বাবুল ইসলাম মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাবুল ইসলাম মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিসুন্নি ইসলাম
অবস্থান
অবস্থান২৩৭-১ হিতোতনোয়া, ওইয়ামা, তোচিগি প্রশাসনিক অঞ্চল ৩২৩-০৮২৭
স্থাপত্য
ধরনমসজিদ
ধারণক্ষমতা৮০০ জন
ওয়েবসাইট
www.icoj.org/babul-islam-masjid.html

বাবুল ইসলাম মসজিদ জাপানের তোচিগির একটি জামে মসজিদ। এটি ওইয়ামা রুট ৪ ও রুট ৫০ এর মোড়ে অবস্থিত। মসজিদের মূল হলটি প্রায় ৬০০ জন মুসল্লি ধারণ করতে পারে।

এমসজিদে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ও শুক্রবারে জুমার নামাজের পাশাপাশি তারাবীহ, ঈদের নামাজের জামাতও অনুষ্ঠিত হয়। এছাড়া, প্রতি শনিবার সাপ্তাহিক কোরআন শিক্ষার মাহফিলের আয়োজন করা হয়। মসজিদের অন্যান্য ক্রিয়াকলাপগুলো মধ্যে উল্লেখযোগ্য হল ইসলাম ধর্মে ধর্মান্তরিতকরণ, ইসলামী বিবাহ, লাশের গোসলজানাজা ইত্যাদি।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Babul Islam Masjid, Oyama, Tochigi."Islamic Circle Of Japan। ২১ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৬