বিভিন্ন আন্তর্জাতিক সূচকে ভারতের অবস্থান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রতি বছর বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ের উপর ঘবেষণা করে তাদের প্রতিবেদন প্রকাশ করে। যেখানে তারা বিশ্বের বিভিন্ন দেশের তথ্য-উপাত্ত যাচাই করে একটি তালিকা প্রকাশ করে। সে তালিকায় বিভিন্ন সূচকে কোন দেশের অবস্থান কত এবং বিগত বছরগুলোতে কতটুকু পরিবর্তন হয়েছে তা উল্লেখ থাকে। এমনকি মাঝে-মাঝে সে তথ্যের উপর বিশ্লেষণ করে পরবর্তী বছরগুলোতে তার কী পরিমাণ পরিবর্তন হতে পারে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়।

নিচে বিশ্বের কোন্ সূচকে ভারতের অবস্থান কত-তম তার একটি তালিকা দেওয়া হল।

ভূগোল[সম্পাদনা]

সূচক বিবেচিত দেশের সংখ্যা ভারতের অবস্থান শীর্ষস্থান অর্জনকারী দেশ নিম্নে অবস্থানকারী দেশ প্রকাশক (সাল)
আয়তন ২৫৫টি ৭ম (৩২,৮৭,২৬৩ কিমি) রাশিয়া ভ্যাটিকান সিটি দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুক (২০২৪)[১]

জনপরিসংখ্যান[সম্পাদনা]

সূচক বিবেচিত দেশের সংখ্যা ভারতের অবস্থান শীর্ষস্থান অর্জনকারী দেশ নিম্নে অবস্থানকারী দেশ প্রকাশক (সাল)
জনসংখ্যা ২০৭টি ১ম (১৪২ কোটি ৮৬ লাখ) ভারত ভ্যাটিকান সিটি ওয়ার্ল্ডোমিটার (২০২৪)[২]
জনঘনত্ব ২০৭টি ২৮শ (৪৮১ জন/কিমি) মোনাকো গ্রিনল্যান্ড (ডেনমার্ক রাজ্য) ওয়ার্ল্ডোমিটার (২০২৪)[২]
প্রজনন হার ২০৯টি ১০৩তম (২.০৩) নাইজার হংকং (চীন) বিশ্ব ব্যাংক (২০২১)[৩]
জনসংখ্যা বৃদ্ধির হার ২৩৬টি ১২১তম (০.৭২%) দক্ষিণ সুদান কুক দ্বীপপুঞ্জ দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টবুক (২০২৪)[৪]

স্বাস্থ্য[সম্পাদনা]

সূচক বিবেচিত দেশের সংখ্যা ভারতের অবস্থান শীর্ষস্থান অর্জনকারী দেশ নিম্নে অবস্থানকারী দেশ প্রকাশক (সাল)
প্রত্যাশিত আয়ুষ্কাল ২০১টি ১৪৬তম (৬৭.২৪ বছর) হংকং (চীন) চাদ বিশ্ব ব্যাংক গোষ্ঠী (২০২১)[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Country Comparisons — Area"www.cia.gov। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৬ 
  2. "Population by Country (2024) - Worldometer"www.worldometers.info (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৬ 
  3. "Fertility rate, total (Births per woman) | Data" 
  4. "Country Comparisons — Population Growth Rate"www.cia.gov। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-১৬ 
  5. "Life expectancy at birth, total"। The World Bank Group। ২৯ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৩