ফ্রান্সিস ড্রেক
স্যার ফ্রান্সিস ড্রেক | |
---|---|
— জলদস্যু — | |
![]() ষোড়শ শতকে ফ্রান্সিস ড্রেকের অঙ্কিত তৈলচিত্র | |
ডাকনাম | এল দ্রাকে (স্প্যানিশ), দ্রাকো (লাতিন, "ড্রাগন") |
ধরন | Privateer |
জন্ম | ফেব্রুয়ারি-মার্চ ১৫৪০ |
জন্মস্থান | ডেভন, ইংল্যান্ড |
মৃত্যু | ২৭শে জানুয়ারি, ১৫৯৬ (৫৫ বছর) |
মৃত্যুর স্থান | পোর্তোবেলো, কোলন, পানামা |
আনুগত্য | ইংল্যান্ড |
কার্যকাল | ১৫৬৩ – ১৫৯৬ |
স্থান | ভাইস অ্যাডমিরাল |
অপারেশনের বেজ | ক্যারিবিয়ান সাগর |
কমান্ড | গোল্ডেন হাইন্ড (পূর্বে প্যালিকেন নামে পরিচিত ছিল) |
যুদ্ধসমূহ | অ্যাংলো-স্প্যানিশ যুদ্ধ (১৫৮৫) গ্রেভলাইন্সের যুদ্ধ |
স্যার ফ্রান্সিস ড্রেক (জন্ম: ফেব্রুয়ারি-মার্চ ১৫৪০-মৃত্যু: ২৭শে জানুয়ারি, ১৫৯৬) (ইংরেজি: Francis Drake) মহারাণী প্রথম এলিজাবেথের আমলের একজন ইংরেজ নৌ-সেনাপতি, সমুদ্র-অভিযাত্রী ও রাজনীতিবিদ। তিনি সমুদ্র-পথে বিশ্ব-ভ্রমণকারী ২য় ব্যক্তি (ফার্ডিনান্ড ম্যাগেলান-এর পর)। স্পেনিয়ার্ডদের সাথে ব্রিটিশদের নৌ-যুদ্ধে তিনি ব্রিটিশ নৌসেনাদের নেতৃত্ব দেন।
নিজ দেশ ইংল্যান্ডে তিনি একজন জাতীয় বীর হিসেবে পরিচিত থাকলেও অন্যান্য দেশে তাকে "জলদস্যু", "যুদ্ধবাজ", "ক্রীতদাস ব্যবসায়ী" প্রভৃতি হিসেবে সম্বোধন করা হতো; এমন-কি তাকে ধরিয়ে দেবার জন্য স্পেনের তৎকালীন রাজা পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছিলেন।
জন্ম ও শৈশব
[সম্পাদনা]ফ্রান্সিস ড্রেক ১৫৪০ সালে ইংল্যান্ডের ডেভন অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম এডমুন্ড ড্রেক (Edmund Drake) ও মাতার নাম মেরি মেলোয়ে (Mary Mylwaye)।
সমুদ্র যাত্রা
[সম্পাদনা]ফ্রান্সিস ড্রেক ২৩ বছর বয়সে প্রথম সমুদ্র যাত্রা করেন।
বিশ্ব-ভ্রমণ
[সম্পাদনা]১৫৭৭ সালে ইংল্যান্ডের প্লাইমাউথ বন্দর থেকে "প্যালিক্যান" নামক একটি জাহাজে করে তিনি বিশ্ব ভ্রমণে বের হোন এবং ১৫৮০ সালে ফিরে আসেন।
সম্মননা
[সম্পাদনা]১৫৮১ সালে নৌপথে বিশ্ব-ভ্রমণ করার মাধ্যমে স্পেনিয়ার্ডদের সাথে সমুদ্র যাত্রায় প্রতিদ্বন্দিতার দ্বারা ইংরেজদের রাজ্য জয়ে বিশেষ অবদান রাখার জন্য রাণী ১ম এলিজাবেথ তাকে নাইটহুড উপাধী দেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- The Circumnavigation
- General sites
- Francis Drake
- Hand-colored map depicting Sir Francis Drake's attack on Saint Augustine from the State Archives of Florida
- In Drake's Wake – "The world's best Drake resource"
- Kraus Collection of Sir Francis Drake at the Library of Congress
- Mission to rescue Drake's body
- Oliver Seeler's website "Sir Francis Drake"
- Drake's methods of Navigation ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জানুয়ারি ২০০৮ তারিখে
- ফ্রান্সিস ড্রেক
- ১৫৪০-এ জন্ম
- ১৫৯৬-এ মৃত্যু
- ইংরেজ নাবিক
- ১৬শ শতাব্দীর অভিযাত্রী
- অরেগনের অভিযাত্রী
- অ্যাংলো-স্পেনীয় যুদ্ধ (১৫৮৫-১৬০৪)
- ব্রিটিশ ক্রীতদাস ব্যবসায়ী ও ক্রীতদাস ধারক
- সলিল সমাধি
- ইংরেজ বীরব্রতী
- বিশ্বের জলপথে প্রদক্ষিণকারী
- ইংরেজ অভিযাত্রী
- ক্যালিফোর্নিয়ার অভিযাত্রী
- মানুষ যারা সমুদ্রে মারা গেছে
- ইংরেজ বৌলস খেলোয়াড়
- টিউডার সময়কালের মানুষ
- ভূগোলবিদ
- ইংরেজ ভূগোলবিদ
- ভৌগোলিক আবিষ্কারক
- আমাশয়ে মৃত্যু
- নাইটস ব্যাচেলর
- ইংরেজ প্রাইভেটিয়ার
- অভ্যন্তরীণ মন্দিরের সদস্য
- ১৫৪০-এর দশকে জন্ম