১][১২][১৩][১৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা"ঢাকা পোস্ট। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৩ 
  2. "মানহানির মামলায় দুই সাংবাদিকের কারাদণ্ড"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৩ 
  3. "ETV boss sent back to jail"thedailystar.net (ইংরেজি ভাষায়)। 
  4. "একুশে টেলিভিশনের চেয়ারম্যান আটক"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৩ 
  5. "ইলিয়াস হোসাইনের সম্পত্তি ক্রোকের নির্দেশ"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৩ 
  6. "ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা"দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৩ 
  7. "সাংবাদিক ইলিয়াসকে হাজির করতে যে নির্দেশ দিলেন আদালত"কালবেলা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৩ 
  8. "ইলিয়াস হোসাইনের সম্পত্তি ক্রোকের নির্দেশ"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৩ 
  9. "BNP Islamists spread propaganda videos that 'BJP-RSS have assigned Bangladeshi Hindu youth to entrap and sexually exploit Muslim girls'"hindupost.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৩ 
  10. "মিতু হত্যা"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৩ 
  11. "নুসরাত হত্যা মামলায় আসামিদের মুক্তির দাবিতে স্থানীয় আওয়ামী লীগের মানববন্ধন"দৈনিক নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৩ 
  12. "নুসরাত হত্যা মামলা : বনজ কুমারের শাস্তি চেয়ে আসামির স্বজনদের বিক্ষোভ (ভিডিও)"চ্যানেল ২৪ বিডি। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৩ 
  13. "নুসরাত হত্যা: হঠাৎ ভিন্ন সুরে উত্তাল সোনাগাজী"বাংলাভিশন। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৩ 
  14. "HC grants permanent bail to former SP Babul Akter in DSA case"thedailystar.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৩ 

বিষয়শ্রেণী:সাংবাদিক বিষয়শ্রেণী:বাংলাদেশী টেলিভিশন উপস্থাপক বিষয়শ্রেণী:টেলিভিশন উপস্থাপক বিষয়শ্রেণী:জাতীয়তা অনুযায়ী সাংবাদিক বিষয়শ্রেণী:পেশা অনুযায়ী বাংলাদেশী ব্যক্তি বিষয়শ্রেণী:বাংলাদেশে সাংবাদিকতা বিষয়শ্রেণী:বাংলাদেশী গণমাধ্যমের ব্যক্তি