ফুলবাড়ি (ভারত)
ফুলবাড়ি স্থলবন্দর | |
---|---|
শহর | |
অবস্থান পশ্চিমবঙ্গে ও ভারতে | |
স্থানাঙ্ক: ২৬°৩৮′১১″ উত্তর ৮৮°২৫′০০″ পূর্ব / ২৬.৬৩৬৩° উত্তর ৮৮.৪১৬৬° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | জলপাইগুড়ি জেলা |
ভাষা | |
• সরকারি | বাংলা |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
যানবাহন নিবন্ধন | ডব্লুবি (WB) |
নিকটতম শহর | শিলিগুড়ি / জলপাইগুড়ি |
লোকসভা কেন্দ্র | জলপাইগুড়ি |
বিধানসভা কেন্দ্র | ডাবগ্রাম-ফুলবাড়ি |
ওয়েবসাইট | wb |
ফুলবাড়ি (ইংরেজি: Phulbari) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ সমষ্টি উন্নয়ন ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তে যানবাহন এবং জনগণের জন্য একটি সড়ক সীমানা এবং একটি প্রস্তাবিত পৌরসভা।ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ফুলবাড়ির বিপরীতে রয়েছে বাংলাদেশবান্ধা।
সীমান্ত পারাপার[সম্পাদনা]
ভারতে ফুলবাড়ী এবং বাংলাদেশের বাংলাবান্ধা এর মধ্যে যানবাহনগুলির সীমান্ত অতিক্রম শুরু হয় ২০১১ সালের জানুয়ারিতে। [১] এর আগে, সীমান্তের মধ্যে নেপাল-বাংলাদেশ ট্রানজিট ১৯৯৭ সালে সীমিতভাবে শুরু করে। উভয় পক্ষের পণ্যদ্রব্য ট্রাক সীমান্ত অতিক্রম করে এবং অন্য দেশে গুদামে পণ্য আনলোড করে।ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং বাংলাদেশ কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। [২] এই স্থলবন্দরটি বাংলাদেশের এবং ভারতের মধ্যে মানুষের চলাচলের জন্যও ব্যবহার করা যেতে পারে। [৩]
সীমান্তে যথাযথ সুবিধা নেই এবং ফুলবাড়ী ও ভারত-নেপাল সীমান্তের সড়কের অবস্থা সম্পর্কে অভিযোগ রয়েছে।ভারত নেপালের চেকপোস্টে অবস্থিত কাকরভিটা স্থল বন্দর থেকে ৪২ কিলোমিটার (২6 মাইল) সড়কটি উন্নত করতে পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে নেপালী চেক-পোস্ট অবস্থিত, জাতীয় সড়ক ৩১ সি থেকে মেচি নদী এবং রাজ্য মহাসড়ক ১২ এ ফুলবাড়ী সীমান্ত পোস্টে অবস্থিত।[৪][৫]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Banglabandha land port opens today"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২২ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৭।
- ↑ "India, Bangladesh open new land port to boost trade - The Economic Times"। The Economic Times। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৭।
- ↑ "India, Bangladesh open a new land port connecting Phulbari, Banglabandha"। banglanews24.com। ১৮ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৭।
- ↑ "Banglabandha port prospects dim"। Priyo Internet Life, 3 August 2011। ২৪ ২ এপ্রিল ০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 28 December 2011। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|আর্কাইভের-তারিখ=
(সাহায্য) - ↑ "Priority Investment - India" (পিডিএফ)। ২০ জুন ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১১।