নাগোইয়া মসজিদ

স্থানাঙ্ক: ৩৫°১০′৩৮.৭″ উত্তর ১৩৬°৫২′১৬.১″ পূর্ব / ৩৫.১৭৭৪১৭° উত্তর ১৩৬.৮৭১১৩৯° পূর্ব / 35.177417; 136.871139
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাগোইয়া মসজিদ
名古屋モスク
ধর্ম
অন্তর্ভুক্তিসুন্নি ইসলাম
অবস্থান
অবস্থান২-২৬-৭ হনজিন্দোরি, নাকামুরা-কু, নাগোইয়া, আইচি, জাপান
স্থাপত্য
ধরনমসজিদ
প্রতিষ্ঠার তারিখ১৯৯৮

নাগোইয়া মসজিদ (জাপানি: 名古屋モスク, উচ্চারণ: নাগোইয়া মসকু) জাপানের আইচি প্রশাসনিক অঞ্চলের অন্তর্গত নাগোইয়া শহরের নাকামুরা-কু'তে অবস্থিত একটি মসজিদ।

১৯৮০'র দশকে স্থানীয় মুসলমানরা একটি মসজিদ নির্মাণের জন্য অনুদান সংগ্রহ করতে শুরু করে। এ অনুদানের অর্থ দিয়ে ১৯৯৮ সালে মসজিদটি নির্মাণ করা হয়।[১] ২০০২ সালে নাগোইয়া ইসলামী সেন্টার (Islamic Center of Nagoya) গঠিত হলে তারা মসজিদ পরিচালনার দায়ভার গ্রহণ করে। পরবর্তীতে ২০০৮ সালে সংস্থাটি গিফুতে আরেকটি মসজিদ নির্মাণ করে, যা গিফু মসজিদ নামে পরিচিত।

এরা সনদপত্র প্রদান ও ইসলামের পরিচিতিমূলক বিভিন্ন পুস্তিকা প্রকাশ করে থাকে।[২]

ইতিপূর্বে এ অঞ্চলে নাগোইয়া মুসলিম মসজিদ নামে একটি মসজিদ ছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসপ্রাপ্ত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "名古屋モスクの歴史" (জাপানি ভাষায়)। 名古屋モスク। সংগ্রহের তারিখ ২০১৫-০১-১৩ 
  2. "名古屋モスクの活動内容" (জাপানি ভাষায়)। 名古屋モスク। সংগ্রহের তারিখ ২০১৫-০১-১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]