বিষয়বস্তুতে চলুন

আলাপ:আহলুল হাদীস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: বাসিরুল বিল্লাহ কর্তৃক ১ বছর পূর্বে "ভুল ইংরেজি নিবন্ধের সাথে সংযুক্ত করা হয়েছে।" অনুচ্ছেদে

বিষয়শ্রেণী প্রসঙ্গে

[সম্পাদনা]
@S Shamima Nasrin: আপু, ইসলাম বিষয়শ্রেণীটি মুল বিষয়শ্রেণী এবং আমার মনে হয় একটু হিসাব করে ব্যবহার না করলে খুবই ভারী হয়ে যাবে (এবং ইতিমধ্যে যাচ্ছে বলা যায়)। আমি তাই চেষ্টা করছি খুব প্রয়োজনীয় ব্যতীত অপর সকল নিবন্ধ থেকে একে বিচ্ছিন্ন রাখতে। আমার চেষ্টা ভুল হয়ে থাকতেই পারে এবং সেক্ষেত্রে সংশোধন গ্রহণ করে নিব। এখানে আপনার আমার সর্বশেষ সম্পাদনা প্রত্যাখ্যানের বিপক্ষে আমার যুক্তিঃ
  1. এটি অবশ্যই ইসলামী পরিভাষা কারন ইসলাম ব্যতীত এর ব্যবহার নাই।
  2. ইসলামের চার প্রসিদ্ধ ইমামের মুল মতামতের বাইরে থেকে নিরপেক্ষভাবে সকল নিয়ম মেনে চলে সুতরাং একে অবশ্যই পৃথকভাবে ইসলামী ধর্মতত্ত্ব বলতে হবে।
  3. মুসলিম বিষয়শ্রেণীটি ব্যাক্তি বাচক হিসাবে ব্যবহার ভাল, নইলে অনেক প্রশ্নবিদ্ধ হবার সুযোগ থাকে (আমার মূল সারকথা অনুধাবনের অনুরোধ থাকল, তর্কে যাতে চাইনা)
  4. এটি ঐতিহাসিক কোন বিষয় বা আলোচনা নয় সুতরাং ইসলামের ইতিহাস যুক্তিযুক্ত নয় বলে আমি মনে করি।

যেকোন প্রকার ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রেখে আমার মতামত প্রকাশ করলাম, আপনি পরবর্তী বিবেচনায় মতামতের অনুরোধ থাকল।-মাহ্‌ফুজ (আলাপ) ১০:৩৪, ১৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@Abu Sayeem Mahfooz Khan: জ্বি, ইসলামী পরিভাষা বিষয়শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া উচিৎ। আমি "ইসলামিক পরিভাষা" ও "ইসলামের ধর্মতত্ত্ব" খুঁজছিলাম। এই নামের বিষয়শ্রেণী না পাওয়াতে এড করা হয়নি। এটা আমারই ভুল হয়েছে, আরো কয়েকটি সমবিষয়ের নিবন্ধ দেখে বিষয়শ্রেণী বসানো উচিৎ ছিল। মুসলিম বিষয়শ্রেণীর ব্যাপারে আপনার যুক্তি ঠিক আছে।

ইসলাম বিশাল ডাল-পালা ছড়িয়ে বিস্তার করেছে তাই এই বিষয়শ্রেনী ভারী হওয়াটাই কি স্বাভাবিক না? এই নিবন্ধেই একটি শক্তিশালী ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে, যা ইসলামের সাথে সম্পৃক্ত। তাই ইসলামের ইতিহাস বিষয়শ্রেণী থাকা উচিৎ বলে মনে করি। এরপরেও এই ব্যাপারে জ্ঞান রাখেন এমন কারো সাজেশন এখানে নেয়া যেতে পারে। ধন্যবাদ যোগাযোগ করার জন্য। শুভকামনা রইল। S Shamima Nasrin (আলাপ) ১৪:২৬, ১৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

জানুয়ারি ২০২১

[সম্পাদনা]

কেউ যদি অনুবাদ করে তাহলে অনুবাদের মিল আছে কিনা চেক করতে হবে। আজেবাজে লিখে এটি পরিপূর্ণ করা হয়েছিল। - ওয়াইস আলাপ ১৯:১৮, ১৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

শিরোনাম

[সম্পাদনা]

@Safi Mahfouz, @Yahya, @Owais Al Qarni এই নবন্ধটি আহলে হাদিস সম্প্রদায়/আন্দোলনকে নিয়ে লেখা। ইংরেজি ও আরবিতে আহল-আল হাদিস লেখা আছে। কিন্তু বাংলাদেশে এই আন্দোলন বা জনগোষ্ঠী আহলে হাদিস নামে পরিচিত। নামটা সেভাবেই পরিবর্তন হওয়া দরকার। আপনাদের সাথে আলোচনা হওয়া দরকার। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০২:২০, ১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Prodipto Deloar: আহলে হাদিস আর আহলুল হাদিস উভয়টিই সঠিক। প্রথমটি প্রচলিত রূপ হিসেবে এবং দ্বিতীয়টি মূল আরবি রূপ হিসেবে। তাই বিদ্যমানটিই রেখে দিন এবং আহলে হাদিস নামটি এতে পূনর্নির্দেশ করে দিন। কারণ উইকি সর্বদা প্রচলিত রূপ থেকে মূল রূপটিকেই অধিক প্রাধাণ্য দিয়ে থাকে।• — সাফি মাহফুজ 《ডাকঘর》 ০৫:০০, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
উল্লেখ্য, এটি শুধুমাত্র বাংলাদেশী একটি জনগোষ্ঠী সম্পর্কে নয়। অন্যান্য দেশেও এই মতাদর্শের অনুসারী রয়েছে। তাই বাংলাদেশে ব্যবহৃত নামটিকে প্রাধাণ্য দেয়া উচিত হবেনা।• — সাফি মাহফুজ 《ডাকঘর》 ০৫:০৪, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Safi Mahfouz শ্রদ্ধেয় মাহফুজ ভাই! WP:TITLE অনুসারে নিবন্ধের নাম হবে প্রচলিত রূপে। এর মূল শব্দ কী সেটা লঘু গুরুত্ব পাবে। আর এটা উপমহাদেশের একটি জনগোষ্ঠী হলেও, বাংলা ভাষায় (বাংলাদেশ, কলকাতা) কি নামে পরিচিত সেইনামে স্থানান্তর করতে হবে নিয়মানুসারে। কারণ বাংলা উইকির পাঠক বাংলাভাষার জনগোষ্ঠী। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৫:৪১, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Prodipto Deloar: আহলুল হাদিস আর আহলে হাদিস দুটির মধ্যে তেমন কোন পার্থক্য নেই। উভয়টিই সমার্থক। শুধু প্রথম রূপটি আরবি উচ্চারণরীতি অনুসারে এবং দ্বিতীয়টি ফারসি উচ্চারণরীতি অনুসারে। আবার এমনটিও নয়, যে আহলুল হাদিস বললে কেউ বুঝবেনা। তবে প্রচলিত নিয়ম অনুসারে আহলে হাদিস নামে স্থানান্তর করা যায়। আর আমি পূর্বেও বলেছি যে উভয়টিই সঠিক। তবে আহল এবং হাদিস শব্দদুটি আরবি, তাই আরবি উচ্চারণরীতি অনুসারে আমি আহলুল হাদিসকেই প্রাধাণ্য দিব। অন্যদের মতামত কাম্য। • — সাফি মাহফুজ 《ডাকঘর》 ০৬:৫১, ৫ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ভুল ইংরেজি নিবন্ধের সাথে সংযুক্ত করা হয়েছে।

[সম্পাদনা]

এই প্রবন্ধটিকে ইংরেজি নিবন্ধ Non-denominational Muslim - Wikipedia এর সাথে বাংলা অনুবাদ হিসেবে যুক্ত করা হয়েছে। যা প্রকৃত পক্ষে এই নিবন্ধের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এই নিবন্ধটির প্রকৃত ইংরেজি নিবন্ধ হলো Ahl al-Hadith - Wikipedia যেটির ভাষা মেন্যুতে গেলে আবার দেখা যায় আহলুল হাদীস - উইকিপিডিয়া (wikipedia.org) নামক একই নামে আরেকটি নিবন্ধের সাথে সংযুক্ত করা। এই বিষয়টির একটি সমাধান করা প্রয়োজন। @MdsShakil

বাসিরুল বিল্লাহ (আলাপ) ০৮:৪১, ১৫ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন