বারগড় লোকসভা কেন্দ্র
বারগড় লোকসভা কেন্দ্র | |
---|---|
ভারতীয় নির্বাচনী এলাকা | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
রাজ্য | উড়িষ্যা |
প্রতিষ্ঠিত | ১৯৫২-বর্তমান |
মোট নির্বাচক | ১,৪৩০,৭১৭ [১] |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব সুরেশ পূজারী | |
দল | ভারতীয় জনতা পার্টি |
নির্বাচিত বছর | ২০১৯ |
বারগড় লোকসভা কেন্দ্র হল ভারতের ৫৪৩টি সংসদীয় কেন্দ্রের মধ্যে অন্যতম। উড়িষ্যার বারগড়কে কেন্দ্র করে এই নির্বাচনী কেন্দ্রটি গঠিত। ১ নং বারগড় লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র বারগড় জেলা এবং ঝারসুগুড়া জেলায় অবস্থিত। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, এই নির্বাচন কেন্দ্রটি ২০০৮ সালে অস্থিত্ব লাভ করেছিল।
বিধানসভা কেন্দ্রসমূহ
[সম্পাদনা]ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে উড়িষ্যার বারগড় লোকসভা কেন্দ্রে ২০০৯ সাল থেকে নিম্নলিখিত বিধানসভা কেন্দ্রগুলির সমন্বয়ে গঠিত:[২][৩] পূর্বে পদমপুর বিধানসভা কেন্দ্র, বিজয়পুর বিধানসভা কেন্দ্র, বারগড় বিধানসভা কেন্দ্র এবং ভাতলি বিধানসভা কেন্দ্রগুলি সম্বলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।
- পদমপুর বিধানসভা কেন্দ্র ১ নং পদমপুর বিধানসভা কেন্দ্রটি ভারতীয় রাজ্য উড়িষ্যার বারগড় জেলার অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র।
- বিজপুর বিধানসভা কেন্দ্র ২ নং বিজপুর বিধানসভা কেন্দ্রটি ভারতীয় রাজ্য উড়িষ্যার বারগড় জেলার অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র।
- বারগড় বিধানসভা কেন্দ্র ৩ নং বারগড় বিধানসভা কেন্দ্রটি ভারতীয় রাজ্য উড়িষ্যার বারগড় জেলার অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র।
- আত্তাবিরা বিধানসভা কেন্দ্র (এসসি) ৪ নং আত্তাবিরা বিধানসভা কেন্দ্রটি ভারতীয় রাজ্য উড়িষ্যার বারগড় জেলার অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তপসিলি জাতির জন্য সংরক্ষিত।
- ভাতলি বিধানসভা কেন্দ্র ৫ নং ভাতলি বিধানসভা কেন্দ্রটি ভারতীয় রাজ্য উড়িষ্যার বারগড় জেলার অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র।
- ব্রাজারাজনগর বিধানসভা কেন্দ্র ৬ নং ব্রাজারাজনগর বিধানসভা কেন্দ্রটি ভারতীয় রাজ্য উড়িষ্যার ঝারসুগুড়া জেলার অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র।
- ঝারসুগুড়া বিধানসভা কেন্দ্র ৭ নং ঝারসুগুড়া বিধানসভা কেন্দ্রটি ভারতীয় রাজ্য উড়িষ্যার ঝারসুগুড়া জেলার অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র।
সংসদ সদস্য
[সম্পাদনা]- প্রথম লোকসভা ১৯৫২-১৯৫৭: ব্রিজ মোহন প্রধান, জিপি[৪]
- প্রথম লোকসভা ১৯৫২-১৯৫৭: জিডি থিরানী, নির্দল[৪]
- ১৯৫৭-২০০৮: এই কেন্দ্রটি বিদ্যমান ছিল না
- পঞ্চদশ লোকসভা ২০০৯-২০১৪: সঞ্জয় ভোই, ভারতীয় জাতীয় কংগ্রেস[৫]
- ষোড়শ লোকসভা ২০১৪-২০১৯: প্রভাস কুমার সিংহ, বিজু জনতা দল[৬]
- সপ্তদশ লোকসভা ২০১৯-বর্তমান: সুরেশ পূজারি, ভারতীয় জনতা পার্টি
নির্বাচনী ফলাফল
[সম্পাদনা]সাধারণ নির্বাচন ২০১৯
[সম্পাদনা]সাধারণ নির্বাচন, ২০১৯: বারগড় [৭] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিজেপি | সুরেশ পূজারি | ৫,৮১,২৪৫ | ৪৬.৫৮ | ||
বিজেডি | প্রসন্ন আচার্য | ৫,১৭,৩০৬ | ৪১.৪৫ | ||
কংগ্রেস | প্রদীপ কুমার দেবতা | ১,০৯,৪১৭ | ৮.৭৭ | ||
বিএসপি | কৌশিক সুনা | ১১,০৫৬ | ০.৮৯ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬৩,৯৩৯ | ||||
ভোটার উপস্থিতি | ১২,৫১,০৭৮ | ৭৮.৩৭ | |||
বিজেডি থেকে বিজেপি অর্জন করেছে | সুইং |
১৯৫১-২০১৯
[সম্পাদনা]২০১৯ সালের সাধারণ নির্বাচনে, বিজেপির সুরেশ পূজারি ১ নং বারগড় লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেডির প্রসন্ন আচার্যকে পরাজিত করেন।[৮] বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০১৪ সালে বিজেডির ডাঃ প্রভাশ কুমার সিং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুভাষ চৌহানকে পরাজিত করেন।[৬] ২০০৯ সালে কংগ্রেসের সঞ্জয় ভোই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেডির ডাঃ হামিদ হোসেনকে পরাজিত করেন।[৫] ২০০৮-১৯৫৭ সাল পর্যন্ত এই কেন্দ্রে কোন আসন বিদ্যমান ছিল না। ১৯৫১ সালে জিপির ব্রজমোহন প্রধান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলের জি.ডি থিরানিকে পরাজিত করেন।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014"। West Bengal। Election Commission of India। ডিসেম্বর ৫, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৪।
- ↑ "Archive Delimitation Orders"। Election Commission of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৯।
- ↑ "Orissa"। Election Commission of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৯।
- ↑ ক খ "General Elections, India, 1951- Constituency Wise Detailed Results" (পিডিএফ)। West Bengal। Election Commission। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- ↑ ক খ "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)। West Bengal। Election Commission of India। ১১ আগস্ট ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৪।
- ↑ ক খ "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)। West Bengal। Election Commission of India। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৬।
- ↑ "List of Contesting Candidates (Phase-II) (PC)" (পিডিএফ)। ceoorissa.nic.in। Office of the Chief Electoral Officer, Odisha। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৯।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;loksabha2019
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;loksabha1951
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি