ব্যবহারকারী আলাপ:TowfiqSultan

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অপসারণ[সম্পাদনা]

আপনার তৈরিকৃত সংক্ষিপ্ত পশ্ন উত্তর পাতাটির উইকিতে গ্রহনীয় নয়। তাই পাতাটি অপসারণ করা হবে।—রুহান (আলাপ) ০৫:২২, ২৬ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

কৃতজ্ঞতা[সম্পাদনা]

ধন্যবাদ ভাই TowfiqSultan (আলাপ) ১৫:৩২, ২৩ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]



ভুল সংশোধন[সম্পাদনা]

ভাই কোনো ভুল হলে সংশোধন করে দিয়েন। TowfiqSultan (আলাপ) ২২:১০, ২৩ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ[সম্পাদনা]

ধন্যবাদ

আলাপ পাতা[সম্পাদনা]

আলাপ পাতা টেমপ্লেট[সম্পাদনা]

সুপ্রি ! 

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:

কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:

  • উইকিপিডিয়ার বর্তমান লক্ষ্যগুলোর অন্যতম হলো আবশ্যকীয় নিবন্ধগুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যে-কোনো একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • কি-বোর্ডের Alt + Shift + X চাপুন, বা ‘অজানা যে-কোনো পৃষ্ঠা’ লিঙ্কে ক্লিক করুন। যে-কোনো একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সাহায্য নিতে পারেন। এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে ‘অন্যান্য ভাষাসমূহ’-এর তালিকা থেকে English-এ ক্লিক করুন।
  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ সম্পর্কিত দিকনির্দেশনাগুলো পড়ে নিন।
  • উইকিপিডিয়ানদের সাথে আলাপ করতে তাঁদের আলাপ পাতা ব্যবহার করুন অথবা সরাসরি চ্যাটের সুবিধা নিতে পারেন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবেন। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক সম্পর্কিত পাতার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের স্বাক্ষর আইকন চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে নাম স্বাক্ষর করুন। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে অভ্যর্থনা কমিটির যে-কোনো সদস্যকে প্রশ্নটি করুন, বা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্নটি লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা!

বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১০:৫৩, ৯ জুন ২০১৯ (ইউটিসি) |}  তৌফিক সুলতান  কথোপকথন ১০:৫৩, ৯ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


তৌফিক সুলতান[সম্পাদনা]

আমার মনে হয় সংক্ষিপ্তপ্রশ্ন উত্তর পাতাটি রাখা দরকার সাধারণ মানুষের কাজে আসতে পারে TowfiqSultan (আলাপ) ০৭:২২, ২৬ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

যদি সত্যি তাই মনে হয় তবে আমার কোনো আপত্তি নেই। TowfiqSultan (আলাপ) ০৭:৩৫, ১ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞান[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে যান্ত্রিক বা গুগল ট্রান্সলেটরের অনুবাদ ব্যবহার করা যাবে না। আপনার উপরের তৈরি নিবন্ধটিতে যান্ত্রিক অনুবাদ ছিলো এবং অপসারণ করা হয়েছে। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে যান্ত্রিক অনুবাদ যুক্ত করবেন না। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৫২, ৪ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

মানবিক[সম্পাদনা]

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে যান্ত্রিক বা গুগল ট্রান্সলেটরের অনুবাদ ব্যবহার করা যাবে না। আপনার উপরের তৈরি নিবন্ধটিতে যান্ত্রিক অনুবাদ ছিলো এবং অপসারণ করা হয়েছে। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে যান্ত্রিক অনুবাদ যুক্ত করবেন না। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:২৯, ১২ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

অসম্পুর্ণ টেমপ্লেট[সম্পাদনা]

ভাই, আশা করছি আপনি ভালো আছেন এবং আপনার উইকিসময়কে যথার্থভাবে উইকিউপভোগ করছেন। আপনার মূল্যবান অবদান উইকিপিডিয়ায় অনেক উন্নতি সাধন করেছে। তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে আপনি কিছু কিছু নিবন্ধের শেষে অসম্পূর্ণ টেমপ্লেট যোগ করার সময়, তা আপনার জন্য বার্তা নামক এক টি অনুচ্ছেদে যোগ করছেন যা করা অনাবশ্যক। কেননা টেমপ্লেটটিতে ব্যবহারকারীদের জন্য নির্দেশনা রয়েছে। সুতরাং বাড়তি কষ্ট করে ততটুকু কোড না লিখলেও চলবে। এছাড়াও অনুচ্ছেদটি দেখতেও একটু কেমন কেমন লাগে। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। আবারো আপনাকে যে কোন প্রকাশ অবদানে এবং মূলক কার্যক্রমে উইকিপিডিয়ায় স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ নকীব সরকার বলুন... ১৩:২২, ২৮ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

শুভেচ্ছা নিন। আমি এটির সাথে আরেকটি কথা যুক্ত করতে চাই। তথ্যসূত্র বর্তমানে যে https://archive.today/20120805080826/http://www.lged.gov.bd/ দিচ্ছেন তা দিবেন না কারণ আমি উক্ত ইউনিয়ন উক্ত তথ্যসূত্রের কোথাও দেখছি না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩২, ২৮ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
আরো দুটি জিনিস। নিবন্ধে অনুচ্ছেদ যোগের সময় দুটি সমানচিহ্ন দিবেন। মানে উদাহরণস্বরূপ =ইতিহাস= এর বদলে ==ইতিহাস== লিখবেন। আর নিবন্ধ সম্প্রসারণ করার চেষ্টা করবেন, বাংলা উইকিকে সম্পাদক কম হওয়ায় আপনি আপনার তৈরি নিবন্ধ সম্প্রসারণ যদি না করেন, তবে দেখা যাবে নিবন্ধগুলি ঐভাবে খালি পড়ে থাকবে বছরের পর বছর। জাতীয় বাতায়ন থেকে উপাত্ত নিতে পারেন (যেমন সংখ্যা, গ্রামের নাম, বিদ্যালয়ের নাম ইত্যাদি)। তবে হুবহু লেখা অনুলিপি করবেন না (যেমন ইতিহাস, নামকরণ)। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৭, ২৮ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
কষ্ট করে অনুচ্ছেদ তৈরিতে দুটি সমান চিহ্ন দিন। মানে =ইতিহাস= এর বদলে ==ইতিহাস== দিন। কি বলছি যদি তা না বুঝতে পারেন তবে জানান। অন্যভাবে বুঝাতে চেষ্টা করব। --আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৫৮, ২৯ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যছক[সম্পাদনা]

আপনার সম্পাদনায় আরো কিছু সংশোধন দরকার।

  • প্রথম জিনিস হল নিবন্ধে [[bpy:...]] উইকির কোড দিতে হবে না।
  • দ্বিতীয় জিনিস হল টেমপ্লেট:তথ্যছক বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল থেকে টেমপ্লেট কোড অনুলিপি করেন।
  • তথ্যছক টেমপ্লেটটা খাড়াভাবে হবে। আড়াআড়িভাবে না (চরমান্দালিয়া ইউনিয়ন পাতায় যেয়ে সূচনা অনুচ্ছেদে ক্লিক করে দেখুন খাড়া বলতে কি বুঝিয়েছি)।
  • এবার টেমপ্লেটের ভিতর |নাম= অংশে ইউনিয়নের নাম দিন ইউনিয়ন লেখা বাদে (যেমন: চরমান্দালিয়া ইউনিয়ন হলে শুধু চরমান্দালিয়া লিখুন)।
  • |ডাকনাম= অংশে কিছু দিতে হবে না (তখনি দিন যদি অন্য কোন ডাকনাম থাকে)।
  • নেতার_দলনেতার_নাম অংশে উক্ত ইউনিয়নের চেয়ারম্যানের নাম দিন (ওয়েলফেশন ও তৌফিক সুলতান দিবেন না)।
  • |মোট_আয়তন= অংশে শুধু সংখ্যা দিন (বর্গ কিমি লেখা বাদে। সংখ্যার মধ্যে . দিন কেননা ২৬,২৬ আর ২৬.২৬ দুইটার অর্থ দুই রকম)।
  • মোট_জনসংখ্যা অংশে শুধু সংখ্যা দিন (জন লেখা বাদে)।
  • ওয়েবসাইট= ঠিকমত দিন।

--আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১২, ২৯ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট:তথ্যছক বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল পাতায় গেলে ইউনিয়নের তথ্যছকের কোড পাবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩৯, ২৯ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ উন্নয়ন[সম্পাদনা]

প্রিয় সুলতান ভাই, আপনি বাংলাদেশের ইউনিয়ন নিয়ে বেশ ভালো কাজ করছেন। আমি আপনাকে স্বাগতম জানাচ্ছি। তবে আপনার ইউনিয়ন পেজগুলোর মধ্যে আপনি আরও নামে সেকশন তৈরি করছেন। মূলত সেটি আরো দেখুন সেকশন হবে আর তা তথ্যসূত্র এর আগে থাকবে। আর অসম্পূর্ণ ট্যাগ বহিঃসংযোগ এর নিচে থাকবে। নমুনা হিসাবে খানপুর ইউনিয়ন, বিরামপুর দেখতে পারেন।—রুহান (আলাপ) ১৯:৪৭, ২৯ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার পরামর্শের জন্য ধন্যবাদ দেখুন এই টা ঠিক আছে কি না।

দেখুন[সম্পাদনা]

তুমুলিয়া ইউনিয়ন পেজটির ফরমেটে কাজ করতে পারেন। আরও জানতে খানপুর ইউনিয়ন, বিরামপুর পেজটি দেখুন।—রুহান (আলাপ) ২০:০৪, ২৯ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]


সাহায্য সহযোগিতা জন্য অনুরোধ[সম্পাদনা]

ভাই, আমি বট তৈরি নিয়ে শিক্ষা নিতে চাই। অনুগ্রহ করে আপনি কি আমাকে এই বিষয়েে সাহায্য করবেন। এবং একটা ভালো বট তৈরি করতে চাই যা উইকিপিডিয়া কে অনেক সাহায্য করতে পারবে। Towfiq ২০:০০, ২৯ জুলাই ২০১৯ (ইউটিসি)

আপনি উইকিপিডিয়ায় আরো অভিজ্ঞতা অর্জন করুন। পর্যায়ক্রমে আপনি বিভিন্ন পদ পাবেন। পরে আপনি প্রোগ্রামিং শিখে ভালো মানের বট তৈরি করতে পারবেন। তবে এর জন্য প্রশাসকের অনুমতি প্রয়োজন।—রুহান (আলাপ) ২০:০৬, ২৯ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশ্ন[সম্পাদনা]

আমার প্রোফাইলে এই ট্যাগ ব্যাবহার করতে পারি। ।

আজকের নির্বাচিত ছবি

বাংলাদেশের খুলনা বিভাগের শ্রীপুর শহরের কাছে ইছামতি নদীতে দুই জেলে জাল ফেলছেন। ছবিটি তুলেছেন শুভ্রজ্যোতি, যা উইকিমিডিয়া কমন্সে সিসি বাই-এসএ ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
সংগ্রহশালা – আরো নির্বাচিত চিত্র


স্বাগতম বার্তা জানানো[সম্পাদনা]

লক্ষ্য করুন, আপনি যাদের স্বাগত বার্তা দিচ্ছেন তাঁদেরকে ইতিমধ্যে স্বাগত বার্তা দেয়া হয়েছে। দুইবার জানানোর দরকার নেই। বাংলা উইকিতে একটি বট কাজটি করে। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:০৬, ৩০ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সাথে আরেকটি কথা বলতে চাই, নতুন কোন ইউনিয়নের নিবন্ধ না তৈরি করে ইতিমধ্যে যেগুলি তৈরি করেছেন তা সম্প্রসারণ করা শুরু করুন। আবার বলি, জাতীয় তথ্য বাতায়ন থেকে ইতিহাস, নামকরণ ইত্যাদি অনুলিপি করবেন না। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:০৮, ৩০ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ভাইয়া, আপনি কিন্তু এক লাইনের (সাথে ৮-১০টা খালি অনুচ্ছেদ) নিবন্ধ তৈরি করে চলছেন। আপনি নতুন ইউনিয়নের নিবন্ধ তৈরি করা বন্ধ করুন ও ইতিমধ্যে তৈরি করা নিবন্ধ সম্প্রসারণ শুরু করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:২৩, ৩০ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
উত্তর এখানে দিন। তাহলে আলোচনা এক জায়গায় থাকবে। উত্তর হল, না। আর দুইটা উপজেলা কেন, আর নতুন ইউনিয়নের নিবন্ধ তৈরি করার দরকার নেই। আগে ইতিমধ্যে তৈরি করা নিবন্ধ সম্প্রসারণ শুরু করুন। বার বলি, জাতীয় তথ্য বাতায়ন বা অন্য কোথাও থেকে থেকে ইতিহাস, নামকরণ ইত্যাদি অনুলিপি করবেন না। জাতীয় তথ্য বাতায়ন দেখে বা কোন কিছু দেখে নিজ থেকে লিখবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:২৬, ৩০ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিক এই কারণে আপনাকে নতুন নিবন্ধ তৈরি করতে আনা করেছি। দেখা অনেকে একসাথে অনেক নিবন্ধ তৈরি করে কিন্তু পরে কোন উন্নতি করে না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৬, ৩ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উত্তর[সম্পাদনা]

ঠিক আছে Towfiq ০২:৪৭, ৩০ জুলাই ২০১৯ (ইউটিসি)

সুপ্রিয় ব্যবহারকারী বিষয়শ্রেণী পাতায় সচারচর ঐ বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয় না। স্নায়ুরোগবিজ্ঞান নিয়ে আপনি লিখতে আগ্রহ হলে আপনাকে স্বাগত জানাই, তবে সেই লেখাগুলো স্নায়ুরোগবিজ্ঞান নিবন্ধের জন্য প্রযোজ্য, বিষয়শ্রেণী নামস্থানের জন্য নয়। কোনো প্রশ্নে আমার আলাপ পাতায় আপনাকে স্বাগতম। ধন্যবাদ। — তানভির১৩:৩৯, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

পাতাটি শুরু করার জন্য ধন্যবাদ। উইকিপিডিয়ায় লেখা ধাঁচ সম্পর্কে জানতে en:Neuropathology নিবন্ধটি দেখতে পারেন। চাইলে অনুবাদও করতে পারেন। শুভকামনা রইলো। — তানভির১৩:৫৩, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উন্মুক্ত উপাত্ত নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Wikimanbd (আলাপ) ১৫:০৪, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি করা হয়েছে দ্রুত অপসারণ প্রস্তাবনার জি১২ অনুচ্ছেদ অনুযায়ী, কারণ নিবন্ধটি বা চিত্রটি উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা লঙ্ঘন করেছে। এই নিবন্ধ বা ছবি সম্ভবত URL থেকে সরাসরি কপিকৃত। আইনগত কারণে, আমরা কপিরাইটকৃত কোন লেখা, ছবি অন্য কোন ওয়েবসাইট বা ছাপাকৃত সংস্করণ থেকে গ্রহণ করতে পারি না। এ জন্য, যদি না দ্রুত সংশোধন করা হয়; মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) নিবন্ধ/চিত্রটি সম্ভবত অপসারণ করা হবে। আপনি বহি:স্থ কোন ওয়েবসাইটকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু সংশ্লিষ্ট লেখা হতে হবে আপনার নিজের ভাষায়; কোনভাবেই উৎস ওয়েবসাইটের লেখার কোন অংশ সরাসরি কপি করা যাবে না। উইকিপিডিয়া কপিরাইট লঙ্ঘনকে মারাত্বকভাবে গ্রহণ করে ও বারংবার কপিরাইট লঙ্ঘনকারীদের সম্পাদনা থেকে বাধাদান করা হয়

যদি বহি:স্থ ওয়েবসাইট বা ছবিটি আপনার নিজের মালিকানায় থেকে থাকে ও আপনি অন্যদেরও এটি ব্যবহারের সুযোগ দিতে চান তাহলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অফিসিয়াল ই-মেইল ঠিকানা থেকে আমাদের info-bn@wikimedia.org ঠিকানায় সমস্যা জানিয়ে ইমেইল করুন। আপনি যদি ওয়েবসাইট বা ছবিটির মালিক না হন কিন্তু আপনি কপিরাইট স্বত্তাধীকারীর অনুমতি পেয়ে থাকেন তাহলে প্রক্রিয়ার জন্য এখানে দেখুন। আরও জানার জন্য উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী দেখুন, অথবা আপনার প্রশ্ন জিজ্ঞেস করুন এখানে

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Wikipediansouravhalder (আলাপ) ১৫:২৩, ১৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

কপিরাইট লঙ্ঘন[সম্পাদনা]

আপনি কিছু নিবন্ধন তৈরি করেছেন সেগুলো কপিরাইট লঙ্ঘন।অতি দ্রুত সেগুলো সম্পাদনা করুন।Wikipediansouravhalder (আলাপ) ১৭:৪৬, ১৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার অনুরোধে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ফিরিয়ে আনা হলো। আশা করি খুব দ্রুত নিবন্ধটি পুনর্লিখন করবেন। ধন্যবাদ।ফেরদৌস১৬:৪২, ১৬ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ফেব্রুয়ারি 2020[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যে-কেউ এই বিশ্বকোষে গঠনমূলক সম্পাদনা করতে পারেন। তবে, অনুগ্রহ করে কোনো নিবন্ধ বা উইকিপিডিয়া পাতায় বিজ্ঞাপনী বা প্রচারণামূলক উপকরণ বা তথ্যাদি যোগ করবেন না , যেমনটি আপনি করেছেন ৪ ফেব্রুয়ারি-এ। বিজ্ঞাপন এবং উইকিপিডিয়াকে "প্রচারমাধ্যম" হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে স্বাগত পাতা দেখে নিন এবং উইকিপিডিয়া সম্পর্কে জানুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৪১, ৪ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]

সুপ্রিয় TowfiqSultan,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা[সম্পাদনা]

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে আলোচনা করতে আজ, ৬ নভেম্বর রাত ৮ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
রাজীব

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল কলের পর প্রতিক্রিয়া[সম্পাদনা]

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে আলোচনা করতে ৬ নভেম্বর রাত ৮ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করে ছিলাম। যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা অংশগ্রহণ করতে পারেনি তাদের সবাইকে পরবর্তী আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। আমাদের আলোচনার উপর ভিক্তি করে আপনাদেরকে এই ফর্মটি পূরণ করার মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এই প্রতিক্রিয়া যারা অংশগ্রহণ করেছিলেন এবং যারা অংশগ্রহণ করেননি, এমনকি নিয়মিত, অ-নিয়মিত এবং নতুন ব্যবহারকারীদেরও জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ!

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

জনি (আলাপ) সোমবার ১৪:১৫, ১৫ এপ্রিল ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (বৈশ্বিক কথোপকথন)[সম্পাদনা]

বৈশ্বিক কথোপকথন অনুষ্ঠান উপলক্ষে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে দ্বিতীয় দফায় আলোচনা করতে আজ, ১৯ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ০৫:২৫, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনার সময় নির্বাচন[সম্পাদনা]

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে দুটি সময় নির্বাচন করেছি, আপনারা আপনাদের পছন্দ মত মতামত ২৩ নভেম্বর-এর মধ্যে দিতে পারেন। সবার মতামত অনুসারে ২৪ নভেম্বর আলোচনার জন্য একটি সময় নির্বাচন করে জানিয়ে দেয়া হবে।

আপনার বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত দিতে পারেন।

২৬ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)
২৭ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)

বিঃদ্রঃ আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় ৪ জন ২৭ নভেম্বর এবং ১ জন ২৬ নভেম্বর সমর্থন দিয়েছেন।

আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৭:৫০, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)[সম্পাদনা]

সবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৯:৩১, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনার সারসংক্ষেপ[সম্পাদনা]

আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি জনি এবং রাজীব আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমরা উইকিমিডিয়া ২০৩০ আন্দোলনের কৌশলের সুপারিশ এবং এর উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও বাস্তবায়ন করার উদ্দেশ্যে তিন দফায় আলোচনা করেছি। আমাদের এই আলোচনায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও নেপাল থেকে উইকিমিডিয়ান অংশগ্রহণ করেছেন। সকল অংশগ্রহণকারীর প্রতি রইলো বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমাদের তিন দফায় আলোচনার উপর ভিক্তি করে উইকিমিডিয়া ফাউন্ডেশনে তিনটি সুপারিশ এবং দশটি উদ্যোগের প্রতিবেদন দেয়া হবে। এই জন্য আপনাদের সবাইকে এই ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফর্মটি ২৮ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে। এর পরে সময়সীমা শেষ হওয়ার কারণে এই ফর্মটি বন্ধ হয়ে যাবে।

৫ এবং ৬ ডিসেম্বরের বৈশ্বিক কথোপকথনে অংশগ্রহণের জন্য এই নিবন্ধন ফর্মটি চালু করা হয়েছে, নিবন্ধন ফর্মটি ৪ ডিসেম্বর পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে, সবাইকে নিবন্ধন ফর্মটি পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে।

আমাদের আজকের (২৭ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৮:১৩, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বাধাদান[সম্পাদনা]

আপনাকে অসীম মেয়াদে বাধাদান করা হলো। কারণ, আপনি বিভিন্ন একাউন্ট ও আইপি থেকে উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধে প্রচারণামূলক তথ্য যোগ করে স্প্যামিং করেছেন। বর্তমানে, মূল একাউন্ট থেকে সম্পাদনা না হলেও আইপি থেকেই প্রচারণামূলক নিবন্ধ তৈরি করছেন। লগ রাখার স্বার্থে, বিকল্প একাউন্টসমূহ:

বি.দ্র. বাধা অপসারণে আগ্রহী হলে টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন {{বাধা অপসারণ | কারণ= আপনার কারণ এখানে ~~~~}} আল রিয়াজ উদ্দীন (আলাপ) ২০:৩৫, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]