মালবাজার মহকুমা
মালবাজার মহকুমা মালবাজার মহকুমা | |
---|---|
স্থানাঙ্ক: ২৬°৫১′ উত্তর ৮৮°৪৫′ পূর্ব / ২৬.৮৫° উত্তর ৮৮.৭৫° পূর্ব |
মালবাজার মহকুমা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একটি মহকুমা। এই মহকুমা মাল পুরসভা এবং মাল, মেটেলি ও নাগরাকাটা নামে তিনটি ব্লক নিয়ে গঠিত। উক্ত ব্লক তিনটিতে মোট ২২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই মহকুমার সদর মালবাজার। ১৯৯০-এর দশকে জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি সদর মহকুমা দ্বিখণ্ডিত করে এই মহকুমাটি গঠন করা হয়। মালবাজার মহকুমা চা বাগান ও আর্দ্র পর্ণমোচী অরণ্যাঞ্চলের জন্য বিখ্যাত। মালবাজার ছাড়া এই মহকুমার অন্যান্য গুরুত্বপূর্ণ শহর হল লাটাগুড়ি (মহকুমার মধ্যে অবস্থিত গোরুমারা জাতীয় উদ্যানের প্রবেশপথ), চালসা, ডামডিম ও মেটেলি।
এলাকা
[সম্পাদনা]মালবাজার পুরসভা ছাড়া এই মহকুমায় তিনটি ব্লক রয়েছে। এগুলি হল: মালবাজার, মেটেলি ও নাগরাকাটা। এই তিনটি ব্লকের অধীনে আবার ২২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।[১] এই ব্লকগুলিতে কোনো শহরাঞ্চল নেই।[২]
ব্লক
[সম্পাদনা]মালবাজার ব্লক
[সম্পাদনা]মালবাজার ব্লকের গ্রামীণ এলাকা ৬ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বাগরাকোট, ডামডিম, রাঙামাটি, কুমলাই, ওদলাবাড়ি ও তেসিমালা।[১] এই ব্লকটি মাল থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর মালবাজার।[৪]
ক্রান্তি ব্লক
[সম্পাদনা]ক্রান্তি ব্লকের গ্রামীণ এলাকা ৬ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: লাটাগুড়ি, রাজাডাঙা, চ্যাংমারী, ক্রান্তি, মৌলানি এবং চাঁপাডাঙা।
মেটেলি ব্লক
[সম্পাদনা]মেটেলি ব্লকের গ্রামীণ এলাকা পাঁচটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বিধাননগর, মাটিয়ালি হাট, মাটিয়ালি-বাটাবাড়ি-২, ইনডং-মাটিয়ালি ও মাটিয়ালি-বাটাবাড়ি-১।[১] এই ব্লকটি মেটেলি থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর চালসা।[৪]
নাগরাকাটা ব্লক
[সম্পাদনা]নাগরাকাটা ব্লকের গ্রামীণ এলাকা পাঁচটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আঙড়াভাসা-১, চম্পাগুড়ি, সুলকাপাড়া, আঙড়াভাসা-২ ও লুকসান।[১] এই ব্লকটি নাগরাকাটা ও বানারহাট থানার অধীনস্থ।[৩] ব্লকের সদর নাগরাকাটা।[৪]
বিধানসভা কেন্দ্র
[সম্পাদনা]সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে মালবাজার পুরসভা ও মালবাজার ব্লক নিয়ে মাল বিধানসভা কেন্দ্র গঠিত। মেটেলি ও নাগরাকাটা ব্লকদুটি নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। দুটি বিধানসভা কেন্দ্রই তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত। মাল বিধানসভা কেন্দ্রটি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। নাগরাকাটা বিধানসভা কেন্দ্রটি তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৫]
পাদটীকা
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008"। West Bengal। National Informatics Centre, India। ২০০৮-০৩-১৯। ২০০৯-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২১।
- ↑ "District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২১।
- ↑ ক খ গ "List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২১।
- ↑ ক খ গ "Contact details of Block Development Officers"। Jalpaiguri district। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Press Note, Delimitation Commission" (PDF)। Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। পৃষ্ঠা 5,23। সংগ্রহের তারিখ ২০০৯-০১-১০।