বিডি ক্লিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিডি ক্লিন
মূলনীতিপরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে
গঠিত৩ জুন ২০১৬ (৭ বছর আগে) (2016-06-03)
প্রতিষ্ঠাতাফরিদ উদ্দিন
প্রতিষ্ঠাস্থানবাংলাদেশ
ধরনঅরাজনৈতিক ও অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন
উদ্দেশ্যবাংলাদেশকে বহির্বিশ্বের কাছে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিকের উদাহরণ প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম উদ্দেশ্য।
প্রধান সমন্বয়ক
জহিরুল ইসলাম রবি
স্বেচ্ছাকর্মী
দেশব্যপী ৪৪,০০০+ সদস্য
ওয়েবসাইটbdclean.org

বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন যা বাংলাদেশকে পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে।[১] সংগঠনটি দেশব্যপী প্রতি সপ্তাহের শুক্রবার একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করে তা পরিষ্কার করে ও তার আশপাশে থাকা মানুষদের পরিচ্ছন্ন বাংলাদেশের সুফল সম্পর্কে অবহিত করে। এমনকি তাদের মাঝে সচেতনতাও তৈরী করে এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থান তথা ডাস্টবিন এ ফেলতে উদ্বুদ্ধ করে।[২]

ইতিহাস[সম্পাদনা]

ফরিদ উদ্দিন এবং তার বন্ধুরা মিলে ৩রা জুন ২০১৬ সালে এটি প্রতিষ্ঠা করেন।[৩][৪] ২০১৬ সালের ২রা জুন শাহবাগ থেকে কাওরান বাজারেরসার্ক ফোয়ারা পর্যন্ত রাস্তার পাশের ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের মাধ্যমে সূচনা হয় ঢাকা ক্লিনের নামে পরে যা বর্তমানে বিডি ক্লিন নামে পরিচিত হয়।[৫][৬] বর্তমানে ২০২৩ সালের সমীক্ষা অনুযায়ী বিডি ক্লিনের মোট সেচ্ছাসেবীর সংখ্যা দেশব্যপী ৪৪ হাজারেও বেশি।[৭] দেশব্যপী ১২ টি সিটি করপোরেশন, ৩ টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ৬০ টি জেলা এবং জেলার অধীনস্থ উপজেলাসমূহে এর শাখা টিম রয়েছে।

কার্যক্রম[সম্পাদনা]

বিডি ক্লিনের ৬০ টি জেলা এবং জেলার অধিনস্থ উপজেলা টিমগুলো স্বতন্ত্রভাবে প্রতি সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে স্থানীয় একটি অপরিষ্কার স্থান নির্বাচন করে তা পরিষ্কার করেন এবং পরিচ্ছন্নতার সুফল সম্পর্কে আশেপাশে থাকা মানুষদের অবগত করে সচেতন করেন, সেই সাথে তাদের পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জনগণের ভূমিকা সম্পর্কে অবহিত করে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে তাদের অনুরোধ জানান।[৮] এছাড়াও বিডি ক্লিন কতৃক বিভিন্ন ধরণের জনসচেতনতামুলক প্রদর্শনী, বিশেষ ইভেন্ট, রোড শো এর আয়োজন করা হয়। এযাবত তিনটি প্রদর্শনীর আয়োজন করে বিডি ক্লিন।[৯] ১৯ জানুয়ারি ২৪ শুক্রবার হবিগঞ্জ - ৪ আসনের সাংসদ ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন আমন্ত্রণে নিজ অর্থায়নে ঢাকা থেকে বাস যোগে ছয় শতাধিক স্বেচ্ছাসেবী সম্মিলিতভাবে পরিচ্ছন্ন করে মৃতপ্রায় খোয়াই নদ যা পূণরায় আলোচনায় নিয়ে আসে বিডি ক্লিনকে।[১০][১১][১২] এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত এলাকায় একাধিক খাল পরিষ্কারকরণের ফলে রাজধানী বাসীর কাছেও আলোচিত হয়েছে বিডি ক্লিন।[১৩][১৪][১৫]

প্রদর্শনী[সম্পাদনা]

সাপ্তাহিক পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক প্রদর্শনীরও আয়োজন করে থাকে সংগঠনটি। ২০২৩ সালের ডিসেম্বর মাস অবধি বিডি ক্লিন মোট ৩ টি প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীগুলোর স্লোগান ছিল,"প্লাস্টিক সামগ্রী ব্যবহারে না তো বলছি না, বলছি শুধু হতে সচেতন, চলুন সবাই মিলে গড়ি পরিচ্ছন্ন বাংলাদেশ, করে অতীব যতন"। সেইভ আর্থ সেইভ বাংলাদেশ নামের প্রদর্শনীগুলো ধারাবাহিকভাবে সিজন-১, সিজন-২ এবং সিজন-৩ নামে অনুষ্ঠিত হয়।[১৬] জনসাধারণের মাঝে দারুণ প্রশংসিত এসব প্রদর্শনীগুলো নানান অপচনশীল দ্রব্য যেমন, সিগারেটের ফিল্টার, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছে।

সেইভ আর্থ সেইভ বাংলাদেশ সিজন - ১[সম্পাদনা]

সেইভ আর্থ সেইভ বাংলাদেশ সিজন ১ শিরোনামের প্রদর্শনীটি ৩০ লক্ষ প্লাস্টিকের বোতলের স্থাপনাসমৃদ্ধ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম যা উদ্ভোদন করেন।[১৭][১৮] রাজধানীর বনানী এলাকায় অবস্থিত ওয়্যারলেস রোডের সরকারি তিতুমীর কলেজের পাশের বিটিসিএল(টিএন্ডটি) মাঠে অনুষ্ঠিত এই প্রদর্শনীটি ২০১৯ সালে ১৭ই ডিসেম্বর থেকে ২৫শে ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের মাঝে প্রদর্শিত হয়।[১৯] প্রদর্শনীতে প্লাস্টিকের বোতল, বোতলের ক্যাপ দিয়ে তৈরি নানাবিধ স্থাপনা প্রদর্শিত হয়েছে। যেমন:বোতলের ক্যাপ দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বাংলাদেশের মানচিত্র, জাতীয় স্মৃতিসৌধ, বাঘের মুখোষ এবং নিত্যপ্রয়োজনীয় নানান সামগ্রী।[২০][২১]

সেইভ আর্থ সেইভ বাংলাদেশ সিজন - ২[সম্পাদনা]

প্রদর্শনীটির সিজন ২ একই মাঠে অনুষ্ঠিত হয় ২০২১ সালে ১৭ই ডিসেম্বর থেকে ২৫শে ডিসেম্বর পর্যন্ত।[২২] বিডি ক্লিনের শপথ পাঠের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রদর্শনীটির উদ্ভোদন করেন। ৯ দিন ব্যাপী এই প্রদর্শনীতে পর্যায়ক্রমে অতিথি হিসেবে এসেছিলেন বিডি ক্লিনের গুড উইল এম্বাসেডর সোলাইমান সুখন, টিকে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান, রোটারি ক্লাব ঢাকা, মেয়র এসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিগণ, ফারাজ করিম চৌধুরী, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানসহ আরোও অনেকেই। এ প্রদর্শনীতে ৫ কোটি সিগারেটের ফিল্টার এবং ১ লক্ষ সিগারেটের প্যাকেট দিয়ে বিডি ক্লিনের সেচ্ছাসেবীরা তৈরি করে নানান ভাষ্কর্য[২৩] তন্মধ্যে সিগারেটের ফিল্টার দিয়ে আঁকা ৭১ফুট বাই ১০০ফুট আয়তনের বাংলাদেশের মানচিত্র, পরিত্যক্ত বোতলের ক্যাপ দিয়ে তৈরি করা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। এছাড়াও, সংগঠনটির সেচ্ছাসেবীরা সারাদেশ থেকে সংগ্রহ করা সিগারেটের ফিল্টার দিয়ে তৈরি করে মাছ, মস্তিষ্ক, কচ্ছপ, গাছ, ফলমূল, ফুসফুস ও গাছের গুড়ি। প্রদর্শনীটির মঞ্চ, গেইট, প্রাচীর সবই তৈরি করা হয়েছে সিগারেটের ফিল্টার ও প্যাকেট দিয়ে।[২৪][২৫][২৬][২৭][২৮][২৯][৩০]

সেইভ আর্থ সেইভ বাংলাদেশ সিজন - ৩[সম্পাদনা]

একই শিরোনামে প্রদর্শিত প্রদর্শনীটির তৃতীয় পর্ব(সিজন-৩) ৩০শে ডিসেম্বর, ২০২২ থেকে ০৭ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হয় জনসাধারণের মাঝে।[৩১] পূর্বের ন্যায় বনানীর বিটিসিএল(টিএন্ডটি) মাঠে অনুষ্ঠিত এ প্রদর্শনীটিও সজ্জ্বিত ছিল নানা পরিত্যক্ত ও অপচনশীল দ্রব্যের উচ্ছিষ্ঠাংশ দিয়ে।[৩২] পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি প্রাচীর, প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি মাছের অবয়ব, সিগারেটের ফিল্টার দিয়ে তৈরি রুগ্ন বটগাছের ভাস্কর্য, সাধারণ মানুষের ফেলে দেয়া চিপসের প্যাকেট কুড়িয়ে বানানো হয়েছে বিলুপ্তপ্রায় কচ্ছপের প্রতিকৃতি। এছাড়াও, সিগারেট ফিল্টার দিয়েই বিশালাকার একটি সিগারেটের আকৃতি, মানব মগজ ও বিশাল গ্রেণেড। প্রতিটি স্থাপনার ভিত্তি তৈরি হয়েছে সিগারেটের ফিল্টার দিয়ে। পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের ক্যাপ দিয়ে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, তাতে উদ্ধৃতি হিসেবে "বঙ্গবন্ধুর হাতে গড়া প্রিয় বাংলাদেশ, আমরা রাখব পরিষ্কার মহান বিজয়ের মাসে, এ আমাদের দৃঢ় অঙ্গিকার" শিরোনামটি খচিত হয়েছে।[৩৩] [৩৪][৩৫][৩৬][৩৭][৩৮] এসব স্থাপনা তৈরিতে ব্যবহার করা হয়েছে ৩ কোটি ধুমপানের পর ফেলে দেয়া সিগারেটের ফিল্টার, ৪৫ লক্ষেরও বেশি প্লাস্টিকের বোতল এবং ৬ টনের অধিক পলিথিন ও চিপসের প্যাকেট।[৩৯] প্রদর্শনীটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম উদ্ভোদন করলেও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে বক্তব্য রেখেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম[৪০][৪১]

পরিচ্ছন্ন ক্যাম্পাস ঘোষণা[সম্পাদনা]

২০১৭ সালে ১০ নভেম্বর থেকে ২০১৮ সালের ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্ন ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে ১২ সপ্তাহ ব্যাপী পরিচ্ছন্ন অভিযান সহ পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিক ক্যাম্পেইন করে বিডি ক্লিনের সেচ্ছাসেবীরা। ২০১৮ সালে ২৬ জানুয়ারি বিকেল ৩ টায় গ্রুপ ছবি ও শপথ শেষে প্রায় ১৫ শতাধিক বিডি ক্লিন স্বেচ্ছাসেবী একযোগে ১২১ টি ভাগে হয়ে শুরু করেন ক্যাম্পাস পরিচ্ছন্নতার কাজ। পরিচ্ছন্নতা শেষে ৬.২৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ঘোষণা করেন।[৪২][৪৩][৪৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে স্বেচ্ছাসেবি সংগঠন "বিডি ক্লিন""www.voabangla.com। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৮ 
  2. "About Us"BD Clean (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৭ 
  3. "BD Clean celebrates anniversary planting 3,00,000 trees in two hours"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৬-০৫। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৯ 
  4. SAMAKAL। "৩ লাখ গাছ লাগিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল বিডি ক্লিন"৩ লাখ গাছ লাগিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল বিডি ক্লিন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৯ 
  5. "বিডি ক্লিনের স্বপ্ন পরিচ্ছন্ন বাংলাদেশ"www.kalerkantho.com। ২০১৯-০৯-০৩। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৮ 
  6. প্রতিবেদক, নিজস্ব (২০১৮-০২-০৩)। "পরিচ্ছন্ন বাংলাদেশের জন্য"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৭ 
  7. "তিন লাখ গাছ লাগিয়ে বিডি ক্লিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন"দৈনিক আজকের পত্রিকা। ২০২৩-০৬-০৩। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৮ 
  8. "সারাদেশে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান"www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৭ 
  9. "৩০ টন বোতল আর ৩ কোটি সিগারেট ফিল্টারে শিল্পকর্ম"banglanews24.com। ২০২৩-০১-০৬। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৭ 
  10. প্রতিনিধি (২০২৪-০১-১৯)। "নদী পরিষ্কারে ব্যারিস্টার সুমনের সঙ্গে যোগ দিলেন বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৩ 
  11. "এমপি হয়ে কথা রাখলেন ব্যারিস্টার সুমন | Barrister Sumon | BD Clean | Habiganj | Somoy TV" 
  12. "নদী পরিষ্কারে নামলেন ব্যারিস্টার সুমন"www.kalerkantho.com। ২০২৪-০১-১৯। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৩ 
  13. "গলা পানিতে নেমে খাল পরিস্কার, মৃত প্যারিস খাল এখন জীবিত | Maasranga News" 
  14. "রাজধানীর মিরপুর ১১ এর প্যারিস খালকে দখলমুক্ত করতে অভিযান শুরু | Banglavision News" 
  15. "বাচ্চাদের দেখে অট্টালিকায় বাসকারীদের লজ্জা হওয়া দরকার: আতিক | DBC NEWS" 
  16. "শেষ হলো বিডি ক্লিন-এর 'সেভ আর্থ সেভ বাংলাদেশ'"Risingbd Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৯ 
  17. "অর্ধকোটি প্লাস্টিক বোতলের প্রদর্শনী, ১০ লাখ টাকার অনুদান ঘোষণা মেয়রের"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৮ 
  18. "৩০ লক্ষ প্লাস্টিক বোতলের প্রদর্শনী" 
  19. "Save Earth Save Bangladesh, Season-01"BD Clean (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৩ 
  20. "পরিত্যক্ত প্লাস্টিক নিয়ে রাজধানীতে ব্যতিক্রমী প্রদর্শনী" 
  21. "প্লাস্টিকের রাসায়নিক ক্ষতি, সচেতনতা বাড়চ্ছে এক দল তরুণ" 
  22. "Save Earth Save Bangladesh, Season – 2"BD Clean (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৩ 
  23. "ফেলে দেয়া সিগারেটের ফিল্টারও ক্ষতি করছে পরিবেশের! | DNCC Waste | Mayor Atiqul Islam | Somoy TV" 
  24. "৫ কোটি সিগারেটের ফিল্টার দিয়ে আঁকা হলো বাংলার মানচিত্র | News | Ekattor TV" 
  25. "Save Earth Save Bangladesh, Season – 2"BD Clean (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-২৩ 
  26. "কুড়িয়ে পাওয়া সিগারেট ফিল্টারে তৈরী ভাস্কর্য || Cigarette Sculpture" 
  27. "ফেলে দেয়া সিগারেটের ফিল্টারও ক্ষতি করছে পরিবেশের! | DNCC Waste | Mayor Atiqul Islam | Somoy TV" 
  28. "বিজয়ের পঞ্চাশ, ৫ কোটি সিগারেটের ফিল্টার দিয়ে বাংলাদেশের মানচিত্র | News | Ekattor TV" 
  29. "৪.৫ ট্রিলিয়ন সিগারেটের ফিল্টার পৃথিবীতে, যা উদ্ভিদের জন্য ক্ষতিকর | Mayor Atiqul" 
  30. "সিগারেট ফিল্টার দিয়ে ব্যতিক্রমী প্রদর্শনী" 
  31. "প্লাস্টিকমুক্ত দেশ গড়তে বিডি ক্লিনের ব্যতিক্রমী উদ্যোগ | BD Clean | Plastic Hand Craft | Desh TV" 
  32. "প্লাস্টিকমুক্ত দেশ গড়তে বিডি ক্লিনের ব্যতিক্রমী উদ্যোগ | BD Clean | Plastic Hand Craft | Desh TV" 
  33. "প্রদর্শনীর আয়োজন করে বিডি ক্লিন বাংলাদেশ || BD Clean" 
  34. "প্লাস্টিকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিনের অন্যরকম আয়োজন! | BD Clean | Plastic Hand Craft" 
  35. "প্রতিদিন সমুদ্রে মিশছে ২ লাখ টন প্লাস্টিক ll Plastic Pollution ll Environment" 
  36. "প্লাস্টিক বর্জ্য ও সিগারেটের ফিল্টার রিসাইক্লিং করবেন আয়োজকেরা || Demonstration of plastic waste" 
  37. "পথের আবর্জনার ভিন্ন রূপ | BD Clean | Plastic Art | Channel 24" 
  38. "প্লাস্টিক দিয়ে প্রাণীর অবয়ব তৈরি করে প্রতিকী প্রতিবাদ | Channel 24 | BD CLEAN" 
  39. "প্লাস্টিক দিয়ে প্রাণীর অবয়ব তৈরি করে প্রতিকী প্রতিবাদ | Channel 24 | BD CLEAN" 
  40. "ফেলে দেওয়া প্লাস্টিকের মাছ, কচ্ছপসহ বিভিন্ন প্রাণীর অবয়ব! | Save Earth Save Bangladesh | Somoy TV" 
  41. "প্রদর্শনীর আয়োজন করে বিডি ক্লিন বাংলাদেশ || BD Clean" 
  42. "পরিচ্ছন্ন-বাংলাদেশ-গড়ার-লক্ষ্যে-পরিষ্কার-পরিচ্ছন্নতা-কর্মসূচীর-উদ্বোধন-করলেন-ঢাবি-উপাচার্য"du.ac.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৮ 
  43. "ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্ন ক্যাম্পাস ঘোষণা"BD Clean (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৭ 
  44. "ঢাবিতে ৮ সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু"banglanews24.com। ২০১৭-১১-১০। সংগ্রহের তারিখ ২০২৩-১১-০৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]