হিরা মসজিদ
অবয়ব
হিরা মসজিদ | |
---|---|
行徳モスク | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | সুন্নি ইসলাম |
অবস্থান | |
অবস্থান | ৩, ৩ Chome-৩-১৯ Gyotoku Ekimae, ইচিকাওয়া, চিবা, জাপান |
স্থানাঙ্ক | ৩৫°৪০′৫৩″ উত্তর ১৩৯°৫৪′৫৯″ পূর্ব / ৩৫.৬৮১৫০৫৮° উত্তর ১৩৯.৯১৬২৮৭৪° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
সম্পূর্ণ হয় | ১৯৯৭ |
বিনির্দেশ | |
ধারণক্ষমতা | ২০০ জন |
গম্বুজসমূহ | ১ |
মিনার | ২ |
ওয়েবসাইট | |
www |
হিরা মসজিদ বা গ্যোটোকু মসজিদ (জাপানি: 行徳モスク) হল জাপানের চিবা প্রশাসনিক অঞ্চলের ইচিকাওয়ায় অবস্থিত একটি মসজিদ। মসজিদটি ইসলামিক সার্কেল অব জাপান (আইসিওজে) এর অঙ্গ প্রতিষ্ঠান জাপান মসজিদ ফাউন্ডেশন (জেএমএফ) মসজিদটি পরিচালনা করে।
ইতিহাস
[সম্পাদনা]১৯৯৭ সালে আইসিওজে চিবা কিনের ইচিকাওয়া শহরের গ্যোটোকুতে একটি দোতলা ভবন ক্রয় করে সেখানে মসজিদ প্রতিষ্ঠা করে। এই ভবনটি পূর্বে পানশালা হিসেবে ব্যবহৃত হত। যাই হোক, ভবনটির দুরবস্থা এবং কম ধারণ ক্ষমতার কারণে কয়েক বছরের মধ্যেই মসজিদ ভবন পুনঃনির্মাণের প্রয়োজন দেখা দেয়। পরবর্তীতে, ২০০৩-২০০৪ সালে ভবনটি পুনঃনির্মাণ করা হয়। ফলে মসজিদের ধারণ ক্ষমতা ২০০ জনে উন্নীত হয়।[১]
প্রধান কার্যাবলী
[সম্পাদনা]- দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের জামাত আয়োজন
- জুমার নামাজ আয়োজন করা হয় এবং উর্দু ও ইংরেজি উভয় ভাষায় খুতবা দেওয়া হয়।
- রমজান মাসে তারাবীহ ও ইফতারের ব্যবস্থা
- রমজানের শেষ দশ দিনে কিয়ামুল লাইল ও ইতিকাফের ব্যবস্থা
- প্রতি শনিবার ইংরেজি ও উর্দু ভাষায় কুরআন শিক্ষা দান
- জাপানী ভাষায় মাসিক হাদিস শিক্ষার আয়োজন
- শিশুদের কুরআন (তিলাতয়াত/ হিফজ/ তাজবিদ) শিক্ষা দান
- মুসলমানদের বিবাহ সম্পাদন ও সনদ প্রদান
- আরবি, ইংরেজি, উর্দু, জাপানী এবং মালয়, বাংলা সহ বিভিন্ন ভাষার বই সমৃদ্ধ একটি পাঠাগার পরিচালনা
- ইসলাম ধর্মে ধর্মান্তরিতকরণ এবং সনদ প্রদান
- লাশের গোসল ও জানাজার নামাজ আদায়[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Islamic Circle of Japan | Hira Masjid"। Icoj.org (ইংরেজি ভাষায়)। ২০১৬-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১১-১৫।
- ↑ "Islamic Circle of Japan | Hira Masjid" (ইংরেজি ভাষায়)। Icoj.org। ২০১৬-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১১-১৫।