উইকিপিডিয়া:অধিকারের আবেদন/স্বয়ংক্রিয় পরীক্ষক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Suvray (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৪১, ২৯ মার্চ ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎Ams riyad: + সফল আবেদন!)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

স্বয়ংক্রিয় পরীক্ষণ

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)

Smnsbd1971

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি অধিকার লাভের জন্য উপযুক্ত হবার নিয়মাবলী খুব ভালভাবে পড়েছি । আমি মনে করি, অধিকারটি পেলে অভিজ্ঞ উইকিপিডিয়ানদের কাজের বোঝা কিছুটা হবেও লাঘব হবে। তাছাড়া, আমার উইকিপিডিয়ায় কাজ করতে ভাল লাগে। এমতাবস্থায়, অধিকারটি পেলে কৃতার্থ থাকব। Smnsbd1971 (আলাপ) ১৫:২২, ১৪ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Smnsbd1971: আপনাকে এই অধিকার দিতে আপত্তি নেই। আপনি সংক্ষিপ্ত নিবন্ধ লিখছেন তাতেও সমস্যা নেই। কিন্তু যেটা দেখতে পেয়েছি, মাঝে মধ্যে আপনি ইংরেজি উইকির যে ছোট নিবন্ধগুলি অনুবাদ করছেন, বাংলা উইকিতে লেখার সময় সেই ছোট নিবন্ধকে আরো ছোট করে অনুবাদ করছেন। উদাহরণ হিসেবে ৯এক্সও নিবন্ধ বলা যায়, যেটা আপনি অনুবাদ করার সময় অনেকখানি বাদ দিয়ে অনুবাদ করেছেন। আপনি যদি কথা দেন, এই রকম ছোট নিবন্ধের ক্ষেত্রে কিছু লেখা বাদ দিয়ে আরো ছোট করে অনুবাদ করবেন না, তবে এই অধিকার দিতে আমার আপত্তি নেই। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩৩, ১৪ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

আচ্ছা,আফতাব ভাই। এটা পরিহার করব।--Smnsbd1971

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৩, ১৬ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Asik12

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

এত করে নিবন্ধন গুলো সহজে আরো গ্রহণযোগ্য হবে আশিক (আলাপ) ০৮:৩০, ১৮ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি প্রথমত, অধিকারটি ৫০টি বা তার বেশি নিবন্ধ নীতিমালা ও সবকিছু মেনে তৈরি করলে দেওয়া হয়। আপনার ৩৫টি তৈরি নিবন্ধের মধ্যে ৯টিই অপসারণ করা হয়ছে। দ্বিতীয়ত, আপনার অধিকারের অনুরোধের কারণ থেকে এটা প্রতিয়মান যে, আপনি খুব সম্ভবত এই অধিকারটি আসলে কি কাজে আসে সেটি সম্পর্কে পরিষ্কার না। তৃতীয়ত, আপনার তৈরি নিবন্ধগুলোর খুব সম্ভবত দুইটি বাদে বাকী সবগুলোই ‘অত্যন্ত সংক্ষিপ্ত’ এক, দুই বা তিন লাইনের। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৫৩, ১৮ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Ams riyad

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি একজন নিয়মিত উইকিপিডিয়ান। যদিও পরীক্ষার জন্য কয়েকমাস সম্পাদনা করতে পারি নি। আমি উইকিপিডিয়ার নিয়মকানুন সম্পর্কে অবগত। কয়েকমাস আগেও এই অধিকারটি পাওয়ার জন্য আবেদন করেছিলাম। কিন্তু নিবন্ধ সংখ্যা ৫০+ না হওয়ায় অধিকারটি দেওয়া হয় নি। বর্তমানে আমার তৈরি নিবন্ধের সংখ্যা ৫৮ টি। অধিকারটি পেলে প্রশাসকদের কাছে কৃতজ্ঞ থাকবো। মুনতাছির (আলাপ) ১২:১০, ২৯ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে -- Suvray (আলাপ) ১২:৪০, ২৯ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]