উইকিপিডিয়া:অধিকারের আবেদন/স্বয়ংক্রিয় পরীক্ষক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা ZI Jony (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৩৫, ৫ জুলাই ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (revert)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

স্বয়ংক্রিয় পরীক্ষণ

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)

Nafiur14

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

বাংলা উইকিপিডিয়ায় আমার ৩৭০০+ সম্পাদনা রয়েছে এছাড়া নিরীক্ষক ও রোলব্যাক অধিকারটি আমার রয়েছে যার দরুন অধিকার দুটি প্রয়োগ অর্থাৎ কোনো পাতা রোলব্যাক করার পরেও তা অন্য কোনো ব্যবহারকারীকে পরীক্ষা করতে হয়। যদি আমি এই অধিকারটি পেতাম তবে অন্য ব্যবহারকারীকে আর কষ্ট করে আমার সম্পাদনাগুলোকে পরীক্ষা করতে হতো না। একজন মহাপুরুষ (আলাপ) ১১:০৭, ১৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশ্ন: সম্প্রতি আপনি হিমু সিরিজের যে নিবন্ধগুলো তৈরি করেছেন এবং সবগুলোতে যে কমন তথ্যসূত্র উল্লেখ করেছেন। সেগুলো নিশ্চিতভাবেই কোন নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণ করে না। আমার প্রশ্ন হলো, আপনি কি আমাকে একটু ব্যাখ্যা করতে পারবেন তথ্যসূত্রগুলো কেন নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণ করে না? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৮, ১৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan:তথ্যসূত্রগুলো নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণ করে না কারণ প্রথমটি চরিত্রের উল্লেখযোগ্যতা প্রমাণ করে পরেরটি হিমু সিরিজ সম্পর্কে লেখা। এজন্য নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমান করে না। একজন মহাপুরুষ (আলাপ) ১৮:১৬, ১৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Wiki Ruhan

  • অনুরোধের অবস্থা:    সফল

উইকিপিডিয়ার বিশাল ও সমৃদ্ধ তথ্যভান্ডারের কাছে আমার জ্ঞানের দীনতা স্বীকার করেই বলছি। আমাদের বাংলা উইকিপিডিয়ায় একই সাথে এডিট করে চলেছে হাজারো অভিজ্ঞ-অনভিজ্ঞ উইকিপিডিয়ান। তাদের এডিটকৃত পেজগুলোকে পরীক্ষা ও নিরীক্ষা করতে আপনাদের বেশ বেগ পেতে হয় তা স্পষ্ট। তেমনি আমার এডিটগুলোকে ও পরীক্ষিত হওয়ার জন্য পেরোতে হয় অনেক সময়। আমি উইকিপিডিয়ার নিয়ম-কানুন ও স্বয়ংক্রিয় পরীক্ষকের দায়িত্ব সমন্ধে পড়েছি, জেনেছি, বুঝেছি এবং যথেষ্ট অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করেছি। বিগত ৬ মাস ধরে সক্রিয়ভাবে উইকি নিয়ম মেনে পেজ তৈরি ও এডিট করছি, ভবিষ্যতেও করব। তাই যদি আমাকে যোগ্য বলে মনে হয় তবে বাকি উইকিপিডিয়ানদের পরীক্ষণ এর কষ্ট ও ঝামেলা নিরসন হবে, আর উইকিপিডিয়ার সমৃদ্ধির গতি হবে আরো বেশি। আর যদি যোগ্য না হই তবে যোগ্যতা অর্জনের জন্য একটু সময় ও উৎসাহ দিলে খুশি হব। -- রুহান (আলাপ) ১৬:৩৯, ১৭ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ০০:১৩, ৩০ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

TowfiqSultan

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

যে কারণে আমি এই অধিকার পেতে ইচ্ছুক। আমি অনেক দিন যাবত উইকিপিডিয়ার সাথে যুক্ত আছি। আমি এখন উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে অবগত। তাই উইকিপিডিয়া কে আরও সাহায্য সহযোগিতা করার জন্য এবং অভিজ্ঞতা জ্ঞান অর্জনের জন্য আমি এই অধিকার পেতে ইচ্ছুক TowfiqSultan (আলাপ) ০৫:০৭, ১ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি। আপনি গণহারে সবগুলো অধিকারের আবেদন করেছেন অর্থাৎ অধিকারগুলো কি কাজে লাগে সে সম্পর্কে দয়া করে প্রথমে পড়ুন এবং প্রয়োজন অনুসারে অধিকারগুলো প্রদান করা হয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৩৯, ১ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]