আলাপ:সিলেটি ভাষা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সিলেটি "আঞ্চলিক" ভাষা হওয়া উচিত[সম্পাদনা]

নিবন্ধটির শিরোনাম "সিলেটি আঞ্চলিক ভাষা" হওয়া উচিত, কেননা এটা প্রথম সারির কোনো রাষ্ট্রীয় ভাষা নয়। তবে আমার জানা নেই, ভারতের বিভিন্ন প্রাদেশিক ভাষার ক্ষেত্রে নিবন্ধের শিরোনাম কিভাবে দেয়া হচ্ছে। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৪:১৪, ২৮ সেপ্টেম্বর ২০১০ (ইউটিসি)[উত্তর দিন]

কঠোর বাঙালি জাতীয়তাবাদ এবং রাজনৈতিক কারণে রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দেওয়া হচ্ছে না, কিন্তু এটা একটি আন্তর্জাতিক ভাষা এবং এটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ভাষা গুলোর মধ্যে একটি! আর পৃথিবীর সমস্ত ভাষাই আঞ্চলিক ভাষা, কেননা যে কোনো অঞ্চলেই তাদের জন্ম বা উদ্ভব হয়েছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে মৌলিক ভাষা গুলোর মধ্যে এটি একটি। অথচ বাংলা এমন একটি ভাষা যার নিজস্ব বর্ণমালাই নেই, পূর্বি নাগরী বর্ণমালাকে বাংলা ভাষা এবং অসমীয়া ভাষা গ্রহণ করেছে! 103.230.107.6 (আলাপ) ২৩:২৯, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

নাগরি লিপি প্রাচুর্য কমিয়ে বাংলা লিপির প্রয়োগ[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: অজ্ঞাত কোনো ব্যক্তি দ্বারা কিছুক্ষণ আগে অধিকাংশ সিলেটি নাগরী লিপি কে বাংলা লিপি তে রূপান্তরিত করতে দেখলাম এবং তা শীঘ্র পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আপনার সম্পাদনাও চোখে পরলো। হতে পারে এটি একটি বিতর্কিত বিষয়, তৎসত্ত্বেও সরকারিভাবে সিলেটি ভাষা (তথা উপভাষা) লেখার জন্য নাগরী লিপির কোনো অবস্থান নেই। শুধু তাই নয় ভারত ও বাংলাদেশে অবস্থিত এর সিংহভাগ ছিলটি (সিলেটি) লোকই এই লিপি সাথে পরিচিত নন। সে ক্ষেত্রে একটি অপরিচিত লিপির অত্যধিক ব্যবহার কমিয়ে বাংলা লিপি ব্যবহার করাই শ্রেয় নয় কি? হ্যাঁ অবশ্যই সিলেটি নাগরী লিপি থাকুক কিন্তু বাংলাকে ব্যতিরেকে নয়। আমার আবেদন আলোচনা পূর্বক আপনি এবং অন্যান্য সম্পাদকমন্ডলী এই বিষয়ে নিষ্পত্তি করুন। ধন্যবাদ - শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ২০:৪৩, ২৭ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@শরদিন্দু ভট্টাচার্য্য: ছকে নাগরি লিপির পাশের কলামে বাংলা দেয়া আছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:১৪, ২৭ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: সে তো প্রমিত বাংলা রয়েছে৷ আঞ্চলিকভাবে যা বলা হয় তা লেখা নেই৷ যেমন ধরুন: ভালো আছেন? কে সিলেটি নাগরী তে ভালা আছৈন নি? লেখা, এই লেখাটা বাংলা অক্ষরে লেখার কথা বলছিলাম৷ বন্ধনীতে নাগরী লিপি থাকুক কিন্তু আঞ্চলিকভাবে বলা পুরো বাক্যটাই এমন এক লিপিতে যেটা বেশির্ভাগ স্থানীয় লোকই বোঝে না৷ শুধু সিলেটি কেন অন্যান্য বাংলাভাষীদের জন্যও তো বাংলা উইকিপিডিয়া, তবে তাদের ক্ষেত্রে কি সিলেটে আঞ্চলিকভাবে কাকে কি বলা হয় তা জানার অধিকার নেই! - শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ০৬:০৬, ২৮ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@শরদিন্দু ভট্টাচার্য্য: সেক্ষেত্রে নাগরি লিপিতে ও নিচে বাংলা লিপিতে উচ্চারণ দেয়া যায়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩২, ২৮ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]